Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 19, 2016

টেনিসের কঠিন সময়:‌ জকোভিচ

বার্লিন:‌ লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেলেন নোভাক জকোভিচ ও সেরেনা উইলিয়ামস। বিশ্বের সেরা ক্রীড়াসম্মানের মঞ্চে টেনিসের জয়–জয়কার। আর সেই মঞ্চে দঁাড়িয়েই টেনিসের বর্তমান পরিস্থিতি নিয়ে সংশয় প্রকাশ করে গেলেন জকোভিচ। সম্প্রতি ডোপিং এবং গড়াপেটা কাণ্ড যেভাবে খেলাটার ওপর প্রভাব ফেলছে, তাতে টেনিস কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মনে করছেন তিনি। 

এবার পেলের কাছ থেকে সই নিতে চান হিটন

‌অঝোর ধারা, ধূসর আকাশ। সব্বাইকে ভয় পাইয়েছে। কিন্তু ওই দু‌জন না জানি কোন ধাতুতে গড়া!‌ দিনে‌দুপুরে ক্রমশই যখন অন্ধকারের চাদরটা গায়ে জড়াচ্ছিল আকাশ, দু‌জনে ফিরিয়ে দিয়েছিল উপেক্ষা।‌ যখন এক-‌দু ফোঁটা করে শুরু হল বৃষ্টি, তখন দু‌জনে ফিরিয়ে দিয়েছিল উপেক্ষা। 

খুশির হাওয়া, মর্গান–স্পর্শে বদলে গেল ইস্টবেঙ্গল

ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ৭টা। হাওড়া স্টেডিয়ামের মাঠের মাঝখানে দঁাড়িয়ে ৬ ফুট ২ ইঞ্চির ব্রিটিশ ভদ্রলোক। মেহতাব থেকে রন্টি— এক এক করে প্র্যাকটিসে ঢুকতে শুরু করেছেন। তঁাকে দেখেই ‘পড়ি কি মরি’ করে ড্রেসিংরুমে ঢুকে পড়লেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। সহকারী কোচ স্যামি ওমোলোর মারফত সাজঘরে নির্দেশ পৌঁছল, ৫ মিনিটের মধ্যেই সকলকে মাঠে দেখতে চান তিনি।

বাবা হলেন গেইল

তাঁর সব কিছুতেই চমক। সেই ধারাবাহিকতাও বজায় রেখেছেন ক্রিস গেইল। হঠাৎই জানালেন, আই পি এলে পরের দুটো ম্যাচ তিনি খেলতে পারবেন না। কারণ তিনি বাবা হয়েছেন। বান্ধবী নাতাশা বেরিজ পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। তাঁর পাশে থাকার জন্যই গেইল দেশে ফিরে গেছেন। ২৫ এপ্রিল তিনি আবার রয়্যাল চ্যালেঞ্জার্স বাঙ্গালোর দলের সঙ্গে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে। অর্থাৎ মুম্বই ইন্ডিয়ান্স ও রাইজিং পুনে সানরাইজার্সের বিরুদ্ধে তাঁকে পাবে না বেঙ্গালুরু। দেশে রওনা হওয়ার আগে ইনস্টাগ্রামে গেইল লিখেছিলেন, ‘‌আমি আসছি।’‌‌‌‌‌‌

ক্রিকেট ডার্বিও জিতল ইস্টবেঙ্গল

প্রথম ওভারেই দু–দুজন ব্যাটসম্যান সাজঘরে। তার পরেও ৩৪৪ রান তাড়া করে ম্যাচ জেতা সম্ভব? তা–‌ও আবার এই গরমে! হ্যাঁ, অসম্ভবকে সম্ভব করল ইস্টবেঙ্গল। ক্রিকেটের ডার্বিতে মোহনবাগানকে ৪ উইকেটে হারিয়ে সি এ বি প্রথম ডিভিশন ক্রিকেট লিগের সেমিফাইনালে উঠে এল লাল–হলুদ। ইস্টবেঙ্গলের জয়ের নায়ক অর্ণব নন্দী। 

সেরেনা তাঁর ২২টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড এবছরই ভাঙবে, মনে করেন স্টেফি গ্রাফ

সেরেনা উইলিয়ামসই তাঁর গড়া ২২টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড ভাঙবেন, এমনই মনে করেন কিংবদন্তী জার্মান টেনিস খেলোয়াড় স্টেফি গ্রাফ। আমেরিকান তারকা সেরেনা ইতিমধ্যেই ২১টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন। জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জার্মানির অ্যাঞ্জেলিক কারবারের কাছে হেরে যান সেরেনা। স্টেফি গ্রাফ বলেন, ‘এবছরই সেরেনা আমার রেকর্ড ভেঙে দেবে। আমি ওর উপর বিশ্বাস রাখি।’ 

৪৬ বছর বয়সী স্টেফি গ্রাফ ১৯৮০ সালের শেষ থেকে ১৯৯০ সালের শেষ পর্যন্ত বিশ্ব মহিলা টেনিসে একপ্রকার শাসন করেছেন। সেরেনা তাঁর এতদিনের অক্ষত রেকর্ড ভেঙে দিলে একটুও হতাশ হবেন না বলে জানিয়ে দিয়েছেন স্টেফি। লাস ভেগাসে স্বামী প্রাক্তন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন আন্দ্রে আগাসি ও দুই সন্তানকে নিয়ে সুখী পরিবার স্টেফি গ্রাফের। সেখান থেকেই তিনি বলেন, ‘টেনিস থেকে আমি সবকিছুই পেয়েছি। আর যা সাফল্য পেয়েছি তাতে আমি খুবই খুশি। সেগুলোকে সঙ্গে নিয়ে বাকি জীবন সুখে-শান্তিতে কাটিয়ে দিতে চাই। আমার কোনও আক্ষেপ নেই। সেরেনা আমার রেকর্ড ভাঙলে আমার থেকে কেউ বেশি খুশি হবে না।’

আলভিটো ম্যানেজার থাকলে মরগ্যানও হয়তো ইস্ট বেঙ্গলকে আই লিগ দিতে পারবেন না - রাতুল ঘোষ

কলকাতা ময়দানে দ্বিতীয় ইনিংস শুরু করার আগে লাল-হলুদ ব্রিগেডের নতুন কোচ ও পুরানো বন্ধু ট্রেভর জেমস মরগ্যানকে স্বাগত জানাই। প্রথমেই বলে রাখি, তিন বছর ইস্ট বেঙ্গলের কোচ থাকাকালীন মর‌গ্যানও কিন্তু আই লিগ দিতে পারেননি। লাল-হলুদ সমর্থকদের এই হতাশা ও দীর্ঘশ্বাস দীর্ঘ ১৩ বছর ধরে ঝরে পড়ছে। এই পর্বে ইস্ট বেঙ্গল প্রায় জনা দশেক কোচকে ‘হায়ার অ্যান্ড ফায়ার’ করেছে। সুব্রত ভট্টাচার্যের মতো ডাকাবুকো কোচও লাল-হলুদে টিকতে পারেননি। তাঁকে সরানোর পেছনেও আলভিটোর হাত ছিল। তারপর থেকে সুভাষ, মরগ্যান, আর্মান্দো কোলাসো, ফালোপা, এলকো শাত্তোরি এসেছেন-গিয়েছেন। তবু সাজানো গোছানো, ঝাঁ চকচকে লাল-হলুদ তাঁবুতে আই লিগ কিন্তু ঢোকেনি।

মোহন বাগান আই লিগ পেল না আত্মতুষ্টির জন্যই : ব্যারেটো

৫ মার্চ আইজল এফ সি ম্যাচ পিছিয়ে দেওয়া নিয়ে ক্লাব মহলে এখন আক্ষেপ

একাদশ রাউন্ডে মোহন বাগান আট পয়েন্টের অ্যাডভানটেজ পজিশনে ছিল বেঙ্গালুরু এফ সি’র থেকে। কিন্তু শেষ রক্ষা হল না। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হল বেঙ্গালুরু এফ সি। এই নিয়ে মন্তব্য করতে গিয়ে মোহন বাগানের প্রাক্তন তারকা ব্যারেটো মুম্বই থেকে জানিয়েছেন,‘ আমার মনে হয় আত্মতুষ্টিই এর জন্য দায়ী। অনেকে সনি নর্ডির চোটের কথা বলছেন। কেউ বলছেন কোচ সঞ্জয় সেনের চোটও একটি ফ্যাক্টর। সাইড বেঞ্চে কোচ না থাকলে অসুবিধা হয়। সাইড বেঞ্চ থেকে কোচের চিৎকারের মাধ্যমে ছোট্ট পরামর্শ ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে সুবিধাই হয়। কিন্তু এই সব মাথায় রেখেই বলছি আত্মতুষ্টিই মোহন বাগানের এই পদস্খলনের জন্য দায়ী। 

হতাশ মিলার, রবিনের প্রশংসায় গম্ভীর

জয়ের কাহিনী লেখার শুরু হয়ে গিয়েছিল অনেক আগে থেকেই। যখন রবিন উথাপ্পা ব্যাটে ঝড় তুলেছিলেন। সঙ্গ দিচ্ছিলেন অধিনায়ক গৌতম গম্ভীর। তাঁরা যখন আউট হলেন তখন বাকিদের দায়িত্ব ছিল সেই কাজটিকেই এগিয়ে নিয়ে যাওয়া। সেটাই করে গেলেন মনীশ পাণ্ডে, সূর্যকুমার যাদব। শুরুটা অবশ্য করে দিয়েছিলেন বোলাররাই কিংস একাদশ পঞ্জাবকে ১৩৮ রানে আটকে দিয়ে। শেষ কাজটি করলেন ব্যাটসম্যানরা। ম্যাচ শেষে কে কী বললেন দেখে নেওয়া যাক।

৬ উইকেটে কেকেআর পঞ্জাবকে হারিয়ে দিল

৬ উইকেটে পঞ্জাবকে হারিয়ে তৃতীয় জয় তুলে নিল কেকেআর। কেকেআর-এর সামনে ১৩৯ রানের টার্গেট রেখেছিল কিংস একাদশ পঞ্জাব। ১৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে পঞ্জাবকে ব্যাট করতে পাঠিয়েছিলেন গৌতম গম্ভীর। প্রথমে ব্যাট করে শন মার্শের হাফ সেঞ্চুরি ও কেকেআর বোলার আ্ন্দ্রে রাসেলের শেষ ওভারের সৌজন্যে ১৩৮ রানে পৌঁছে  গেল পঞ্জাব।

পাকিস্থানি মডেল আইপিএল কে তুলোধোনা করলেন

দিন কয়েক আগেই সুইমিংপুলে সেক্সি পোজে বিরাট কোহলিকে প্রেম নিবেদন করছিলেন পাকিস্তানি মডেল কান্দিল বালোচ ভারতীয় ক্রিকেটারের প্রতি প্রেম দেখালেও বিসিসিআই-কে একহাত নিলেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের এই জনপ্রিয় মুখ  


ভবিষ্যতের তারকা বেছে নিলেন সর্দার

সুলতান আজলান শাহ হকিতে রানার্স ভারতের অধিনায়ক সর্দার সিং দলের ভবিষ্যৎ তিন তারকা চিহ্নিত করে ফেললেন। এরা হলেন হারমানপ্রীত সিং, হরজিৎ সিং ও সুরিন্দর সিং। আজলান শাহ হকির ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে চূর্ণ হওয়ার পর ভারতীয় দলের তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণ প্রশংসিত হয়েছে সর্দারের কাছে। সোমবার মালয়েশিয়া থেকে দেশে ফেরার পর ভারত অধিনায়ক বলেন, ‘ফোকাস ধরে রাখতে পারলে হারমানপ্রীত, সুরিন্দর ও হরজিতের তারকা হওয়ার সম্ভাবনা রয়েছে। ওরা সিনিয়র দলে প্রথম খেলল দেখে বোঝাই গেল না!’ কোচ রোল্যান্ট ওল্টম্যান্স আগে রিওতে ভারতীয় দলের সম্ভাবনা নিয়ে নিরাশা প্রকাশ করলেও আজলানে রুপো পাওয়ার পর তিনি বলেন, ‘ওলিম্পিকসের আগে আমাদের ভালোই প্রস্তুতি হয়েছে। আশা করছি রিওতে ভালো পারফরম্যান্স করতে পারব।’

বিস্মিত র‌্যান্টি দুই কোচের ইস্তফায়

আই লিগ শেষ হওয়ার আগেই ইস্ট বেঙ্গলের দুই কোচ বিশ্বজিৎ ভট্টচার্য ও দেবজিৎ ঘোষ যেভাবে ইস্তফা দিয়ে চলে গিয়েছেন তা মানতে পারছেন না র‌্যান্টি মার্টিন্স। তিনি বলেন, ‘দুই কোচের ইস্তফা দেওয়াটা অপেশাদারিত্বের নমুনা। ওঁরা আই লিগ শেষ হলে ইস্তফা দিতে পারতেন।’

বার্সেলোনার হার মেসির কীর্তির আনন্দকে ম্লান করল

ভ্যালেন্সিয়া-২                                                      বার্সেলোনা-১
(র‌্যাকিটিচ-আত্মঘাতী, সান্তি মিনা)                             (মেসি)
দুঃসময় অব্যাহত বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল থেকে বিদায়ের পর লা লিগাতে আবার পদস্খলন কাতালন ক্লাবটির। শনিবার ন্যু ক্যাম্পে বার্সাকে হারিয়ে লিগ জমিয়ে দিল ভ্যালেন্সিয়া। ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট সংগ্রহ করেছে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট পাওয়া রিয়াল মাদ্রিদও। গোল পার্থক্যে শীর্ষে থাকলেও লুই এনরিক-ব্রিগেডের সাম্প্রতিক পারফরম্যান্সে সিদুঁরে মেঘ দেখছেন অনেকেই। 

পাঞ্জাবকে নিয়ে আজ সতর্ক নাইটরা


মোহালি, ১৮ এপ্রিল: জয়ের রাস্তায় ফিরে এসেছে দল। দুরন্ত ফর্মে রয়েছেন অধিনায়ক গৌতম গম্ভীর স্বয়ং। তবুও কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে মঙ্গলবার আইপিএলের আরও একটি অ্যাওয়ে ম্যাচ খেলতে নামার আগে যথেষ্ট সতর্ক নাইট রাইডার্স শিবির। কারণ শুরুটা ভাল করতে না পারলেও গত রবিবারই ধোনির রাইজিং পুনেকে ৬ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কিংস ইলেভেন পঞ্জাব। তবে ঘরের মাঠে কেকেআর বধের স্বপ্নে বিভোর ডেভিড মিলারদের সামনে সব থেকে বড়় বাধা অবশ্যই গৌতম গম্ভীরের ফর্ম। আইপিএল নাইনে এখনও পর্যন্ত তিন ম্যাচে তিনি করে ফেলেছেন ১৯২ রান। যার মধ্যে শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম অ্যাওয়ে ম্যাচে গম্ভীরের

কেকেআর টিমটা একেবারে অন্য জিনিস, পঞ্জাব ভুলে যেও না - রবি শাস্ত্রী

বোলাররা যদি কোনও রাজ্যপাটের শাসনভার নিতে পারে, তা হলে তার প্রথম শহরটায় ঢোকার চাবিকাঠি গৌতম গম্ভীর। ফলকনামায় লেখা থাকবে হয়তো; ‘‘যখন খুব কম লোকই আমাদের বিশ্বাস করেছিল, ও নিজেকে তুলে দিয়েছিল আমাদের হাতে। যখন বাকিরা আমাদের দূরে রেখে দিয়েছিল, তখন ও আমাদের জন্য লাল কার্পেট পেতে দিয়েছিল। যখন অন্যরা আমাদের অতিথি ভূমিকার বেশি কিছু দেয়নি, ও আমাদের নিয়েই গোটা চিত্রনাট্য রচনা করেছিল!’’

ম্যান অব দ্য ম্যাচ যেন দুই কোচ বাছেন, ভাষ্যকার নয় - গৌতম গম্ভীর

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে টিমের কাজে আসতে পারাটা খুবই তৃপ্তির। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পেলাম। কিন্তু এখানে আমার একটা কথা বলার আছে। একটা স্বীকারোক্তি করার আছে। টিম স্পোর্টে ম্যাচের সেরার পুরস্কার দেওয়ার এই যে রেওয়াজ, এটা আমি মন থেকে মেনে নিতে পারি না। বরং বিশ্বাস করি, এটা তুলে দেওয়া উচিত। আমি জানি এটা এমন একটা রীতি যা বছরের পর বছর ধরে চলছে। কিন্তু ক্রিকেটের মতো টিম স্পোর্টে টিমের সদস্যদের প্রচুর অবদান থাকে। সেখানে যে কোনও একজনকে ম্যাচের সেরা বেছে নেওয়া— অন্যায় নয়?

ছিটকে গেলেন হেস্টিংস, নাইট শিবিরে বড় ধাক্কা

তিন ম্যাচে এখনও পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের ফল জয়, হার, জয়। আজ আবার পঞ্জাবের ঘরের মাঠে নতুন যুদ্ধ। তার আগে নাইট শিবিরে বড় ধাক্কা জন হেস্টিংসের চোট। যার জেড়ে ছিটকেই যেতে হল আইপিএল থেকে।

ফেড কাপ এবং এ এফ সি কাপেই ফোকাস সঞ্জয়ের

অপ্রতিরোধ্য গতিতে এগিয়েও শেষরক্ষা হয়নি। শেষ দিকে দিশা হারিয়েছিল মোহনবাগান। কলকাতার দুই প্রধানকে টেক্কা দিয়ে চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফ সি। ৩ বছর আগে ভারতীয় ফুটবলে আত্মপ্রকাশ করে ২ বার চ্যাম্পিয়ন। বেঙ্গালুরুর এই রকম চমকপ্রদ উত্থানের কারণ কী? মোহনবাগান কোচ সঞ্জয় সেন মনে করছেন, একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে বলে এই সাফল্য।