ইরিনা শায়েক ছিলেন। তারপর না জানে আরও কতজন এসেছেন! আবার মরশুমি হাওয়ার মত বিদায়ও নিয়েছেন। কবে যে থিতু হবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সে কারও জানা নেই। কিন্তু এবার বুঝি থিতু হওয়ার সময় হল। রোনাল্ডোর জীবনে কোকিলের কুহু কুহু রব শোনা যাচ্ছে আবার। নতুন কোকিল কে?
এ প্রশ্নের উত্তর দেওয়ার আগে বলা দরকার, সি আর সেভেন যাঁর প্রেমে পড়েছেন, তিনি একজন বার্সিলোনার সমর্থক! সে কী! শত্রুপক্ষের একজনের প্রেমে পড়েছেন! রিয়েল সমর্থকদের মনে এ প্রশ্ন জাগতেই পারে। কিন্তু তাতে রোনাল্ডোর বয়েই গেছে। তাঁর ভাবখানা এমন, ‘বন্ধুকে কাছে টানো, শক্রুকে আরও আরও কাছে’! নতুন বান্ধবীকে নিয়ে দিব্যি বেরিয়ে পড়ছেন এদিক-সেদিক। কখনও রেস্তোরাঁয়, কখনও বিমানে ছবিও তুলছেন। ইরিনা শায়েকের থেকে রূপে নতুন বান্ধবীও যে কম যান না, তা ছবি দেখেই বলে দেওয়া যায়। সি আর সেভেনের নতুন বান্ধবীর নাম, অ্যালেজান্দ্রো ম্যানরিকুয়েজ। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেই রোনাল্ডোর সঙ্গে সময় কাটানোর একটি ছবি পোস্ট করে নিচে লিখেছেন, ‘মাদ্রিদে মধ্যাহ্নভোজ সারার মুহূর্তে।’ অন্য একটি ছবির নিচে ক্যাপশান লিখেছেন, ‘সি আর সেভেনের সঙ্গে ফ্লাই করছি। আমি লাকি। রোনাল্ডো বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।’ প্রেমের রঙ, সত্যিই বড় গাঢ়! সে রঙে কে আর কবে আপত্তি করেছে।
No comments:
Post a Comment