জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার রোটারি সদনে অনুষ্ঠিত হয়ে গেল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রত্যাশামতোই ক্রীড়াক্ষেত্রে সফল এবং প্রতিষ্ঠিত তারকারা যেমন একদিকে ছিলেন, তেমনই আরেকদিকে ছিলেন ভারতের ভবিষ্যৎ তারকারা, যাঁরা তিন মাসেই পরেই অলিম্পিকে নামবেন ভারতের পতাকা নিয়ে।
তবে খামতি রয়েই গেল। দেশের নয়া সেনসেশন দীপা কর্মকার উপস্থিত থাকলেও, আসেননি সাইনা নেহাল, সৌম্যজিৎ ঘোষ, উৎসব পালিত, কুহেলি গাঙ্গুলির মতো তারকারা। সাইনা একটি শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন, ‘আমি এই পুরস্কার পেয়ে গর্বিত।’ জীবনকৃতি পুরস্কার তুলে দেওয়া হয় জয়দীপ মুখার্জি, বীরবাহাদুর ছেত্রি এবং সুনিতা লাহার হাতে। অনুষ্ঠান মঞ্চ ব্যবহার করেই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন সংবর্ধনা জানায় দীপা কর্মকার, মৌমা এবং সৌম্যজিৎকে। খো খো অ্যাসোসিয়েশন এবং পশ্চিমবঙ্গ জিমন্যাস্টিক অ্যাসোসিয়েশনের তরফেও দীপাকে সংবর্ধনা জানানো হয়। পুরস্কার তুলে দেওয়ার জন্য হাজির ছিলেন চুনী গোস্বামী, বাইচুং ভুটিয়া, গুরবক্স সিং, সত্যজিৎ চ্যাটার্জির মতো ব্যক্তিত্ব।
No comments:
Post a Comment