টেবিলের ওপরে আস্ত যেন সবজির বাজার! পটল, বাঁধাকপি, টমেটো, পেঁয়াজ— ডাঁই করে রাখা! তার সামনে হাসি-হাসি মুখে দাঁড়িয়ে তিনি। ভাবখানা এমন, এই তো সবজি কাটা শুরু করলাম বলে। পাশে আছেন আরও একজন। তিনি অবশ্য দাঁড়িয়ে নেই। চড়েছেন টেবিলেরই ওপরে! কাদের কথা বলছি? প্রথমজন সাইনা নেহাল। দ্বিতীয়জন, ইরফান খান।
ব্যাডমিন্টন কুইন সাইনার সঙ্গে অভিনেতা ইরফান খানের হঠাৎ করে দেখা হল কীভাবে? আসলে সাইনা আর ইরফান একসঙ্গে জুটি বেঁধেছেন। বিজ্ঞাপনে। কোন কোম্পানির বিজ্ঞাপন, কবে শুটিং হয়েছে— কিছুই এখনও জানা যায়নি। তবে টুইটারে সাইনা আর ইরফান দু’জনে এই বিজ্ঞাপনের একটি ছবি পোস্ট করে রসিকতা করেছেন। প্রথমে ইরফান খান মজা করে লেখেন, ‘এই শুটিংয়ের জন্য আমার সহ-অভিনেত্রী, ভোর চারটে সময় আমাকে জাগিয়ে দিয়েছিল!’ সাইনা পাল্টা লেখেন, ‘ইরফান স্যরের সঙ্গে কাজ করে দারুণ লাগল। শুটিংয়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’ পাল্টা টুইট করেন ইরফান, ‘ভারতের তরুণ-তরুণীদের সামনে তুমি যে লক্ষ্য স্থির করেছে, ওদের জন্য তুমি যে উদাহরণ তুলে ধরেছ, তাতে তোমার জন্য আরও অনেক অনেক ভোরবেলা উঠতে রাজি। আমরা সবাই চাই, তোমার জন্য কিছু করতে।’ সাইনা পরে এমন কথা বলার জন্য, অভিজ্ঞ অভিনেতাকে ধন্যবাদ জানিয়েছেন। সাইনা আর ইরফানের এই কথোপকথন, সোস্যাল নেটওয়ার্কে যাঁরা অভ্যস্ত, তাঁদের সবাইকে আগ্রহী করে তুলেছে
সোর্স - আজকাল
ব্যাডমিন্টন কুইন সাইনার সঙ্গে অভিনেতা ইরফান খানের হঠাৎ করে দেখা হল কীভাবে? আসলে সাইনা আর ইরফান একসঙ্গে জুটি বেঁধেছেন। বিজ্ঞাপনে। কোন কোম্পানির বিজ্ঞাপন, কবে শুটিং হয়েছে— কিছুই এখনও জানা যায়নি। তবে টুইটারে সাইনা আর ইরফান দু’জনে এই বিজ্ঞাপনের একটি ছবি পোস্ট করে রসিকতা করেছেন। প্রথমে ইরফান খান মজা করে লেখেন, ‘এই শুটিংয়ের জন্য আমার সহ-অভিনেত্রী, ভোর চারটে সময় আমাকে জাগিয়ে দিয়েছিল!’ সাইনা পাল্টা লেখেন, ‘ইরফান স্যরের সঙ্গে কাজ করে দারুণ লাগল। শুটিংয়ের প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’ পাল্টা টুইট করেন ইরফান, ‘ভারতের তরুণ-তরুণীদের সামনে তুমি যে লক্ষ্য স্থির করেছে, ওদের জন্য তুমি যে উদাহরণ তুলে ধরেছ, তাতে তোমার জন্য আরও অনেক অনেক ভোরবেলা উঠতে রাজি। আমরা সবাই চাই, তোমার জন্য কিছু করতে।’ সাইনা পরে এমন কথা বলার জন্য, অভিজ্ঞ অভিনেতাকে ধন্যবাদ জানিয়েছেন। সাইনা আর ইরফানের এই কথোপকথন, সোস্যাল নেটওয়ার্কে যাঁরা অভ্যস্ত, তাঁদের সবাইকে আগ্রহী করে তুলেছে
সোর্স - আজকাল
No comments:
Post a Comment