Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, April 28, 2016

অলিম্পিকে পতাকা-‌বাহক নাদাল


এর আগে একবার সুযোগ পেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দায়িত্বটা পালন করতে পারেননি। আবার অলিম্পিকের আসরে স্পেনের পতাকা-‌বাহকের দায়িত্ব পেলেন রাফায়েল নাদাল।
লন্ডন অলিম্পিকের সময় এই সুযোগ পেয়েছিলেন নাদাল। কিন্তু চোট পেয়ে বসায়, নাদাল সরে দাঁড়ান। বাধ্য হয়ে দায়িত্ব নেন এন বি এ তারকা পাউ গাসোল। নাদাল আপ্লুত। টুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই বলেছেন, ‘‌সম্মানিত বোধ করছি। রোমাঞ্চিতও হচ্ছি। এই দায়িত্ব দেওয়ার জন্য স্পেনের অলিম্পিক কমিটিকে ধন্যবাদ। আশা করি, অলিম্পিকে আমাদের দেশের প্রতিনিধিরা প্রত্যেকে দারুণ কিছু করবে। ‌

No comments:

Post a Comment