Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, April 23, 2016

সানিয়ার প্রশংসায় শচীন


টাইম ম্যাগাজিনের বিচারে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ জন ব্যক্তির মধ্যে আছেন সানিয়া মির্জা। জানা গিয়েছিল বৃহস্পতিবার। সানিয়ার সাফল্য, সানিয়ার এই জনপ্রিয়তা দেখে, দারুণ খুশি শচীন টেন্ডুলকার। প্রশংসায় ভরিয়ে দিলেন হায়দরাবাদী টেনিস তারকাকে।
মাস্টার ব্লাস্টার বলেছেন, ‘‌ও ভারতের আগামী প্রজন্মকে প্রেরণা জুগিয়েছে। শিখিয়েছে, স্বপ্নপূরণ কীভাবে করতে হয়। সানিয়ার আত্মবিশ্বাস, দৃঢ়চেতা মনোভাব শুধু টেনিস কোর্টে সীমাবদ্ধ থাকেনি। ছড়িয়ে পড়েছে টেনিস কোর্টের বাইরেও।’‌ শচীনের টেনিস-‌প্রীতির কথা সবাই জানেন। তাই সানিয়া যখন শুরু করেছিলেন, সেই সময় থেকেই তাঁর খেলার নিয়মিত খোঁজ রেখেছেন শচীন। বলেছেন, ‘‌২০০৮ সালে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে সানিয়ার খেলা দেখেছিলাম। সেদিন ও হেরে গিয়েছিল। কিন্তু যেভাবে লড়েছিল, তা দেখেই বুঝেছিলাম, সানিয়া একদিন তারকা হবেই।’‌ ‌‌

No comments:

Post a Comment