Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday, May 13, 2016

মোহনবাগানকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন পেন ওর্জি | এনাডু বাংলা




ফেডকাপে কার্যত কোনঠাসা হয়ে গিয়েছে শিলং লাজং। কিন্তু, হুঙ্কার কমেনি পেন ওর্জির। এবার মোহনবাগানকে সরাসরি আক্রমণের রাস্তায় হাঁটলেন তিনি। বললেন, “মোহনবাগান যদি বারাসতে পাঁচ গোল দিতে পারে, তাহলে আমরাও পাহাড়ে সাত গোল দিতে পারি।”


গতকাল থেকেই সবুজ-মেরুন শিবির পোলো গ্রাউন্ডে অনুশীলনে নেমে পড়েছে। নামেননি শুধু সোনি নর্ডি। লক্ষ্য একটাই। আগামীকাল পাহাড়ি ডেরায় শিলংকে বধ করে আসা। জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী সঞ্জয় সেন।

তবে বিরোধী শিবিরকে একেবারে পাত্তাই দিচ্ছেন না এই নাইজিরিয়ান মিডফিল্ডার। তিনি সাফ জানালেন, “সকলে যে ভাবছে আমরা জিততে পারব না, এই বিষয়টাই আমাদের সবথেকে বেশি তাতাচ্ছে। ছুটির দিনে ম্যাচ হওয়ার আমরা একটু বেশিই অ্যাডভান্টেজ পাব। কারণ গ্যালারি ভর্তি দর্শক আমাদেরই সমর্থন করবে। এটাই আমাদের আত্মবিশ্বাস জোগাবে।” 

No comments:

Post a Comment