Labels
Labels
Wednesday, May 11, 2016
কে কোচ? লড়াইয়ে এল পন্টিং | দেবাশিস দত্ত | আজকাল
দেবাশিস দত্ত: সুপ্রিম কোর্টের কানমলা খেয়ে এক দিকে যখন কর্তাদের মধ্যে পালাই পালাই রব, তখন দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা সত্যিই, এ মুহূর্তে চলে গিয়েছে পেছনের সারিতে। সামনে জিম্বাবোয়ে সফর, তার পর ওয়েস্ট ইন্ডিজ, কোচ নিয়োগ হয়ে যাবে ঠিক সময়, এ কথা বলছেন বটে সচিব অনুরাগ ঠাকুর, কিন্তু প্রশ্ন থাকছে দুটো। এক, কবে নাগাদ নতুন কোচ বেছে নেওয়া হবে? দুই, নতুন কোচের দায়িত্বে আনা হবে কাকে?
আইপিএল-এর ইতিহাসে হিট উইকেট হয়েছিলেন যাঁরা | আনন্দবাজার
নিয়মরক্ষার ম্যাচে সম্মান রক্ষা করতে ব্যর্থ বাগান | সংবাদ প্রতিদিন
মোহনবাগান - ০ সাউথ চায়না - ৩ (আওয়াল, গ্রিফিথ, হন)
বুধবার এএফসি কাপের ম্যাচটা নেহাতই নিয়মরক্ষার হলেও ঘরের মাঠে সম্মানরক্ষারও ছিল৷ তবে দ্বিতীয় দল নামিয়ে সম্মান রক্ষা করতে পারলেন না সঞ্জয় সেন৷ ফল, সাউথ চায়নার কাছে তিন-তিনটে গোল হজম করতে হল বাগানকে৷ বিপক্ষের জালে একবারও বল ঢোকাতে পারলেন না বাগান ফুটবলাররা৷
ছন্দপতন! ৩ গোল হজম বাগানের | মুনাল চট্টোপাধ্যায় | আজকাল
সাউথ চায়না ৩ ( লাও চুং, রায়ান, মাহামা) মোহনবাগান ০
আগেই গ্রুপ শীর্ষে পৌঁছে যাওয়ায় এ এফ সি কাপে হংকংয়ের সাউথ চায়নার বিরুদ্ধে ম্যাচটা মোহনবাগানের কাছে ছিল নিয়মরক্ষার। ফলাফলের কোনও গুরুত্ব ছিল না। মোহনবাগান এ এফ সি কাপের প্রি–কোয়ার্টার ফাইনালে ট্যাম্পাইন রোভার্সের মুখোমুখি হবে গুয়াহাটির মাঠে, ২৪ মে। লাজংকে প্রথম দফার সেমিফাইনালে ৫–০ গোলে হারানোয় ফেডারেশন কাপ ফাইনালে বাগানের খেলা প্রায় নিশ্চিত।
এএফসি কাপ: সাউথ চায়নার কাছে ৩ গোল হজম বাগানের | আনন্দবাজার
মোহনবাগান ০
সাউথ চায়না ৩ (ল হিউ চাং, রায়ান গ্রিফিথ, মাহামা আওয়াল)
গ্রুপ পর্বের শেষ ম্যাচে হার মোহনবাগানের। জয়ের জন্য নেমেছিল বলে মনেও হল না। কারণ প্রথম দলের ফুটবলারদের বাদ দিয়েই দল নামিয়েছিলেন সঞ্জয় সেন। যার ফল ৩ গোল হজম করতে হল মোহনবাগানকে। গোলের মুখ খুলতে পারলেন না জেজে-সুভাষরা। প্রথমার্ধেই তিন গোল খেয়ে গিয়েছিল মোহনবাগান। ভাবা হয়েছিল দ্বিতীয়ার্ধে গোল ফিরবে দল। কিন্তু তেমনটা হল না। দ্বিতীয়ার্ধে কোনও দলই গোলের মুখ খুলতে পারল না।
হিউজের মৃত্যুতে হেলমেট দায়ী নয়: রিপোর্ট | আজকাল
সেই অভিশপ্ত ঘটনার পর দীর্ঘ ১৮ মাস কেটে গিয়েছে। ক্রিকেটপ্রেমীদের কাছে যে দুঃসহ স্মৃতি আজও টাটকা। ২০১৪-র নভেম্বর। অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে দক্ষিণ অস্ট্রেলিয়া বনাম নিউ সাউথ ওয়েলসের ম্যাচ চলাকালীন আকস্মিকভাবেই বিপক্ষ বোলারের ধেয়ে আসা বলের আঘাতে মাটিয়ে লুটিয়ে পড়লেন ফিলিপ হিউজ। মাঠেই শুশ্রুষা করে নিয়ে যাওয়া হল হাসপাতালে। কিন্তু, বাঁচানো যায়নি এই বাঁ-হাতি অসি ওপেনারকে।
লন্ডনে ঘুরতে বেরিয়েছিলেন রোনাল্ডো | আজকাল
লা লিগা এই মুহূর্তে রোমাঞ্চকর মোড়ে। বার্সিলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে রিয়েল মাদ্রিদ। কিন্তু তিনি আছেন খোশমেজাজে। লিগ নিয়ে কোনও টেনশন নেই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বেরিয়েছিলেন লন্ডনে ঘুরতে। একাই। গিয়েছিলেন মেরিলিবোন’স চিলটার্ন ফায়ারহাউসে। সেখান থেকে বেরনোর সময়ই তাঁর ছবি লেন্সবন্দী করা হয়। চকোলেট আর ঘিয়ের রঙের মাঝামাঝি একটি রঙের স্যুট, কালো শার্ট আর একই রঙের প্যান্ট পরেছিলেন সি আর সেভেন। পায়ে ছিল বাদামি রঙের জুতো। রেস্তোঁরা থেকে বেরনোর সময় বৃষ্টি পড়ছিল। রোনাল্ডোর মাথায় ছাতা ধরে গাড়ি পর্যন্ত পৌঁছে দেন তাঁরই দেহরক্ষী।
Subscribe to:
Posts (Atom)