Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, May 20, 2016

কবে ফিরব ঈশ্বরই জানেন: সনি নর্ডি | বর্তমান


নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি, ২০ মে:: অনুশীলন সেরে সকলের আগে ড্রেসিংরুমে ফিরলেন সনি নর্ডি। দুপুরে এক পশলা বৃষ্টির পর এখানে আবহওয়া কিছুটা ভালো হলেও সকালের দিকে তীব্র গরম ছিল। সনিকে ড্রেসিংরুমের সামনে ধরে প্রশ্ন করা হয়, আবার কবে ফিরবেন? সনি বলেন, সেটা সম্পূর্ণ ঈশ্বরের হাতে। তিনি চাইলে আবার সবুজ মেরুন জার্সি গায়ে খেলব। সহ সচিবের গুয়াহাটি আসার অন্যতম কারণ সনির সঙ্গে কথা বলা। কলকাতা ছাড়ার অর্থ সচিবের সঙ্গেও কথা বলবেন তিনি। এক শীর্ষ কর্তা যা ইঙ্গিত দিলেন তাতে ডিসেম্বর থেকেই তাঁকে চাইছে মোহন বাগান। কলকাতা লিগে মোহন বাগান বড় বাজেটের টিম করছে না।

20 comments: