Labels
Labels
Friday, May 20, 2016
কবে ফিরব ঈশ্বরই জানেন: সনি নর্ডি | বর্তমান
নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি, ২০ মে:: অনুশীলন সেরে সকলের আগে ড্রেসিংরুমে ফিরলেন সনি নর্ডি। দুপুরে এক পশলা বৃষ্টির পর এখানে আবহওয়া কিছুটা ভালো হলেও সকালের দিকে তীব্র গরম ছিল। সনিকে ড্রেসিংরুমের সামনে ধরে প্রশ্ন করা হয়, আবার কবে ফিরবেন? সনি বলেন, সেটা সম্পূর্ণ ঈশ্বরের হাতে। তিনি চাইলে আবার সবুজ মেরুন জার্সি গায়ে খেলব। সহ সচিবের গুয়াহাটি আসার অন্যতম কারণ সনির সঙ্গে কথা বলা। কলকাতা ছাড়ার অর্থ সচিবের সঙ্গেও কথা বলবেন তিনি। এক শীর্ষ কর্তা যা ইঙ্গিত দিলেন তাতে ডিসেম্বর থেকেই তাঁকে চাইছে মোহন বাগান। কলকাতা লিগে মোহন বাগান বড় বাজেটের টিম করছে না।
চলো ফেড কাপ জিতি : সনি | বর্তমান
গুয়াহাটি থেকে জয় চৌধুরি, ২০ মে: ইন্দিরা গান্ধী স্টেডিয়াম আন্তর্জাতিক মানের হলেও প্রস্থে সল্টলেক স্টেডিয়ামের মতো নয়। অনেকটা কাঞ্চনজংঘা স্টেডিয়ামের মতো। পেনাল্টি বক্স আর কর্নার ফ্ল্যাগের মধ্যে ব্যাবধান কম। মাঠটি প্রস্থে কম হওয়ায় ফেড কাপ ফাইনালে সনি-কাটসুমির ঝড় রুখে দেওয়ার জন্য বাড়তি সুবিধা পাবে আইজল এফ সি।
ফেড ফাইনালে হট ফেবারিট মোহনবাগান । সৌমিত্র কুমার রায় - আজকাল
অসমিয়া শব্দ ‘গুয়াহাটি’–র বাংলা তর্জমা করলে দঁাড়ায় সুপারির বাজার। শনিবার সেই গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ফেড ফাইনাল যুদ্ধে মোহনবাগান ধ্বংসে আইজল তা হলে সুপারি কিলার লাগাল নাকি?
তা জানা নেই। তবে ‘ফিট’ করেও কতটা কী করতে পারবে তাতে ঘোর সন্দেহ রয়েছে। কেন? বাগান শেষবার ২০০৮–এ ফেড কাপ চ্যাম্পিয়ন হয়। দীর্ঘ ৮ বছরের খরা কাটিয়ে ফেড কাপ জিততে সনি, জেজে, দেবজিৎরা যেন একেকটা ক্ষুধার্ত বাঘের মতো, সঙ্গে খোঁচা খাওয়াও বটে।
অসমিয়া শব্দ ‘গুয়াহাটি’–র বাংলা তর্জমা করলে দঁাড়ায় সুপারির বাজার। শনিবার সেই গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ফেড ফাইনাল যুদ্ধে মোহনবাগান ধ্বংসে আইজল তা হলে সুপারি কিলার লাগাল নাকি?
তা জানা নেই। তবে ‘ফিট’ করেও কতটা কী করতে পারবে তাতে ঘোর সন্দেহ রয়েছে। কেন? বাগান শেষবার ২০০৮–এ ফেড কাপ চ্যাম্পিয়ন হয়। দীর্ঘ ৮ বছরের খরা কাটিয়ে ফেড কাপ জিততে সনি, জেজে, দেবজিৎরা যেন একেকটা ক্ষুধার্ত বাঘের মতো, সঙ্গে খোঁচা খাওয়াও বটে।
তা জানা নেই। তবে ‘ফিট’ করেও কতটা কী করতে পারবে তাতে ঘোর সন্দেহ রয়েছে। কেন? বাগান শেষবার ২০০৮–এ ফেড কাপ চ্যাম্পিয়ন হয়। দীর্ঘ ৮ বছরের খরা কাটিয়ে ফেড কাপ জিততে সনি, জেজে, দেবজিৎরা যেন একেকটা ক্ষুধার্ত বাঘের মতো, সঙ্গে খোঁচা খাওয়াও বটে।
Subscribe to:
Posts (Atom)