Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, May 26, 2016

দুই ডিফেন্ডার বিদায় জানাতে চলেছেন বার্সিলোনাকে | আজকাল

আজকালের প্রতিবেদন:‌ নতুন মরশুম শুরুর আগে বড়সড় ধাক্কা খেল বার্সিলোনা। ডিফেন্সের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় জেভিয়ার মাসচেরানোর দল ছাড়া প্রায় চূড়ান্ত। তিন বছরের চুক্তিতে তিনি ইতালীয় ক্লাব জুভেন্টাসে সই করেছেন বলে জানিয়েছেন স্প্যানিশ সংবাদমাধ্যমগুলি।
সরকারিভাবে কোনও ঘোষণা এখনও না হলেও, মাসচেরানো মৌখিক সম্মতি দিয়ে ফেলেছেন বলেই খবর। শুধু তা–ই নয়, লেফট ব্যাক দানি আলভেজও দল ছেড়ে যোগ দিতে চলেছেন মাসচেরানোর সঙ্গে। তার সঙ্গে অবশ্য জুভেন্টাসের দরাদরি চলছে বলে জানা গেছে। জল্পনা উসকে দিয়ে আলভেজ দু’‌দিন আগেই বলেছেন, ‘‌আমি নিজের ভবিষ্যৎ নিয়ে কোনও গ্যারান্টি দিতে পারছি না। আমি বর্তমানে বাঁচতে ভালবাসি।’‌ মাসচেরানো ৬ এবং আলভেজ ৮ বছর ধরে খেলছেন বার্সায়। এত বড় মাপের দু’‌জন ফুটবলার বিদায় নেওয়ার খবরে স্বাভাবিকভাবেই কিছুটা চাপে বার্সা।

No comments:

Post a Comment