Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, April 23, 2016

ফের টেস্ট দলে ফিরতে চান যুবরাজ


আপাতত চোটের কারনে মাঠের বাইরে। ঠিক কবে নাগাদ ফের হাতে তুলে নেবেন ক্রিকেট ব্যাট, জল্পনার বিষয়। কিন্তু, অযথা তাড়াহুড়ো করতে রাজি নন যুবরাজ সিং। ২০১১ সালে ধোনির দলের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক আত্মবিশ্বাসী বাইশ গজে ফিরবেন শুধু নয়, নিজের মত করেই ফিরবেন।
এমনকী, ভারতের টেস্ট দলেও প্রত্যাবর্তন ঘটানোর ব্যাপারে আশাবাদী তিনি। এক ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে যুবি স্পষ্টই জানালেন, ফের কোহলিদের সঙ্গে পাঁচ দিনের লড়াইয়ে সামিল হয়ে পড়তে ভালোই লাগবে। ওঁর বক্তব্য, ‘‌সুযোগ একটা রয়েছেই। কারন, অদূর ভবিষ্যতে ভারত কমবেশি প্রায় ১৪-‌১৫ টা টেস্ট খেলবে। রনজি ট্রফিতে সাম্প্রতিককালে আমার ফর্ম বেশ ভালো। গত দু মরসুমে খানসাতেক সেঞ্চুরিও করেছি। যদি দেশের টিপিক্যাল স্পিনিং ট্রাকে ব্যাট হাতে দাঁড়ানোর সুযোগ পাই, মনে হয় না খুব হতাশ করব । যদিও সবটাই আমার হাতে নয়, নির্বাচকরা মনে করলে তবেই দরজাটা খুলতে পারে। আমি শুধু আমার মত করে নিজেকে মেলে ধরার চেষ্টা করে যেতে পারি।’‌

No comments:

Post a Comment