রজার ফেডেরারের নামে রাস্তা। হ্যাঁ, বৃহস্পতিবার ‘বায়েল’-এর রাস্তার নামকরণ হল সুইস তারকার নামে। এই অঞ্চলেই, জুনিয়র পর্যায়ে ট্রেনিং করতেন ফেডেরার। মিউন্সিপাল অথরিটি একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। সেখানেই লাল ফিতে কেটে, নিজের নামাঙ্কিত রাস্তার উদ্বোধন করেন ফেডেরার।
অনেকদিন আগেই ফেডেরারের নামে রাস্তা করার প্রস্তাব পেশ করা হয়েছিল। অবশেষে সেই উদ্যোগ বাস্তবায়িত হল। ‘রজার ফেডেরার অ্যালি’-র উদ্বোধন করে বিশ্বের তিন নম্বর টেনিস তারকা বলেছেন, ‘আপ্লুত। ভাবিনি কখনও, কোনও রাস্তার নাম, আমার নামে হবে! আশা করব, রজার ফেডেরার অ্যালি থেকেও ভবিষ্যতের কোনও চ্যাম্পিয়ন উঠে আসবে।
No comments:
Post a Comment