Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, April 29, 2016

মেহতাব–ডিকা ঝামেলায় তাল কাটল


কোচ হিসেবে ট্রেভর জেমস মর্গানের ইস্টবেঙ্গলে দ্বিতীয় ইনিংস শুরু করার ১০ দিনের মাথায় উত্তপ্ত হয়ে উঠল ইস্টবেঙ্গল অনুশীলন। শহর জুড়ে তীব্র দাবদাহের মধ্যেই লাল–হলুদ অনুশীলনেও অশান্তির আঁচ। অনুশীলন চলাকালীন প্রকাশ্যে মর্গানের সামনেই বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়লেন দলের দুই সিনিয়র ফুটবলার মেহতাব হোসেন ও লালরিন ডিকা রালতে।

সম্ভবত প্রথম দু ‌ম্যাচে নেই নর্ডি


এ এফ সি কাপের নক আউট পর্বে আগেই পৌঁছে গিয়েছিল মোহনবাগান। মালদ্বীপের মেজিয়ার সঙ্গে ১–১ ড্র করে গ্রুপ শীর্ষে থাকার যোগ্যতার্জন করে নিয়েছে সঞ্জয় সেনের ফুটবলাররা। এতে ঘরের মাঠে প্রি–‌কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবেন তাঁরা। এটা যেমন স্বস্তি দিচ্ছে কোচ সঞ্জয়কে, তেমন এখন ফেডারেশন কাপে পুরোপুরি ফোকাস ঘোরাতে পারছেন।

ওষুধ নয়, অস্ত্রোপচার দরকার, আবার কড়া সুপ্রিম কোর্ট


কঠোর থেকে কঠোরতর হচ্ছে সুপ্রিম কোর্ট। এবার তারা নতুন করে হাত দিল বোর্ড কর্তাদের সর্বোচ্চ বয়স সীমার দিকে। একেবারে জগমোহন ডালমিয়ার উদাহরণ তুলে ধরল দেশের সর্বোচ্চ আদালত। বি সি সি আই–‌এর উদ্দেশে দেশের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের বেঞ্চ প্রশ্ন ছুঁড়ে দিল, ‘‌কেন বোর্ডের কর্তারা ৭০ বছর পর্যন্ত ক্ষমতায় থাকবেন?‌

আই সি সি ভারতের হয়ে পক্ষপাতিত্ব করছে:‌ ভিভ


সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আই সি সি–কে একহাত নিলেন ভিভিয়ান রিচার্ডস। সদ্য টি–২০ বিশ্বকাপ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সমালোচনায় মুখর হয়েছিলেন ড্যারেন স্যামি, ডোয়েন ব্র‌্যাভো, স্যামুয়েলসের মতো দলের সিনিয়ররা।

Thursday, April 28, 2016

জিকা থেকে বাঁচতে অ্যাথলিটদের বিশেষ পোশাক!


রিও অলিম্পিক আর জিকা ভাইরাস। সারা বিশ্বের অ্যাথলিটদের ভাবনায় এখন এই দুটি বিষয়। নিজেদের দেশের অ্যাথলিটদের জিকা ভাইরাসের প্রকোপের হাত থেকে বাঁচাতে, অদ্ভুত এক উদ্যোগ নিয়ে ফেলল দক্ষিণ কোরিয়া।

রোনাল্ডোকে সুস্থ করতে বিশেষ চিকিৎসা


চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে খেলতে পারেননি। ফিরতি লেগে কি পারবেন?‌ এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে রিয়েল মাদ্রিদের সমর্থকদের। ভাবাচ্ছে কোচ জিদানকেও। রিয়েল শিবিরের ভেতরের খবর যা, তাতে জানা গিয়েছে, আগামী সপ্তাহে ফিরতি লেগের আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সুস্থ করে তুলতে বিশেষ ধরনের চিকিৎসা করানো হবে। সেই বিশেষ চিকিৎসাটি কী?‌

অলিম্পিকে পতাকা-‌বাহক নাদাল


এর আগে একবার সুযোগ পেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দায়িত্বটা পালন করতে পারেননি। আবার অলিম্পিকের আসরে স্পেনের পতাকা-‌বাহকের দায়িত্ব পেলেন রাফায়েল নাদাল।

ডোনাল্ডের মুখে রিভার্স সুইং


নতুন দায়িত্ব। নতুন চ্যালেঞ্জ‌। এবং, বরাবরের মতই সফল হওয়ার জন্য মুখিয়ে তিনি। তিনি অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার শুধু নয়, ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা পেস বোলারদের অন্যতম। বুধবারই আনুষ্ঠানিকভাবে ক্রিকেট অস্ট্রেলিয়া আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ডোনাল্ডকে জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত করেছে।

ক্যালিসের ভোলবদল


পিছু হটলেন জ্যাক ক্যালিস। মঙ্গলবার যে টুইটে উগরে দিয়েছিলেন একরাশ ক্ষোভ, সেটিকেই প্রত্যাহার করে নিলেন। ক্রিকেট–‌সহ চারটি খেলার দেশীয় ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণ আফ্রিকা সরকার।

সলমনের পাশে এবার সৌরভ


নতুন ‘লুক’। দেখলে মনে হবে হলিউডের নয়া কোনও নায়ক। নিজেকে বিজ্ঞাপনে দেখে নিজেই মোহিত। পটাপট তুলে ফেললেন ‘সেলফি’। বিদেশি ব্র্যান্ডের চশমার লেন্স ভারিলাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সৌরভ গাঙ্গুলি। সেই বিজ্ঞাপনে নিজেকে দেখে একটা সময়ে বলেই ফেললেন, ‘দেখুন টাইটানিক ২ আসছে।’ অর্থাৎ নিজেকে লিওনার্দো দ্য ক্যাপ্রিওর মতো মনে করছেন সৌরভ।

নিগুয়েজের বিস্ময় গোলে পিছিয়ে বায়ার্ন | গৌতম সরকার


অ্যাটলেটিকো মাদ্রিদ ১    বায়ার্ন মিউনিখ ০

(‌‌সল নিগুয়েজ)‌‌

ম্যাচ দেখে মন ভরল না। 
লেখার শুরুটা নেতিবাচক হলে, পড়ার আগ্রহ কমে যায়। কিন্তু, এর থেকে অন্য কিছু লিখে শুরুটা করতে মন চাইল না। কেন চাইবে?‌ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের খেলায় মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদ-‌বায়ার্ন মিউনিখ। দুই দলে নামী ফুটবলার, দুই দলেই সমঝদার কোচ। তাও কি না এমন খেলা!‌ কেমন যেন সুর-‌তাল বিহীন ফুটবল!‌ হ্যাঁ মানছি, সল নিগুয়েজের গোলটায় মুনশিয়ানার ছাপ ছিল। ওই মুহূর্তটায় ভাল লাগার রদস ছিল। কিন্তু বাদ বাকি?‌ বলার মতো কতটুকু ছিল?‌ 

Wednesday, April 27, 2016

বলিউড কোনও উপকারে আসেনি: মিলখা

সলমন খানের বাবা সেলিম খান, একদিন আগে কুৎসিত ভাবেই খোঁচা দিয়েছিলেন তাঁকে। টুইটারে বলিউড অভিনেতার বাবা-‌র এই কটাক্ষ হজম করতে পারেননি মিলখা সিং। সাফ জানিয়ে দিলেন, ‘‌সেলিম খান যা খুশি বলুন। তাতে আমার মত বদলাবে না।

গোলশূন্য ম্যাচ, খুশি জিদান


নিষ্ফলা ড্র। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বে রিয়েল মাদ্রিদ গোলশূন্যভাবে খেলা শেষ করল ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে। গত কয়েকদিন ঘরেই এই ম্যাচকে ঘিরে ফুটবল মহলের উত্তেজনার পারদ চড়ছিল। এতে অবশ্য অবাক হওয়ার কোনও কারন নেই। কারন, ইউরোপীয় ক্লাব ফুটবলের সেরা টুর্নামেন্ট এখন শেষ ধাপে পৌঁছে গিয়েছে।

ডোপিংয়ের অভিযোগ, ক্ষিপ্ত নাদাল


প্রচণ্ড রেগে গেছেন রাফায়েল নাদাল। কেন?‌ কার ওপরে?‌ ফ্রান্সের প্রাক্তন এক মন্ত্রীর মন্তব্যে। ওই মন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন, নিষিদ্ধ ড্রাগ নেন নাদাল। গোটা ব্যাপারটায় এতটাই বিরক্ত হয়েছেন নাদাল যে, ওই মন্ত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা করেছেন।

জেজের ৯৩ মিনিটের গোলে হার বাঁচল

মোহনবাগান ১ (‌জেজে)‌            মেজিয়া ১ (‌আসাদুল্লা)‌

মোহনবাগানের উদ্দেশ্য সফল। কোচ সঞ্জয় সেন ও তাঁর ফুটবলারদের লক্ষ্য ছিল, জিততে না পারলেও মালদ্বীপের মাঠে মেজিয়ার বিরুদ্ধে যেন একটা পয়েন্ট অন্তত পাওয়া যায়। সেটাই হল। আসাদুল্লার গোলে পিছিয়ে পড়েও একবারে ম্যাচের অন্তিম লগ্লে সংযুক্তি সময়ে জেজের গোলে ১–১ করে মোহনবাগান এ এফ সি কাপের ম্যাচে মূল্যবান একটা পয়েন্ট তুলে নিয়ে গ্রুপ শীর্ষে থাকা নিশ্চিত করল। 

ডার্বি নিয়ে ভাবতেই নারাজ মর্গান


প্রবল গরম। কাঠফাটা রোদ। তবু অনুশীলনে কোনও খামতি নেই ইস্টবেঙ্গল কোচ মর্গানের। বিশ্বজিতের জায়গায় তাঁকে কোচ করেছেন কর্তারা সাফল্যের আশায়। কিন্তু লাজংয়ের বিরুদ্ধে আই লিগের শেষ ম্যাচে তাঁর কোচিংয়ে হোঁচট খেয়েছে দল। ফেডারেশন কাপের প্রথম ম্যাচে সেই লাজংয়ের বিরুদ্ধেই খেলতে হবে ইস্টবেঙ্গলকে।

গতি ধরে রাখতে চান গোতি


তিনি জানেন না বাদশার শহরে খেলা হলেও বাদশা মাঠে আসবেন কিনা। তা নিয়ে দলনেতার কোনও মাথাব্যথাও নেই। সপাটে বলেই ফেলেছেন, ‘জানি না শাহরুখ আসবেন কিনা। কে আসবেন আর কে আসবেন না, আমরা যখন মাঠে নামি তখন সেটা মাথায় থাকে না। আমরা দলবদ্ধ হয়ে মাঠে নামি। পেশাদারি মানসিকতা নিয়ে। তখন জেতার কথা ছাড়া মাথায় আর অন্য কিছু থাকে না।’ এমনভাবে গৌতম গম্ভীরই পারেন এ কথা বলতে। বুধবার বিকেলে ওয়াংখেড়ে অনুশীলনের আগে এভাবে বলে গেছেন নাইট–নেতা। 

জমজমাট অনুষ্ঠানে সংবর্ধিত দীপা


জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার রোটারি সদনে অনুষ্ঠিত হয়ে গেল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রত্যাশামতোই ক্রীড়াক্ষেত্রে সফল এবং প্রতিষ্ঠিত তারকারা যেমন একদিকে ছিলেন, তেমনই আরেকদিকে ছিলেন ভারতের ভবিষ্যৎ তারকারা, যাঁরা তিন মাসেই পরেই অলিম্পিকে নামবেন ভারতের পতাকা নিয়ে।

খেলার মতো রাজনীতিতেও পালাই না:‌ বাইচুং

খেলার জগতের মানু্ষের রাজনীতিতে আসা পছন্দ করেন। নিজেও এসেছেন সেজন্য। কিন্তু এটা পছন্দ করেন না যে খেলা চলাকালীন কোনও ব্যক্তিত্ব রাজনীতিতে আসুন। যেমন, পছন্দ করছেন না মেরি কমের রাজ্যসভায় এখনই আসা। কারণ, মেরি কম এখনও খেলা ছাড়েননি। তিনি সময় দেবেন কীভাবে? যথার্থ প্রশ্ন তুেলছেন বিধানসভায় শিলিগুড়ির তৃণমূল প্রার্থী বাইচুং ভুটিয়া। বুধবার বিকেলে কলকাতার এক পাঁচতারা হোটেলে একটি সর্বভারতীয় চ্যানেলের ‘টক শো’–তে এমনই মন্তব্য করছেন বাইচুং।

বিশ্বরেকর্ড স্পর্শ দীপিকার


তীরন্দাজিতে মহিলাদের রিকার্ভে বিশ্বরেকর্ড স্পর্শ করলেন দীপিকা কুমারী। ছঁুয়ে ফেললেন লন্ডন অলিম্পিকে জোড়া সোনাজয়ী কোরিয়ার কি বো বির রেকর্ড। গতবছর গুয়াংঝুতে স্বদেশি পার্ক সুং হুইনের (‌৬৮২ পয়েন্ট)‌ ১১ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছিলেন কি বো বি।

Tuesday, April 26, 2016

বাড়তি সমীহ করছে বায়ার্ন


বুন্দেশলিগা ঘরে তোলা শুধু সময়ের অপেক্ষা। লিগ শেষ হতে আর মাত্র ৩ ম্যাচ বাকি। এই মুহূর্তে বরুশিয়া ডর্টমুন্ডের থেকে ৭ পয়েন্টে এগিয়ে। বড় কোনও অঘটন না ঘটলে টানা চতুর্থবার বুন্দেশলিগা ঘরে তুলবে বায়ার্ন মিউনিখ। কিন্তু বুন্দেশলিগার থেকেও এই মুহূর্তে বায়ার্নের চোখ চ্যাম্পিয়ন্স লিগের দিকে।

২৭ বছর পর আবার জীবন্ত ৯৬ প্রাণ‌



লিভারপুল:‌ আবার যেন জীবন্ত হয়ে উঠল ৯৬টি প্রাণ। ১৯৮৯ সালের ১৫ এপ্রিল হিলসবরো স্টেডিয়ামে প্রবল ভিড়ে শ্বাসরোধ হয়ে মারা গিয়েছিলেন ৯৬ জন। ২৭ বছর পরে আদালত জানাল, ব্রিটেনের খেলাধুলোর ইতিহাসে সবথেকে মর্মান্তিক ওই ঘটনার জন্য পুলিসই দায়ী।

কোহলির প্রশংসায় গম্ভীর


দুজনের সম্পর্ক নিয়ে ক্রিকেট মিডিয়া কম জল্পনার জন্ম দেয়নি। বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর‌। কয়েক মরসুম আগে আই পি এলের উঠোনেই দুজনের ঠোকাঠুকি রাতারাতিই হয়ে উঠেছিল ভারতীয় ক্রিকেট মহলের গভীর চর্চার বিষয়। সময় গড়িয়েছে, থিতু হয়েছে টেনশনের চোরাস্রোত।

মিলখা সিং-‌কে আক্রমণ সলমন খানের বাবার!


পুত্র স্নেহ, বড় স্নেহ। কিন্তু সেই স্নেহের বশে কি এমন মন্তব্য করে ফেলা যায়?‌ তাও দেশের একজন সেরা অ্যাথলিটের নামে?‌ হয়ত, মন্তব্য করার সময়, এসব কিছুই ভাবেননি সলমন খানের বাবা সেলিম খান!‌ তাই বলিউডের এই বর্ষীয়ান চিত্রনাট্যকার আক্রমণ করে বসলেন মিলখা সিং-‌কে!‌

বায়োপিক দেখে কাঁদলেন পেলে!‌


বস্তির সেই ঘিঞ্জি পরিবেশ, অস্বাচ্ছল্যের সেই এবেলা-‌ওবেলা, সেই অপ্রশস্ত গলির ভেতর দিয়ে বল পায়ে এগিয়ে যাওয়া, বলের দখল নিয়ে বন্ধুদের সঙ্গে সেই ধস্তাধস্তি— চোখের সামনে যেন ফিরে এলো হঠাৎই!‌ মনে হল, ফিরে এসেছে আস্ত ছেলেবেলাটাই!‌ আর ফিরে আসতেই, সব আগল ভেঙে গেল। কে দেখছে, কী দেখছে, কী ভাবছে— সব প্রশ্ন, সব ভাবনা, তখন বড়ই অপ্রয়োজনীয়। নিজেকে বাঁধার এতটুকু চেষ্টা করলেন না ‌তিনি। বরং ছোট্ট শিশুর মতই কেঁদে উঠলেন ফুঁপিয়ে!‌ দু’‌গাল বেয়ে নামতে শুরু করল ধারা!‌ আবেগের!‌ কে তিনি?‌ কেন এভাবে কাঁদছেন?‌ কী করেই বা হঠাৎ করে তাঁর চোখের সামনে ফিরে এলো অতীত?‌

ট্যাক্সি ভাড়া ছিল না শচীনের!‌

তিনি ভারতের অন্যতম ধনী ক্রীড়াবিদ। অথচ ছোটবেলায় ক্রিকেট খেলে বেড়ে ওঠার সময় এমন দিনও গেছে, যেদিন ক্যাব ভাড়া করে রেল স্টেশন থেকে বাড়ি যাবেন তার পয়সাটুকুও পকেটে ছিল না!‌ তিনি শচীন তেন্ডুলকার। এ কথা মঙ্গলবার এক অনুষ্ঠানে নিজেই জানিয়েছেন ক্রিকেট কিংবদন্তি। একটি অনূর্ধ্ব ১৫ প্রতিযোগিতায় খেলে পুনে থেকে ফিরছিলেন শচীন। তখন তাঁর বয়স ১২ বছর। কী ঘটেছিল?‌

দলের ‘‌রোগ’ ধরে ফেললেন মর্গান


দ্বিতীয় ইনিংসের শুরুটা ভাল হয়নি। লাজং ম্যাচ হারের পর থেকে তঁার চিন্তার শেষ নেই। ভুল কোথায় হচ্ছে?‌ দলের অভাব কী?‌ অবশেষে উপলব্ধি করতে পেরেছেন ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গান। তঁার মতে, দলের গোল করার লোকের অভাব। সুতরাং দলের ‘‌রোগটা’‌ ধরতে বেশি সময় নিলেন না সাহেব কোচ।

দুই লক্ষ্য পূরণে নামছে বাগান, স্বদেশী রক্ষণ নিয়ে


এ এফ সি–র শেষ ষোলোর টিকিট আগেই পকেটে পুরে ফেলেছে মোহনবাগান। আজ, বুধবার মালদ্বীপের মাটিতে মাজিয়া স্পোর্টসের বিরুদ্ধে নামার আগে দুটো লক্ষ্য নিয়ে নামছে সঞ্জয়–শঙ্করলাল ব্রিগেড। লক্ষ্য ১.‌  আজকের ম্যাচ থেকে ১ পয়েন্ট এলেই গ্রুপ–‌সেরা হয়ে শেষ করবেন সনিরা। ফলে প্রি–কোয়ার্টার ফাইনালের ম্যাচ ঘরের মাঠে খেলতে পারবে মোহনবাগান।

পুনেকে জয়ে ফেরালেন দিন্দা


সুযোগ পেয়েই ঝলসে উঠলেন অশোক দিন্দা। প্রথম ওভারের চতুর্থ বলেই ডেভিড ওয়ার্নারকে তুলে নিয়ে যে ধাক্কাটা দিয়েছিলেন, সামলে ওঠা সম্ভব হল না সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে হায়দরাবাদকে ৩৪ রানে হারিয়ে জয়ে ফিরল রাইজিং পুনে সুপারজায়ান্টস। ক্যাপ্টেন ধোনির আস্থার মর্যাদা দিলেন দিন্দা।

Sunday, April 24, 2016

চ্যাম্পিয়ন ভিডিওকন আকাডেমি


প্রচণ্ড গরম উপেক্ষা করেও সারাদিন ধরে অনূর্ধ্ব ১৪–র ক্রিকেটাররা যেভাবে খেলে গেল তা দেখে সাধুবাদ না দিয়ে থাকতে পারলেন না অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি বলেই ফেললেন, ‘এই মুহূর্তে কলকাতায় যা গরম চলছে তা সত্ত্বেও বাচ্চা বাচ্চা ছেলেরা যেভাবে খেলল তা দেখে অভিনন্দন জানাতেই হচ্ছে।’

জন্মদিনে খুদেদের সঙ্গে ক্রিকেট শচীনের



মুম্বই:‌ জন্মদিনেও ব্যাট হাতে শচীন তেন্ডুলকার। তবে কোনও প্রতিযোগিতামূলক কিংবা প্রদর্শনী ম্যাচে নয়। মু্ম্বইয়ের এম আই জি ক্লাবে খুদেদের সঙ্গে ক্রিকেট খেললেন এই কিংবদন্তী ক্রিকেট তারকা। শচীনের ৪৩ তম জন্মদিন উপলক্ষ্যে ‘মেক–এ–উইশ ইন্ডিয়া’ নামে একটি সংস্থা খুদেদের নিয়ে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল। শচীন তাদের সঙ্গে খেলা ছাড়াও শিশুদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং নিয়ে নানা পরামর্শ দেন। নিজের ফেসবুকে শিশুদের সঙ্গে সময় কাটানোর ছবিও পোস্ট করেছেন শচীন।

Saturday, April 23, 2016

চ্যাম্পিয়ন হলে সম্মানটা আরও তৃপ্তি দিত:‌ সনি


বেঙ্গালুরুকে ৫ গোলে উড়িয়ে স্বস্তির জয়ের দিনেও ৪ ম্যাচে পয়েন্ট খোয়ানোর আপশোস সঞ্জয় সেনের গলায়। একই সুর টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার পাওয়া সনি নর্ডির গলাতেও। বাগান কোচ যেমন বলেই দিলেন, ‘‌আইজল ও লাজং ম্যাচে যদি পয়েন্ট না হারাতাম, তাহলে আজ আই লিগ হাতছাড়া হওয়ার আক্ষেপ করতে হত না।

চ্যাম্পিয়ন বেঙ্গালুরুকে হারিয়ে দুধের স্বাদ ঘোলে মেটাল মোহনবাগান

আইলিগ হাতছাড়া হয়েছে৷বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচটা তাই ছিল সম্মান রক্ষার৷ চ্যাম্পিয়ন না হতে পারলেও চ্যাম্পিয়নদের হারানোর স্বাদ হাতছাড়া করতে চায়নি মোহনবাগান৷ ভক্তদের প্রত্যাশা কানায় কানায় পূরণ করে ঠিক দিনেই জ্বলে উঠলেন মোহনবাগানের সৈনিকরা৷ বেঙ্গালুরু এফসিকে ৫-০তে হারাল মোহনবাগান৷

ওয়েস্টউডের দর্পচূর্ণ, চ্যাম্পিয়ন বেঙ্গালুরুকে পাঁচ গোল দিয়ে রানার্স মোহন বাগান

মোহন বাগান-৫           : বেঙ্গালুরু এফ সি-০
(কর্নেল গ্লেন-২, লেনি,
লুসিয়ানো, আজহার)


ব্রিটিশ কোচ ওয়েস্টউড গত তিন বছর বেঙ্গালুরু এফ সি’র কোচিংয়ের দায়িত্বে রয়েছেন। বেঙ্গালুরুর ক্লাবটির অন্দর মহলে তিনি ‘অ্যাশ’ নামে পরিচিত। শনিবার সন্ধ্যায় সেই অ্যাশের দলকে আক্ষরিকঅর্থেই ‘ভস্ম’ করে দিল সঞ্জয় সেনের মোহন বাগান। ৪০ দিন পর জয়ে ফিরল সবুজ মেরুন ব্রিগেড। রাজকীয় সেই জয়। বেঙ্গালুরুকে যে এইভাবে মোহন বাগান চূর্ণ করবে তা ক্লাবের অতি বড় সমর্থকরাও ভাবেননি।

ফর্মে নাদাল

চোট আর খারাপ ফর্মে জেরবার ছিলেন গত মরসুম জুড়ে। এবার যে নতুন করে শুরু করতে চান গোড়াতেই জানিয়েছিলেন। যেমন বলা, তেমনই কাজ। গত সপ্তাহে মন্টে কার্লো ওপেনে ট্রফি জেতার পর বার্সিলোনা ওপেনেও জয়রথ অব্যাহত রাফায়েল নাদালের। ইতালির ফ্যাবিও ফোগনিনিকে ৬-‌২, ৭-‌৬(‌‌১)‌‌ হারিয়ে টুর্নামেন্টের শেষ চারে উঠলেন রাফা। প্রথম সেটে সহজে জিতলেও দ্বিতীয় সেটে লড়াই হল হাড্ডাহাড্ডি। ম্যাচ জিতে খুশি, তবে ট্রফি জয়ের খিদেটা আরও বেড়ে গিয়েছে নাদালের।‌

বাড়িতে 'ধন্যি মেয়ে' দীপা

কিরীটী দত্ত:‌ ইলিশ মাছ খেতে ভালবাসেন দীপা। তাই মেয়ের প্রিয় খাবার আনতে শুক্রবার সাতসকালে মহারাজগঞ্জ বাজারে যান বাবা দুলাল কর্মকার। মা–‌বাবার ইচ্ছে ছিল গর্বের মেয়ে ঘরে ফেরার পর ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ানোর। কিন্তু পরে কোচ বিশ্বেশ্বর নন্দী সতর্ক করলেন। কোনওভাবেই যেন দীপার ওজন বেড়ে বা কমে না যায়, সেদিকে বিশেষ নজর দেওয়ার জন্য দীপার মা গৌরী কর্মকারকে বলেন বিশ্বেশ্বর। 

বিদেশেও প্রশিক্ষণ দীপার?‌

উৎপল ভট্টাচার্য, ‌আগরতলা‌:‌ অনুশীলন। অনুশীলন। শুধুই অনুশীলন। রিও অলিম্পিকে সাফল্য পেতে হলে, আরও কঠোর পরিশ্রম করতে হবে ভারতীয় জিমন্যাস্টিক্সের ‘‌মুখ’‌ দীপা কর্মকারকে। অনুশীলনের সময় আরও বাড়াতে হবে। শুক্রবার সকালে আগরতলা পোঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী। 

ক্রিকেটাররা মিডিয়ার চাপে নাকাল:‌ শাস্ত্রী

টি–টোয়েন্টি বিশ্বকাপের পরেই শেষ হয়ে গিয়েছে তঁার চুক্তি। তাই ফের পুরনো ভূমিকায় ফিরে এসেছেন রবি শাস্ত্রী। আই পি এল চলাকালীন কমেন্ট্রি করা ছাড়াও, মাইক হাতে তঁাকে দেখা যাচ্ছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চেও। ভারতীয় বোর্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, তঁারা টিম ডিরেক্টরের বদলে নতুন কোচ–ই নিয়োগ করবে, সেখানে। 

‌অনুশীলনের মাঠ নেই, গম্ভীররা দেখলেন ‘ফ্যান’

অনুশীলনের মাঠ নেই। কারণ, পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে শুক্রবার ধোনি বনাম কোহলির ম্যাচ। সেই কারণে অনুশীলনের মাঠ পায়নি কলকাতা নাইট রাইডার্স শিবির। তাই ক্রিকেট ছেড়ে সিনেমায় মন দিয়েছেন গৌতম গম্ভীররা।

গত ১৫ বছর ধরে বার্সিলোনাই সেরা দল:‌ পেলে


সারাজীবন স্যান্টোসে খেলেছেন। অন্তিম লগ্নে খেলেছেন নিউ ইয়র্ক কসমসের হয়েও। কিন্তু ব্রাজিলের কিংবদন্তি পেলের মুখে উঠে এল এক নতুন তথ্য। জানালেন, একটা সময় রিয়েল মাদ্রিদে প্রায় সই করেই ফেলেছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে পিছু হটেন। নিউ ইয়র্কে আত্মজীবনীমূলক সিনেমার প্রিমিয়ারে এসে তিনবার বিশ্বকাপজয়ীর মন্তব্য,

আজ শনিবার বাগান–বেঙ্গালুরু, রবিবার আই লিগ শেষ

সৌমিত্র কুমার রায়, ষষ্ঠী বিশ্বাস: জ্বালা জুড়নোর ম্যাচ। প্রমাণ করার ম্যাচ। বাগান কোচ সঞ্জয় সেনের রেকর্ড অক্ষুণ্ণ রাখার ম্যাচ। শনিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আই লিগের শেষ ম্যাচ বেঙ্গালুরু যুদ্ধের চব্বিশ ঘণ্টা আগে চ্যাম্পিয়ন দলের কোচ অ্যাশলে ওয়েস্টউডকে রীতিমতো হুঙ্কার ছেড়ে রাখলেন গতবারের চ্যাম্পিয়ন দলের কোচ। 

রোনাল্ডোর নতুন বান্ধবী বার্সিলোনার সমর্থক!‌


ইরিনা শায়েক ছিলেন। তারপর না জানে আরও কতজন এসেছেন!‌ আবার মরশুমি হাওয়ার মত বিদায়ও নিয়েছেন। কবে যে থিতু হবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সে কারও জানা নেই। কিন্তু এবার বুঝি থিতু হওয়ার সময় হল। রোনাল্ডোর জীবনে কোকিলের কুহু কুহু রব শোনা যাচ্ছে আবার। নতুন কোকিল কে?‌

সানিয়ার প্রশংসায় শচীন


টাইম ম্যাগাজিনের বিচারে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তির মধ্যে আছেন সানিয়া মির্জা। জানা গিয়েছিল বৃহস্পতিবার। সানিয়ার সাফল্য, সানিয়ার এই জনপ্রিয়তা দেখে, দারুণ খুশি শচীন টেন্ডুলকার। প্রশংসায় ভরিয়ে দিলেন হায়দরাবাদী টেনিস তারকাকে।

ফের টেস্ট দলে ফিরতে চান যুবরাজ


আপাতত চোটের কারনে মাঠের বাইরে। ঠিক কবে নাগাদ ফের হাতে তুলে নেবেন ক্রিকেট ব্যাট, জল্পনার বিষয়। কিন্তু, অযথা তাড়াহুড়ো করতে রাজি নন যুবরাজ সিং। ২০১১ সালে ধোনির দলের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক আত্মবিশ্বাসী বাইশ গজে ফিরবেন শুধু নয়, নিজের মত করেই ফিরবেন।

ফেডেরারের নামে রাস্তা


রজার ফেডেরারের নামে রাস্তা। হ্যাঁ, বৃহস্পতিবার ‘‌বায়েল’‌-‌এর রাস্তার নামকরণ হল সুইস তারকার নামে। এই অঞ্চলেই, জুনিয়র পর্যায়ে ট্রেনিং করতেন ফেডেরার। মিউন্সিপাল অথরিটি একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানেই লাল ফিতে কেটে, নিজের নামাঙ্কিত রাস্তার উদ্বোধন করেন ফেডেরার।

বিরাট কাকু!‌


বাবা হয়েছেন ক্রিস গেইল। মেয়ের নামও রেখেছেন। সদ্য বাবা হওয়া গেইলকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন বিরাট কোহলি। কী লিখেছেন ‌বিরাট?‌ ‘‌অভিনন্দন গেইল আর নাতাশা। ছোট্ট ব্লাশের, ‌বিরাট কাকু হতে পেরে গর্বিত।’‌ আই পি এলে র‌য়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর একই সঙ্গে খেলছেন বিরাট আর গেইল। ক্যারিবিয়ান কিং-‌এর ব্যাটে রান নেই। তা নিয়ে অনেকেই অনেক কথা বলছিলেন। সেই সময় গেইলের পাশে দাঁড়িয়েছিলেন কোহলি। ‌এবার গেইল বাবা হওয়ার পর, তাঁকে অভিনন্দন জানিয়ে, বিরাট বুঝিয়ে দিলেন, তাঁরা শুধু বন্ধু নন, খুব ভাল বন্ধু।  ‌

Friday, April 22, 2016

বার্সার ৮ গোলে সুয়ারেজের ৪, জয় রিয়েলেরও, চোট রোনাল্ডোর

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর ভ্যালেন্সিয়ার কাছে হার। খারাপ সময় কাটিয়ে আবার ছন্দে ফিরে এল বার্সিলোনা। লা লিগায় ৮–‌০ গোলে উড়িয়ে দিয়েছে ডিপোর্টিভো লা করুনাকে। আবার দুরন্ত ছন্দে সুয়ারেজ, হ্যাটট্রিক–‌সহ করলেন ৪ গোল। বাকি ৪টি গোল করেন র‌্যাকিটিচ, মেসি, বার্ত্রা ও নেইমার। 

ইরফান খানের সঙ্গে জুটি বাঁধলেন সাইনা!‌

টেবিলের ওপরে আস্ত যেন সবজির বাজার!‌ পটল, বাঁধাকপি, টমেটো, পেঁয়াজ— ডাঁই করে রাখা!‌ তার সামনে হাসি-‌হাসি মুখে দাঁড়িয়ে তিনি। ভাবখানা এমন, এই তো সবজি কাটা শুরু করলাম বলে। পাশে আছেন আরও একজন। তিনি অবশ্য দাঁড়িয়ে নেই। চড়েছেন টেবিলেরই ওপরে! কাদের কথা বলছি?‌ প্রথমজন সাইনা নেহাল। দ্বিতীয়জন, ইরফান খান।

মেয়ের নাম ‘‌ব্লাশ’‌ রাখলেন গেইল

সদ্য বাবা হয়েছেন। বান্ধবী আর সদ্যোজাত সন্তানের পাশে থাকতে দেশে ফিরে গিয়েছেন তিনি। বাবা তো হয়েছেন, সন্তানের কী নাম রাখবেন?‌ না, সময় নষ্ট না করে, গেইল ইতিমধ্যেই নাম ঠিক করে ফেলেছেন। ইনস্টাগ্রামে মেয়ের নামও জানিয়ে দিলেন। কী নাম রেখেছেন নতুন বাবা?‌ ‘‌ব্লাশ’‌। গেইল মেয়ের নাম জানানোর পর, সোস্যাল নেটওয়ার্কেই লিখেছেন, ‘‌মেয়ে আমার কাছে, জীবনের সবচেয়ে সুন্দর উপহার। সবাই এমন একটা উপহার, একদিন পেতে চায়।’‌ মেয়েকে নিয়ে বাবা-‌র এই আবেগের সত্যিই কোনও সংজ্ঞা হয় না। ‌‌‌
Source -Aajkal

ধোনি আর সুশান্তের আগ্রহ এক, ‘‌বাইক’‌!‌

তাঁরা দু’‌জনেই ‘‌ধোনি’‌!‌ একজন বাস্তবের। অন্যজন পর্দার। ‘‌এম এস ধোনি-‌অ্যান আনটোল্ড স্টোরি’‌, শিগগিরি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। ‘‌ক্যাপ্টেন কুল’‌-‌এর চরিত্রটি হুবহু তুলে ধরতে অনেক কাঠখড় পুড়িয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত।