কোচ হিসেবে ট্রেভর জেমস মর্গানের ইস্টবেঙ্গলে দ্বিতীয় ইনিংস শুরু করার ১০ দিনের মাথায় উত্তপ্ত হয়ে উঠল ইস্টবেঙ্গল অনুশীলন। শহর জুড়ে তীব্র দাবদাহের মধ্যেই লাল–হলুদ অনুশীলনেও অশান্তির আঁচ। অনুশীলন চলাকালীন প্রকাশ্যে মর্গানের সামনেই বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়লেন দলের দুই সিনিয়র ফুটবলার মেহতাব হোসেন ও লালরিন ডিকা রালতে।
Labels
Labels
Friday, April 29, 2016
মেহতাব–ডিকা ঝামেলায় তাল কাটল
কোচ হিসেবে ট্রেভর জেমস মর্গানের ইস্টবেঙ্গলে দ্বিতীয় ইনিংস শুরু করার ১০ দিনের মাথায় উত্তপ্ত হয়ে উঠল ইস্টবেঙ্গল অনুশীলন। শহর জুড়ে তীব্র দাবদাহের মধ্যেই লাল–হলুদ অনুশীলনেও অশান্তির আঁচ। অনুশীলন চলাকালীন প্রকাশ্যে মর্গানের সামনেই বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়লেন দলের দুই সিনিয়র ফুটবলার মেহতাব হোসেন ও লালরিন ডিকা রালতে।
সম্ভবত প্রথম দু ম্যাচে নেই নর্ডি
এ এফ সি কাপের নক আউট পর্বে আগেই পৌঁছে গিয়েছিল মোহনবাগান। মালদ্বীপের মেজিয়ার সঙ্গে ১–১ ড্র করে গ্রুপ শীর্ষে থাকার যোগ্যতার্জন করে নিয়েছে সঞ্জয় সেনের ফুটবলাররা। এতে ঘরের মাঠে প্রি–কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবেন তাঁরা। এটা যেমন স্বস্তি দিচ্ছে কোচ সঞ্জয়কে, তেমন এখন ফেডারেশন কাপে পুরোপুরি ফোকাস ঘোরাতে পারছেন।
ওষুধ নয়, অস্ত্রোপচার দরকার, আবার কড়া সুপ্রিম কোর্ট
কঠোর থেকে কঠোরতর হচ্ছে সুপ্রিম কোর্ট। এবার তারা নতুন করে হাত দিল বোর্ড কর্তাদের সর্বোচ্চ বয়স সীমার দিকে। একেবারে জগমোহন ডালমিয়ার উদাহরণ তুলে ধরল দেশের সর্বোচ্চ আদালত। বি সি সি আই–এর উদ্দেশে দেশের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের বেঞ্চ প্রশ্ন ছুঁড়ে দিল, ‘কেন বোর্ডের কর্তারা ৭০ বছর পর্যন্ত ক্ষমতায় থাকবেন?
Subscribe to:
Posts (Atom)