Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, April 28, 2016

রোনাল্ডোকে সুস্থ করতে বিশেষ চিকিৎসা


চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে খেলতে পারেননি। ফিরতি লেগে কি পারবেন?‌ এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে রিয়েল মাদ্রিদের সমর্থকদের। ভাবাচ্ছে কোচ জিদানকেও। রিয়েল শিবিরের ভেতরের খবর যা, তাতে জানা গিয়েছে, আগামী সপ্তাহে ফিরতি লেগের আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সুস্থ করে তুলতে বিশেষ ধরনের চিকিৎসা করানো হবে। সেই বিশেষ চিকিৎসাটি কী?‌
‘‌স্টেম সেল ট্রিটমেন্ট’‌। হ্যামস্ট্রিং ছিঁড়ে গিয়েছে রোনাল্ডোর। এই ধরনের চোট সারিয়ে দ্রুত মাঠে ফেরা কঠিন। কিন্তু রিয়েল শিবির সবরকমের উদ্যোগ নিচ্ছে রোনাল্ডোকে সুস্থ করার জন্য। প্রথম লেগে ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে গোলশূন্য ড্র হয়েছে। ফিরতি লেগে জিততেই হবে। এই অবস্থায় যখন রোনাল্ডোর চোট কাঁটার মত বিঁধছে রিয়েলের বুকে, তখন সি আর সেভেনকে দেখে বোঝা গেল না তিনি চিন্তায় আছেন। ইনস্টাগ্রামে দুটো ছবি পোস্ট করেছেন নিজের। দেখা যাচ্ছে জিমেই বসে আছেন তিনি। একটি ছবিতে হাসছেন রোনাল্ডো। অন্য ছবিটি পেছন থেকে তোলা। সেখানে যেন রোনাল্ডো ‘‌বাহুবলী’‌র ভূমিকায়!‌ নিজের পেশির প্রদর্শনই করছেন!‌ ‌‌

No comments:

Post a Comment