Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, April 27, 2016

বিশ্বরেকর্ড স্পর্শ দীপিকার


তীরন্দাজিতে মহিলাদের রিকার্ভে বিশ্বরেকর্ড স্পর্শ করলেন দীপিকা কুমারী। ছঁুয়ে ফেললেন লন্ডন অলিম্পিকে জোড়া সোনাজয়ী কোরিয়ার কি বো বির রেকর্ড। গতবছর গুয়াংঝুতে স্বদেশি পার্ক সুং হুইনের (‌৬৮২ পয়েন্ট)‌ ১১ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছিলেন কি বো বি।
এদিন, সাংহাইয়ে বিশ্বকাপে এই নজির গড়ার পাশাপাশি মিক্সড জুটিতে সরাসরি ব্রোঞ্জ জয়ের প্লে–অফের লড়াইয়ে নামার ছাড়পত্র পেয়ে গেলেন দীপিকারা। সঙ্গে শীর্ষবাছাইয়ের মর্যাদা। দু’‌বারের কমনওয়েলথ গেমস সোনাজয়ী, প্রাক্তন বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা এই ভারতীয় মহিলা তীরন্দাজ এদিন ৭২ তীরে ৬৮৬ পয়েন্ট পেয়েছেন। ফলে সরাসরি তৃতীয় রাউন্ডে খেলার ছাড়পত্র পেয়ে গেলেন দীপিকা। যেখানে তাঁর মহিলা দলের সতীর্থ লক্ষ্মীরানী মাঝি, রিমিল বুরিলিদের প্রথম রাউন্ড থেকেই নামতে হবে। পুরুষদের রিকার্ভেও ভারতের অতনু দাস, জয়ন্ত তালুকদার ও মঙ্গল সিং প্রথম ২০–তে শেষ করার ফলে তৃতীয় স্থানে রয়েছে দল।‌‌‌

No comments:

Post a Comment