কোচ হিসেবে ট্রেভর জেমস মর্গানের ইস্টবেঙ্গলে দ্বিতীয় ইনিংস শুরু করার ১০ দিনের মাথায় উত্তপ্ত হয়ে উঠল ইস্টবেঙ্গল অনুশীলন। শহর জুড়ে তীব্র দাবদাহের মধ্যেই লাল–হলুদ অনুশীলনেও অশান্তির আঁচ। অনুশীলন চলাকালীন প্রকাশ্যে মর্গানের সামনেই বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়লেন দলের দুই সিনিয়র ফুটবলার মেহতাব হোসেন ও লালরিন ডিকা রালতে।
Labels
Labels
Friday, April 29, 2016
মেহতাব–ডিকা ঝামেলায় তাল কাটল
কোচ হিসেবে ট্রেভর জেমস মর্গানের ইস্টবেঙ্গলে দ্বিতীয় ইনিংস শুরু করার ১০ দিনের মাথায় উত্তপ্ত হয়ে উঠল ইস্টবেঙ্গল অনুশীলন। শহর জুড়ে তীব্র দাবদাহের মধ্যেই লাল–হলুদ অনুশীলনেও অশান্তির আঁচ। অনুশীলন চলাকালীন প্রকাশ্যে মর্গানের সামনেই বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়লেন দলের দুই সিনিয়র ফুটবলার মেহতাব হোসেন ও লালরিন ডিকা রালতে।
সম্ভবত প্রথম দু ম্যাচে নেই নর্ডি
এ এফ সি কাপের নক আউট পর্বে আগেই পৌঁছে গিয়েছিল মোহনবাগান। মালদ্বীপের মেজিয়ার সঙ্গে ১–১ ড্র করে গ্রুপ শীর্ষে থাকার যোগ্যতার্জন করে নিয়েছে সঞ্জয় সেনের ফুটবলাররা। এতে ঘরের মাঠে প্রি–কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবেন তাঁরা। এটা যেমন স্বস্তি দিচ্ছে কোচ সঞ্জয়কে, তেমন এখন ফেডারেশন কাপে পুরোপুরি ফোকাস ঘোরাতে পারছেন।
ওষুধ নয়, অস্ত্রোপচার দরকার, আবার কড়া সুপ্রিম কোর্ট
কঠোর থেকে কঠোরতর হচ্ছে সুপ্রিম কোর্ট। এবার তারা নতুন করে হাত দিল বোর্ড কর্তাদের সর্বোচ্চ বয়স সীমার দিকে। একেবারে জগমোহন ডালমিয়ার উদাহরণ তুলে ধরল দেশের সর্বোচ্চ আদালত। বি সি সি আই–এর উদ্দেশে দেশের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের বেঞ্চ প্রশ্ন ছুঁড়ে দিল, ‘কেন বোর্ডের কর্তারা ৭০ বছর পর্যন্ত ক্ষমতায় থাকবেন?
Thursday, April 28, 2016
রোনাল্ডোকে সুস্থ করতে বিশেষ চিকিৎসা
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে খেলতে পারেননি। ফিরতি লেগে কি পারবেন? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে রিয়েল মাদ্রিদের সমর্থকদের। ভাবাচ্ছে কোচ জিদানকেও। রিয়েল শিবিরের ভেতরের খবর যা, তাতে জানা গিয়েছে, আগামী সপ্তাহে ফিরতি লেগের আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সুস্থ করে তুলতে বিশেষ ধরনের চিকিৎসা করানো হবে। সেই বিশেষ চিকিৎসাটি কী?
সলমনের পাশে এবার সৌরভ
নতুন ‘লুক’। দেখলে মনে হবে হলিউডের নয়া কোনও নায়ক। নিজেকে বিজ্ঞাপনে দেখে নিজেই মোহিত। পটাপট তুলে ফেললেন ‘সেলফি’। বিদেশি ব্র্যান্ডের চশমার লেন্স ভারিলাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সৌরভ গাঙ্গুলি। সেই বিজ্ঞাপনে নিজেকে দেখে একটা সময়ে বলেই ফেললেন, ‘দেখুন টাইটানিক ২ আসছে।’ অর্থাৎ নিজেকে লিওনার্দো দ্য ক্যাপ্রিওর মতো মনে করছেন সৌরভ।
নিগুয়েজের বিস্ময় গোলে পিছিয়ে বায়ার্ন | গৌতম সরকার
অ্যাটলেটিকো মাদ্রিদ ১ বায়ার্ন মিউনিখ ০
(সল নিগুয়েজ)
ম্যাচ দেখে মন ভরল না।
লেখার শুরুটা নেতিবাচক হলে, পড়ার আগ্রহ কমে যায়। কিন্তু, এর থেকে অন্য কিছু লিখে শুরুটা করতে মন চাইল না। কেন চাইবে? চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের খেলায় মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ। দুই দলে নামী ফুটবলার, দুই দলেই সমঝদার কোচ। তাও কি না এমন খেলা! কেমন যেন সুর-তাল বিহীন ফুটবল! হ্যাঁ মানছি, সল নিগুয়েজের গোলটায় মুনশিয়ানার ছাপ ছিল। ওই মুহূর্তটায় ভাল লাগার রদস ছিল। কিন্তু বাদ বাকি? বলার মতো কতটুকু ছিল?
লেখার শুরুটা নেতিবাচক হলে, পড়ার আগ্রহ কমে যায়। কিন্তু, এর থেকে অন্য কিছু লিখে শুরুটা করতে মন চাইল না। কেন চাইবে? চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের খেলায় মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ। দুই দলে নামী ফুটবলার, দুই দলেই সমঝদার কোচ। তাও কি না এমন খেলা! কেমন যেন সুর-তাল বিহীন ফুটবল! হ্যাঁ মানছি, সল নিগুয়েজের গোলটায় মুনশিয়ানার ছাপ ছিল। ওই মুহূর্তটায় ভাল লাগার রদস ছিল। কিন্তু বাদ বাকি? বলার মতো কতটুকু ছিল?
Labels:
অ্যাটলেটিকো মাদ্রিদ,
চ্যাম্পিয়ন্স লিগ,
ফুটবল,
বায়ার্ন মিউনিখ,
বিশ্ব
Wednesday, April 27, 2016
গোলশূন্য ম্যাচ, খুশি জিদান
নিষ্ফলা ড্র। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বে রিয়েল মাদ্রিদ গোলশূন্যভাবে খেলা শেষ করল ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে। গত কয়েকদিন ঘরেই এই ম্যাচকে ঘিরে ফুটবল মহলের উত্তেজনার পারদ চড়ছিল। এতে অবশ্য অবাক হওয়ার কোনও কারন নেই। কারন, ইউরোপীয় ক্লাব ফুটবলের সেরা টুর্নামেন্ট এখন শেষ ধাপে পৌঁছে গিয়েছে।
Labels:
চ্যাম্পিয়ন্স লিগ,
ফুটবল,
বিশ্ব,
ম্যাঞ্চেস্টার সিটি,
রিয়েল মাদ্রিদ
জেজের ৯৩ মিনিটের গোলে হার বাঁচল
মোহনবাগান ১ (জেজে) মেজিয়া ১ (আসাদুল্লা)
মোহনবাগানের উদ্দেশ্য সফল। কোচ সঞ্জয় সেন ও তাঁর ফুটবলারদের লক্ষ্য ছিল, জিততে না পারলেও মালদ্বীপের মাঠে মেজিয়ার বিরুদ্ধে যেন একটা পয়েন্ট অন্তত পাওয়া যায়। সেটাই হল। আসাদুল্লার গোলে পিছিয়ে পড়েও একবারে ম্যাচের অন্তিম লগ্লে সংযুক্তি সময়ে জেজের গোলে ১–১ করে মোহনবাগান এ এফ সি কাপের ম্যাচে মূল্যবান একটা পয়েন্ট তুলে নিয়ে গ্রুপ শীর্ষে থাকা নিশ্চিত করল।
গতি ধরে রাখতে চান গোতি
তিনি জানেন না বাদশার শহরে খেলা হলেও বাদশা মাঠে আসবেন কিনা। তা নিয়ে দলনেতার কোনও মাথাব্যথাও নেই। সপাটে বলেই ফেলেছেন, ‘জানি না শাহরুখ আসবেন কিনা। কে আসবেন আর কে আসবেন না, আমরা যখন মাঠে নামি তখন সেটা মাথায় থাকে না। আমরা দলবদ্ধ হয়ে মাঠে নামি। পেশাদারি মানসিকতা নিয়ে। তখন জেতার কথা ছাড়া মাথায় আর অন্য কিছু থাকে না।’ এমনভাবে গৌতম গম্ভীরই পারেন এ কথা বলতে। বুধবার বিকেলে ওয়াংখেড়ে অনুশীলনের আগে এভাবে বলে গেছেন নাইট–নেতা।
জমজমাট অনুষ্ঠানে সংবর্ধিত দীপা
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার রোটারি সদনে অনুষ্ঠিত হয়ে গেল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রত্যাশামতোই ক্রীড়াক্ষেত্রে সফল এবং প্রতিষ্ঠিত তারকারা যেমন একদিকে ছিলেন, তেমনই আরেকদিকে ছিলেন ভারতের ভবিষ্যৎ তারকারা, যাঁরা তিন মাসেই পরেই অলিম্পিকে নামবেন ভারতের পতাকা নিয়ে।
খেলার মতো রাজনীতিতেও পালাই না: বাইচুং
খেলার জগতের মানু্ষের রাজনীতিতে আসা পছন্দ করেন। নিজেও এসেছেন সেজন্য। কিন্তু এটা পছন্দ করেন না যে খেলা চলাকালীন কোনও ব্যক্তিত্ব রাজনীতিতে আসুন। যেমন, পছন্দ করছেন না মেরি কমের রাজ্যসভায় এখনই আসা। কারণ, মেরি কম এখনও খেলা ছাড়েননি। তিনি সময় দেবেন কীভাবে? যথার্থ প্রশ্ন তুেলছেন বিধানসভায় শিলিগুড়ির তৃণমূল প্রার্থী বাইচুং ভুটিয়া। বুধবার বিকেলে কলকাতার এক পাঁচতারা হোটেলে একটি সর্বভারতীয় চ্যানেলের ‘টক শো’–তে এমনই মন্তব্য করছেন বাইচুং।
Tuesday, April 26, 2016
বায়োপিক দেখে কাঁদলেন পেলে!
বস্তির সেই ঘিঞ্জি পরিবেশ, অস্বাচ্ছল্যের সেই এবেলা-ওবেলা, সেই অপ্রশস্ত
গলির ভেতর দিয়ে বল পায়ে এগিয়ে যাওয়া, বলের দখল নিয়ে বন্ধুদের সঙ্গে সেই
ধস্তাধস্তি— চোখের সামনে যেন ফিরে এলো হঠাৎই! মনে হল, ফিরে এসেছে আস্ত
ছেলেবেলাটাই! আর ফিরে আসতেই, সব আগল ভেঙে গেল। কে দেখছে, কী দেখছে, কী
ভাবছে— সব প্রশ্ন, সব ভাবনা, তখন বড়ই অপ্রয়োজনীয়। নিজেকে বাঁধার এতটুকু
চেষ্টা করলেন না তিনি। বরং ছোট্ট শিশুর মতই কেঁদে উঠলেন ফুঁপিয়ে! দু’গাল
বেয়ে নামতে শুরু করল ধারা! আবেগের! কে তিনি? কেন এভাবে কাঁদছেন? কী
করেই বা হঠাৎ করে তাঁর চোখের সামনে ফিরে এলো অতীত?
ট্যাক্সি ভাড়া ছিল না শচীনের!
তিনি ভারতের অন্যতম ধনী ক্রীড়াবিদ। অথচ ছোটবেলায় ক্রিকেট খেলে বেড়ে ওঠার
সময় এমন দিনও গেছে, যেদিন ক্যাব ভাড়া করে রেল স্টেশন থেকে বাড়ি যাবেন তার
পয়সাটুকুও পকেটে ছিল না! তিনি শচীন তেন্ডুলকার। এ কথা মঙ্গলবার এক
অনুষ্ঠানে নিজেই জানিয়েছেন ক্রিকেট কিংবদন্তি। একটি অনূর্ধ্ব ১৫
প্রতিযোগিতায় খেলে পুনে থেকে ফিরছিলেন শচীন। তখন তাঁর বয়স ১২ বছর। কী
ঘটেছিল?
দুই লক্ষ্য পূরণে নামছে বাগান, স্বদেশী রক্ষণ নিয়ে
এ এফ সি–র শেষ ষোলোর টিকিট আগেই পকেটে পুরে ফেলেছে
মোহনবাগান। আজ, বুধবার মালদ্বীপের মাটিতে মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে নামার
আগে দুটো লক্ষ্য নিয়ে নামছে সঞ্জয়–শঙ্করলাল ব্রিগেড। লক্ষ্য ১. আজকের
ম্যাচ থেকে ১ পয়েন্ট এলেই গ্রুপ–সেরা হয়ে শেষ করবেন সনিরা। ফলে
প্রি–কোয়ার্টার ফাইনালের ম্যাচ ঘরের মাঠে খেলতে পারবে মোহনবাগান।
পুনেকে জয়ে ফেরালেন দিন্দা
সুযোগ পেয়েই ঝলসে উঠলেন অশোক দিন্দা। প্রথম
ওভারের চতুর্থ বলেই ডেভিড ওয়ার্নারকে তুলে নিয়ে যে ধাক্কাটা দিয়েছিলেন,
সামলে ওঠা সম্ভব হল না সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে। বৃষ্টিবিঘ্নিত
ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়ে জয়ে ফিরল
রাইজিং পুনে সুপারজায়ান্টস। ক্যাপ্টেন ধোনির আস্থার মর্যাদা দিলেন দিন্দা।
Labels:
আইপিএল,
ক্রিকেট,
পুণে সুপারজায়ান্টস,
সানরাইজার্স হায়দরাবাদ
Sunday, April 24, 2016
জন্মদিনে খুদেদের সঙ্গে ক্রিকেট শচীনের
মুম্বই: জন্মদিনেও ব্যাট হাতে শচীন তেন্ডুলকার। তবে কোনও প্রতিযোগিতামূলক কিংবা প্রদর্শনী ম্যাচে নয়। মু্ম্বইয়ের এম আই জি ক্লাবে খুদেদের সঙ্গে ক্রিকেট খেললেন এই কিংবদন্তী ক্রিকেট তারকা। শচীনের ৪৩ তম জন্মদিন উপলক্ষ্যে ‘মেক–এ–উইশ ইন্ডিয়া’ নামে একটি সংস্থা খুদেদের নিয়ে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল। শচীন তাদের সঙ্গে খেলা ছাড়াও শিশুদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং নিয়ে নানা পরামর্শ দেন। নিজের ফেসবুকে শিশুদের সঙ্গে সময় কাটানোর ছবিও পোস্ট করেছেন শচীন।
Saturday, April 23, 2016
ওয়েস্টউডের দর্পচূর্ণ, চ্যাম্পিয়ন বেঙ্গালুরুকে পাঁচ গোল দিয়ে রানার্স মোহন বাগান
মোহন বাগান-৫ : বেঙ্গালুরু এফ সি-০
(কর্নেল গ্লেন-২, লেনি,
লুসিয়ানো, আজহার)
ব্রিটিশ কোচ ওয়েস্টউড গত তিন বছর বেঙ্গালুরু এফ সি’র কোচিংয়ের দায়িত্বে
রয়েছেন। বেঙ্গালুরুর ক্লাবটির অন্দর মহলে তিনি ‘অ্যাশ’ নামে পরিচিত। শনিবার
সন্ধ্যায় সেই অ্যাশের দলকে আক্ষরিকঅর্থেই ‘ভস্ম’ করে দিল সঞ্জয় সেনের
মোহন বাগান। ৪০ দিন পর জয়ে ফিরল সবুজ মেরুন ব্রিগেড। রাজকীয় সেই জয়।
বেঙ্গালুরুকে যে এইভাবে মোহন বাগান চূর্ণ করবে তা ক্লাবের অতি বড়
সমর্থকরাও ভাবেননি।
ফর্মে নাদাল
চোট আর খারাপ ফর্মে জেরবার ছিলেন গত মরসুম জুড়ে। এবার যে নতুন করে শুরু করতে চান গোড়াতেই জানিয়েছিলেন। যেমন বলা, তেমনই কাজ। গত সপ্তাহে মন্টে কার্লো ওপেনে ট্রফি জেতার পর বার্সিলোনা ওপেনেও জয়রথ অব্যাহত রাফায়েল নাদালের। ইতালির ফ্যাবিও ফোগনিনিকে ৬-২, ৭-৬(১) হারিয়ে টুর্নামেন্টের শেষ চারে উঠলেন রাফা। প্রথম সেটে সহজে জিতলেও দ্বিতীয় সেটে লড়াই হল হাড্ডাহাড্ডি। ম্যাচ জিতে খুশি, তবে ট্রফি জয়ের খিদেটা আরও বেড়ে গিয়েছে নাদালের।
বাড়িতে 'ধন্যি মেয়ে' দীপা
কিরীটী দত্ত: ইলিশ মাছ খেতে ভালবাসেন দীপা। তাই মেয়ের প্রিয় খাবার আনতে শুক্রবার সাতসকালে মহারাজগঞ্জ বাজারে যান বাবা দুলাল কর্মকার। মা–বাবার ইচ্ছে ছিল গর্বের মেয়ে ঘরে ফেরার পর ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ানোর। কিন্তু পরে কোচ বিশ্বেশ্বর নন্দী সতর্ক করলেন। কোনওভাবেই যেন দীপার ওজন বেড়ে বা কমে না যায়, সেদিকে বিশেষ নজর দেওয়ার জন্য দীপার মা গৌরী কর্মকারকে বলেন বিশ্বেশ্বর।
ক্রিকেটাররা মিডিয়ার চাপে নাকাল: শাস্ত্রী
টি–টোয়েন্টি বিশ্বকাপের পরেই শেষ হয়ে গিয়েছে তঁার চুক্তি। তাই ফের পুরনো ভূমিকায় ফিরে এসেছেন রবি শাস্ত্রী। আই পি এল চলাকালীন কমেন্ট্রি করা ছাড়াও, মাইক হাতে তঁাকে দেখা যাচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চেও। ভারতীয় বোর্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তঁারা টিম ডিরেক্টরের বদলে নতুন কোচ–ই নিয়োগ করবে, সেখানে।
গত ১৫ বছর ধরে বার্সিলোনাই সেরা দল: পেলে
সারাজীবন স্যান্টোসে খেলেছেন। অন্তিম লগ্নে খেলেছেন নিউ ইয়র্ক কসমসের হয়েও। কিন্তু ব্রাজিলের কিংবদন্তি পেলের মুখে উঠে এল এক নতুন তথ্য। জানালেন, একটা সময় রিয়েল মাদ্রিদে প্রায় সই করেই ফেলেছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে পিছু হটেন। নিউ ইয়র্কে আত্মজীবনীমূলক সিনেমার প্রিমিয়ারে এসে তিনবার বিশ্বকাপজয়ীর মন্তব্য,
আজ শনিবার বাগান–বেঙ্গালুরু, রবিবার আই লিগ শেষ
সৌমিত্র কুমার রায়, ষষ্ঠী বিশ্বাস: জ্বালা জুড়নোর ম্যাচ। প্রমাণ করার ম্যাচ। বাগান কোচ সঞ্জয় সেনের রেকর্ড অক্ষুণ্ণ রাখার ম্যাচ। শনিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আই লিগের শেষ ম্যাচ বেঙ্গালুরু যুদ্ধের চব্বিশ ঘণ্টা আগে চ্যাম্পিয়ন দলের কোচ অ্যাশলে ওয়েস্টউডকে রীতিমতো হুঙ্কার ছেড়ে রাখলেন গতবারের চ্যাম্পিয়ন দলের কোচ।
বিরাট কাকু!
বাবা হয়েছেন ক্রিস গেইল। মেয়ের নামও রেখেছেন। সদ্য বাবা হওয়া গেইলকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন বিরাট কোহলি। কী লিখেছেন বিরাট? ‘অভিনন্দন গেইল আর নাতাশা। ছোট্ট ব্লাশের, বিরাট কাকু হতে পেরে গর্বিত।’ আই পি এলে রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর একই সঙ্গে খেলছেন বিরাট আর গেইল। ক্যারিবিয়ান কিং-এর ব্যাটে রান নেই। তা নিয়ে অনেকেই অনেক কথা বলছিলেন। সেই সময় গেইলের পাশে দাঁড়িয়েছিলেন কোহলি। এবার গেইল বাবা হওয়ার পর, তাঁকে অভিনন্দন জানিয়ে, বিরাট বুঝিয়ে দিলেন, তাঁরা শুধু বন্ধু নন, খুব ভাল বন্ধু।
Friday, April 22, 2016
মেয়ের নাম ‘ব্লাশ’ রাখলেন গেইল
সদ্য বাবা হয়েছেন। বান্ধবী আর সদ্যোজাত সন্তানের পাশে থাকতে দেশে ফিরে গিয়েছেন তিনি। বাবা তো হয়েছেন, সন্তানের কী নাম রাখবেন? না, সময় নষ্ট না করে, গেইল ইতিমধ্যেই নাম ঠিক করে ফেলেছেন। ইনস্টাগ্রামে মেয়ের নামও জানিয়ে দিলেন। কী নাম রেখেছেন নতুন বাবা? ‘ব্লাশ’। গেইল মেয়ের নাম জানানোর পর, সোস্যাল নেটওয়ার্কেই লিখেছেন, ‘মেয়ে আমার কাছে, জীবনের সবচেয়ে সুন্দর উপহার। সবাই এমন একটা উপহার, একদিন পেতে চায়।’ মেয়েকে নিয়ে বাবা-র এই আবেগের সত্যিই কোনও সংজ্ঞা হয় না।
Source -Aajkal
Source -Aajkal
Subscribe to:
Posts (Atom)