মোহনবাগান- ৫ : আইজল এফসি- ০/ /(সোনি ৪৮, ধনচন্দ্র ৫৯, জেজে ৭৩, ৮৮, বিক্রমজিত্ ৮২)
'রোয়ানু' ঘুরে বাংলাদেশে চলে গেল৷ আবহাওয়া দপ্তর সে কথা বললেও আসলে কিন্তু তা হয়নি৷ এই ঘূর্ণিঝড় আসলে শনিবার রাতে আছড়ে পড়ল গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে৷ সোনি-জেজে-কাতসুমি-গ্লেনের তোলা সেই ঝড়ে বিধ্বস্ত হল আইজল এফসি৷ ফেডারেশন কাপের সেমিফাইনালে ৫-০ জয়ের পর ফাইনালেও ৫-০ জয় পেল সঞ্জয় সেনের
টিম৷ ফেডারেশন কাপে যা আগে কখনও হয়নি৷