Labels
Labels
Saturday, May 7, 2016
আজ লাজংয়ের তিন নিয়মিত ডিফেন্ডার নেই, মোহন বাগানই ফেবারিট | বর্তমান
এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের থেকে লাজং বিপজ্জনক দল: সঞ্জয়
বেলা বারোটায় প্রায় ৩৮ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও মোহন বাগান মাঠে অনুশীলন করলেন লাজং এফ সি’র ফুটবলাররা। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বদান্যতায় তারা অ্যাওয়ে ম্যাচটি আগে খেলার সুযোগ পাচ্ছেন। আই লিগে সাত নম্বরে শেষ করায় তাদের এই সুবিধা পাওয়া উচিত ছিল না।
আগামী মরশুমেও মোহন বাগানের কোচ থাকছেন সঞ্জয় সেন | বর্তমান
আগামী মরশুমেও মোহন বাগানের কোচ থাকছেন সঞ্জয় সেন। ২০১৪ সালের ৮ ডিসেম্বর তিনি মোহন বাগানের দায়িত্ব নেন। ১৩ বছর বাদে তাঁর কোচিংয়ে মোহন বাগান জিতেছিল আই লিগ। এবার একটুর জন্য খেতাব হাতছাড়া হলেও মোহন বাগান রানার্স হয়েছে আই লিগে। তাই ক্লাবের এক শীর্ষ কর্তা জানিয়ে দিলেন, ‘সঞ্জয়ের সঙ্গে চুক্তি বর্ধিত হবে। এখন আমাদের লক্ষ্য ফেডারেশন কাপ জেতা।’
Subscribe to:
Posts (Atom)