Labels
Labels
Wednesday, May 18, 2016
গর্জালেও এখনই বর্ষাতে চাইছে না আই লিগ ক্লাবেরা | আনন্দবাজার
গোয়ায় সভা, কলকাতায় শনিবার |
ইস্ট-মোহনের পাশে দাঁড়াতে শনিবার সভা ডেকে দিল আইএফএ।
দিল্লি থেকে বুধবার সন্ধেয় গোয়া পৌঁছেই নিজেদের মধ্যে সভা করেছেন স্পোর্টিং ক্লুব এবং সালগাওকরের প্রধান কর্তারা। চূড়ান্ত কিছু হয়নি। ফেডারেশনের চব্বিশ ঘণ্টা আগের তুঘলকী বিষয়টা আরও খতিয়ে দেখে এগোতে চান আই লিগের এই দুই ক্লাবের শীর্ষ কর্তারা।
কলকাতাকে নামিয়ে আরসিবি উঠে এল দুইয়ে | আনন্দবাজার
একা বিরাট রাজার দাপটে রক্ষা নেই। সঙ্গে ক্যারিবিয়ান সম্রাটের বিধ্বংসী ফর্ম।
এই জোড়া ধাক্কা সামলানো কোনও দলের পক্ষেই সহজ নয়। বুধবার চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের যুদ্ধেও তা সহজ হয়নি কিংগস ইলেভেন পঞ্জাবের। বিরাট কোহালির ৫০ বলে ১১৩। আর ক্রিস গেইলের ৩২ বলে ৭৩। এই তাণ্ডবে বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৮২ রানে জিতে প্লে-অফে যাওয়ার দৌড়ে আরও কিছুটা এগিয়ে গেল।
পেনের সঙ্গে কথা এগল ইস্ট বেঙ্গলের । বর্তমান
ইস্ট বেঙ্গল কোচ ট্রেভর মরগ্যান তিন বিদেশি বাছাই করবেন। সেইমতো ব্রিটিশ কোচের অতি পছন্দের নাইজেরিয়ান মিডফিল্ডার পেন ওরজির সঙ্গে কথা বলেছেন ইস্ট বেঙ্গল কর্তারা। গতবার লাজংয়ে খেলে নজর কেড়েছেন এই বিদেশি ফুটবলার। পেনের সঙ্গে নিজেই কথাবার্তা বলে গিয়েছেন মরগ্যান। এরপর ইস্ট বেঙ্গল কর্তারা পেনের সঙ্গে কথা এগিয়ে নিয়ে গিয়েছেন।
জেজের লক্ষ্য প্রথম ফেড কাপ, লুসিয়ানোর বদলা । আজকাল
ফেডারেশন কাপ ফাইনালের আগে ফুরফুরে মেজাজে মোহনবাগান শিবির। গতবারের মরশুমের শেষদিকের সঙ্গে এবারের অদ্ভুত মিল। বেঙ্গালুরু এফ সি–কে হারিয়ে মরশুমের শেষে আই লিগ ঘরে তুলেছিল সবুজ–মেরুন শিবির। এবার ফেডারেশন কাপ জিতে মরশুম শেষ করার সুযোগ সঞ্জয় সেনের দলের সামনে। আর সেটা কোনও মূল্যেই হাতছাড়া করতে চায় না তারা।
চেলসিতে আরও এক বছর টেরি | আজকাল
লন্ডন: চমক হয়ত একেই বলে। মনে করা হয়েছিল চেলসি তাঁকে আর রাখবে না। কিন্তু দীর্ঘদিনের সম্পর্ক, বন্ধন কি আর এত সহজে ছিন্ন হয়? সবাইকে অবাক করে দিয়ে জন টেরির সঙ্গে আরও এক বছরের চুক্তি করল চেলসি। উচ্ছ্বসিত টেরিও। ক্লাবের ওয়েবসাইটে বলেন, ‘সবাই জানে, আমি আপাদমস্তক চেলসি। নতুন কোচের তত্ত্বাবধানে আগামী মরশুমে খেলার জন্য ছটফট করছি। সমর্থকরা যে আমাকে এখনও ভালবাসেন, তার জন্য ধন্যবাদ। চেলসির সমর্থকরাই বিশ্বের সেরা।
বেইলির ঘটনা আবার উসকে দিল হিউজের মৃত্যুকে | আনন্দবাজার
আরও একটা বড় দুর্ঘটনা হয়ে যেতে পারত ক্রিকেট মাঠে। কিন্তু বাঁচিয়ে দিল হেলমেট। জীবন ফিরে পেয়ে তাই নতুন হেলমেটকেই ধন্যবাদ জানালেন জর্জ বেইলি। মঙ্গলবার বিশাখাপত্তনমে দিল্লি বনাম পুণে ম্যাচের ঘটনা। ব্যাট করছিলেন বেইলি। নাথান কোল্টার নাইলের একটি বাউন্সার সরাসরি এসে লাগে জর্জ বেইলির হেলমেটের জালে। বলের গতি এতটাই ছিল যে বল লেগে বেইলির মাথা থেকে খুলে ছিটকে যায় হেলমেট।
মুর্তাজার মতোই এক খুদে ভক্ত শোয়েবের! | আজকাল
ছোট্ট মুর্তাজার কথা মনে আছে তো? লিওনেল মেসির সেই খুদে ভক্ত, যে প্লাস্টিকের জার্সি বানিয়ে পরেছিল। জার্সি কেনার পয়সা নেই বলে, এমন করে শখ মেটানো! এতদূর কল্পনা করা! কী করে পারল পাঁচ বছরের ছেলে? এই প্রশ্নটাই ভাবিয়ে তুলেছিল। সোশ্যাল নেটওয়ার্কে ঝড় বয়েছিল। তারপর জল অনেক দূর গড়িয়েছে। মুর্তাজা মেসির জার্সি পেয়েছে বটে। কিন্তু তাকে দেশ ছাড়তে হয়েছে! খুনের হুমকি পেয়ে!
বিস্মিত আশিস নেহরা । আজকাল
অবাক আশিস নেহরা। গত এক বছর ধরেই দিল্লির এই পেসার বল হাতে বুড়ো হাড়ে ভেলকি দেখাচ্ছেন। জাতীয় দলের হয়ে তো বটেই, এমনকী আইপি এলের উঠোনেও। টি- টোয়েন্টি বিশ্বাকাপে টিম ইন্ডিয়ার হযে দূর্দান্ত পারফরমেন্স করার পর আপাতত সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ব্যস্ত আই পি এল খেলতে। এসবেরই মাঝে ৩৭ বর্ষীয় জোরে বোলার বলে দিলেন, জাতীয় নির্বাচকরা তাঁকে এতদিন ডাকেননি এটাই ওঁকে বেশ অবাক করেছে।
দলবদলের হাওয়া থামাতে জেজেদের পরামর্শ সঞ্জয়ের | এই সময়
ড্রেসিংরুমে দলবদলের হাওয়াকে থামানোর চেষ্টায় নামলেন মোহনবাগান কোচ সঞ্জয় সেন৷ নিজস্ব অবস্থান পাল্টে৷ গত দেড় বছর ধরে মোহনবাগানে ইউবি টাকা দিচ্ছে না, তাই প্রতি মাসেই ফুটবলারদের বেতন পাওয়া নিয়ে টালবাহানা৷ আগামী দিনের চিত্রটাও মোটেই পরিষ্কার নয়, তাই অনেক ফুটবলারের মনেই দলবদলের ভাবনা৷ সঞ্জয় সেই ভাবনাতেই জল ঢালতে চাইছেন৷
অধিনায়কত্বের প্রস্তাব দিয়ে নর্ডিকে রাখতে মরিয়া কর্তারা | এবেলা
মঙ্গলবার সকালে ইডেনের জিমে ফিটনেস ট্রেনিং সেরে ক্লাব তাঁবুতে ফিরছেন নর্ডি। সঙ্গী জেজে ও শিলটন |
আগামী মরসুমে দলগঠনের জন্য ইস্টবেঙ্গল কর্তারা যখন কোচ ট্রেভর জেমস মর্গ্যানের দিকে তাকিয়ে রয়েছেন, তখন নিঃশব্দে দল গুছিয়ে নেওয়ার কাজ শুরু করে দিল মোহনবাগান। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা বিদেশি সনি নর্ডিকে আগামী মরসুমেও ধরে রাখতে নেমে পড়লেন সবুজ-মেরুনের শীর্ষ কর্তারা। সূত্রের খবর শুধুমাত্র লোভনীয় আর্থিক প্রস্তাবই নয়, নর্ডিকে আগামী মরসুমে অধিনায়ক হওয়ার প্রস্তাবও দেওয়া হচ্ছে। যদিও নর্ডির চেয়ে ক্লাবে সিনিয়র হলেন কাতসুমি ইউসা
সচিনের রেকর্ড হয়ত ভেঙে যাবে কালই | আনন্দবাজার
মাঝখানে শুধু একটা রাত। তার পরই হয়ত ভেঙে যাবে সচিন তেন্ডুলকরের সেই রেকর্ড। বিশ্ব ক্রিকেটের পাশাপাশি ইংল্যান্ড ক্রিকেটও প্রস্তুত হচ্ছে সেই উৎসবের জন্য। কারণ, ইংল্যান্ডে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কেউ ১০ হাজার রানের সামনে দাঁড়িয়ে। তিনি অ্যালেস্টার কুক। মাইল ফলক থেকে মাত্র ৩৬ রান দূরে তিনি। যে দিনই তিনি এই রানে পৌঁছে যাবেন, সে দিন বিশ্ব ক্রিকেটের ইতিহাসে সব থেকে কম বয়সী ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান করার কৃতিত্ব পেয়ে যাবেন কুক।
Subscribe to:
Posts (Atom)