Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, April 28, 2016

সলমনের পাশে এবার সৌরভ


নতুন ‘লুক’। দেখলে মনে হবে হলিউডের নয়া কোনও নায়ক। নিজেকে বিজ্ঞাপনে দেখে নিজেই মোহিত। পটাপট তুলে ফেললেন ‘সেলফি’। বিদেশি ব্র্যান্ডের চশমার লেন্স ভারিলাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সৌরভ গাঙ্গুলি। সেই বিজ্ঞাপনে নিজেকে দেখে একটা সময়ে বলেই ফেললেন, ‘দেখুন টাইটানিক ২ আসছে।’ অর্থাৎ নিজেকে লিওনার্দো দ্য ক্যাপ্রিওর মতো মনে করছেন সৌরভ।

জীবনে চশমার উপকারিতার কথা বললেও তিনি মানেই খেলা নিয়ে কথা হবেই। হলও। তাঁর কাছে প্রশ্ন ছিল, আপনি কি সলমন খানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়াকে সমর্থন করছেন? সৌরভের উত্তর হল,‘আমি এ ব্যাপারে কী বলব? আমাকে তো আর অ্যাম্বাসাডর করা হয়নি। তবে আমি সলমন খানের রিও অলিম্পিকে ভারতীয় প্রতিনিধি দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়াকে সমর্থন করছি। খারাপ কিছু দেখছি না। একটা কথা হল, পৃথিবীর কোথাও লেখা নেই যে মাত্র একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে পারেন। একাধিক ব্যক্তি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতেই পারেন। আমাদের দেশে অনেক কিংবদন্তি অ্যাথলিট রয়েছেন। তাঁদেরও সলমনের সঙ্গে জুড়ে দেওয়া যেতেই পারে। আমি বিভিন্ন খেলায় বলিউডের অংশগ্রহণকে সমর্থন করি। ওরা থাকায় প্রচার পায়। আই পি এলের কথা ছেড়ে দিন। আমাদের দেশে ক্রিকেটারদের জনপ্রিয়তা নিয়ে কোনও সন্দেহ নেই। যেমন, আই এস এল। বিভিন্ন বলিউড তারকারা এসেছেন। ভালই হয়েছে। সেই সংশ্লিষ্ট খেলা জনপ্রিয়তা পেয়েছে। সেজন্য সলমন যদি অ্যাথলিটদের সঙ্গে হাত মিলিয়ে ভাল কিছু করতে পারেন, তা হলে ভাল হবে।’
দুর্বার গতিতে এগোচ্ছে নাইট রাইডার্স। কী বলছেন সৌরভ? হেসে বলছেন,‘আমি তো আগেই বলেছি এবারের নাইট রাইডার্স সবচেয়ে ভারসাম্যযুক্ত দল। ওরা সব দলের চেয়ে ভাল খেলছে।’ সামনের মাসের ৪ তারিখ থেকে নাইটরা ঘরের মাঠ ইডেনে খেলবে। ইডেনের বাইশ গজ নিয়ে কী বলছেন সি এ বি সভাপতি? সৌরভ পরিষ্কার করে দিলেন,‘ঘরের মাঠে স্পিনের সুবিধে নিয়ে থাকে নাইটরা। কিন্তু এবার যা গরম পড়েছে তার ফলে পিচে ঘাস রাখতেই হবে। নইলে পিচ ফেটে যাবে। ঘাস কাটা যাবে না।’ নাইট শিবির থেকে কি কোনও বার্তা এসেছে সি এ বি সভাপতির কাছে? হাসলেন সৌরভ। ‘না, ওরা আমাকে কখনও কিছু বলেনি। আমার কাছ থেকে কিছু চায়নি।’ সৌরভ মনে করেন যেহেতু খুব ভাল করে বিশ্বকাপ সংগঠন করতে পেরেছে সি এ বি তাই আই পি এলের বাকি ম্যাচগুলো সংগঠিত করতে কোনও অসুবিধে হবে না। ‘আমাদের সব সেটআপ রয়েছে। অসুবিধে হবে না।’ তবে এবারের আই পি এলে ইডেনে হওয়া দু’টো ম্যাচে তেমন দর্শক হয়নি। কী বলছেন সৌরভ? তিনি মনে করছেন,‘এবারের বিশ্বকাপে এত ভাল ম্যাচ হয়েছে ইডেনে যে দর্শকরা ওই নিয়ে বুঁদ হয়ে রয়েছেন। তবে আশা করছি ৪ মে–র ম্যাচ থেকে ইডেনে দর্শক আসবে।’‌‌‌

No comments:

Post a Comment