Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, April 23, 2016

বিদেশেও প্রশিক্ষণ দীপার?‌

উৎপল ভট্টাচার্য, ‌আগরতলা‌:‌ অনুশীলন। অনুশীলন। শুধুই অনুশীলন। রিও অলিম্পিকে সাফল্য পেতে হলে, আরও কঠোর পরিশ্রম করতে হবে ভারতীয় জিমন্যাস্টিক্সের ‘‌মুখ’‌ দীপা কর্মকারকে। অনুশীলনের সময় আরও বাড়াতে হবে। শুক্রবার সকালে আগরতলা পোঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী। 


তিনি আরও বলেন, ‘‌অলিম্পিকের মহাযুদ্ধের জন্য আর মাত্র ১০০ দিন বাকি। এরই মধ্যে আমাদের তৈরি হতে হবে। সময় খুবই কম। পারফরমেন্সের আরও উন্নতি করে দীপাকে অলিম্পিকে নিয়ে যাওয়াই এখন আমার একমাত্র লক্ষ্য। অলিম্পিকে সাফল্য পেতে হলে রিও–র টেস্ট ইভেন্টের পারফরমেন্স থেকে ৪০ শতাংশ ভাল পারফরমেন্স করতে হবে।’‌ এদিন বিমানবন্দর থেকে দীপা ও তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দীকে সাংবাদিকদের জবাব দিতে দিতেই ক্লান্ত হতে হয়েছে। বিশ্বেশ্বর বলেন, ‘‌ভল্টিং টেবিলের সামারসল্ট–‌এ দীপাকে আরও ভাল করতে হবে। এর জন্য দরকারে দীপাকে বিদেশেও প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হবে।’‌ প্রাথমিকভাবে ১ মে থেকে দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে অলিম্পিকের লক্ষ্যে ক্যাম্প শুরু হবে। ইতিমধ্যেই অলিম্পিকের লক্ষ্যে দীপার‌ সরঞ্জাম কেনার জন্য ৮০ লক্ষ টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার এবং সাই অথরিটি। তিনদিন বিশ্রামের পর সোমবার থেকে বাধারঘাটে একবেলা অনুশীলন করবেন দীপা। অনুশীলনে ভল্টিং, টেবিলের ওপরই বেশি জোর দেওয়া হবে। বিশেষ করে প্রোদুনোভা ভল্টে।‌‌

No comments:

Post a Comment