Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, April 27, 2016

গোলশূন্য ম্যাচ, খুশি জিদান


নিষ্ফলা ড্র। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বে রিয়েল মাদ্রিদ গোলশূন্যভাবে খেলা শেষ করল ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে। গত কয়েকদিন ঘরেই এই ম্যাচকে ঘিরে ফুটবল মহলের উত্তেজনার পারদ চড়ছিল। এতে অবশ্য অবাক হওয়ার কোনও কারন নেই। কারন, ইউরোপীয় ক্লাব ফুটবলের সেরা টুর্নামেন্ট এখন শেষ ধাপে পৌঁছে গিয়েছে।
যাই হোক, এদিন ম্যান সিটির ঘরের মাঠ মানে এত্তিহাদ স্টেডিয়ামে রিয়াল নেমেছিল খানিকটা হীনবল হয়েই। কারন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চোটের জন্য ছিলেন মাঠের বাইরে। সেভাবে সুযোগও তৈরি করতে ব্যর্থ তাঁর দল। মাত্রই গুটিকয় গোল করার পরিস্থিতি তৈরি করলেও আসল কাজের কাজ করে উঠতে পারেননি রিয়েলের স্ট্রাইকাররা। খেলার শেষদিকে পেপে দিনের সহজতম সুযোগ পেয়েও দলকে ৩ পয়েন্ট এনে দিতে ব্যর্থ। ম্যান সিটি গোলরক্ষক জো হার্ট এদিন পোস্টের নীচে দূর্ভেদ্য হয়ে না উঠলে পেলেগ্রিনির দলের কপালে বেজায় দুঃখ ছিল। বেঞ্জিমাকে হাফটাইমে বসিয়ে জেসেকে নামান রিয়েল কোচ জিদান। শেষ লগ্নে জেসের হেড সিটির ক্রসপিসে লাগে।
মঙ্গলবার খেলার শেষে জিদান ফল নিয়ে খুশি। বলেছেন,‘‌দ্বিতীয়ার্ধে কয়েকটা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ছেলেরা। তবে, ড্র করে অসন্তুষ্ট নই।’‌ আগামী সপ্তাহে বার্নাবিউতে রিয়েলের ঘরের মাঠে সেমিফাইনালের ফিরতি ম্যাচ। আহত রোনাল্ডোকে খেলাতে মরীয়া চেষ্টা করবে রিয়েল নিশ্চিতভাবেই বলা যায়।   

No comments:

Post a Comment