নয়াদিল্লি, ১০ মে: রিও ওলিম্পিকসে ৭৪ কেজি ফ্রি-স্টাইল কুস্তিতে অংশগ্রহণে যোগ্যতা ইতিমধ্যেই অর্জন করেছেন ভারতীয় কুস্তিগির নরসিং যাদব। কিন্তু বেজিং ও লন্ডন ওলিম্পিকসে দুটি পদক জয়ী সর্বকালের সফল ভারতীয় কুস্তিগির সুশীল কুমার দাবি করেছেন তাঁকে নরসিংয়ের সঙ্গে কুস্তির ম্যাটে একটা ট্রায়াল বাউটের সুযোগ দেওয়া হোক।
Labels
Labels
Tuesday, May 10, 2016
মারিও গোমেজের ফর্ম ভরসা দিচ্ছে জোয়াকিম লো’কে | বর্তমান
আগামী সপ্তাহেই অনুশীলন শুরু করবেন সোয়েনস্টাইগার ও খেদিরা
বার্লিন, ১০ মে: আগামী এক সপ্তাহের মধ্যেই ইউরো কাপের জন্য জার্মানির ৩১ জনের স্কোয়াড ঘোষণা করবেন জোয়াকিম লো। ২৩ জনের চূড়ান্ত দল তিনি বেছে নেবেন ৩০ মে। সোমবার বার্লিনের ফরাসি দূতাবাসে ইউরোপ সেরার যুদ্ধের জন্য সৈনিকদের প্রাথমিকভাবে বেছে নেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। তার আগে জার্মান কোচকে স্বস্তি দিচ্ছে বাস্তিয়ান সোয়েনস্টাইগার, স্যামি খেদিরার চোট সারিয়ে ওঠার প্রচেষ্টা এবং মারিও গোমেজের দুরন্ত ফর্ম।
ল্যাপটপ কোচকে ভোলেননি কালিস, আক্রমের মনে পড়ে যাচ্ছে মায়ের চড় | সোহম দে | | আনন্দবাজার
ওয়াসিম আক্রমের মুখে হাসি। ‘সুলতান অব সুইং’ ফিরে যাচ্ছেন নিজের স্কুলজীবনের সেই ক্লাস নাইন-টেনের স্মৃতিতে। এই দুটো ক্লাসেই নাকি সবচেয়ে বেশি মজা করেছিলেন। কেন? ‘‘আরে তখন মেয়েরাও পড়ত স্কুলে!’’
জাক কালিস নিজের চেনা গুরুগম্ভীর অবতারে। মিতভাষী তিনি বরাবরই। কেরিয়ারে এত কিছু করেছেন। তাও বাবার বলা কথা ভুলতে পারেননি। ‘‘আমার বাবা বলতেন যদি কোনও দিন বড় হতে পারো তা হলে লোকের উপকার কোরো।’’
চারটেই জিতে কেন প্লে অফ যাব না, পাল্টা হুঙ্কার পাঠানের | আনন্দবাজার
কেকেআরের ম্যাচ বাকি দুই, প্লে অফ নিশ্চিত করতে হলে জিততে হবে এক। কিন্তু প্রথমে মুম্বই ইন্ডিয়ান্স এবং শেষে রাজস্থান রয়্যালস— দু’টো ম্যাচ হেরে আইপিএল থেকেই বিদায় হয়ে গেল কেকেআরের।
মে ২০১৬: কেকেআরের ম্যাচ বাকি চার, প্লে অফ নিশ্চিত করতে হলে জিততে হবে অন্তত দুই। আসন্ন প্রতিপক্ষরা এ বারও হেভিওয়েট। ধোনির পুণে। বিরাটের আরসিবি। রায়নার গুজরাত। ওয়ার্নারের হায়দরাবাদ। কেকেআর পারবে?
চেন্নাইয়ের লড়াকু স্পিরিটটা কিন্তু এই পুণে টিমে আছে | স্টিভন ফ্লেমিং | আনন্দবাজার
আমাদের এই বিশ্বাস ধরে রাখতে হবে যে, টানা চারটে ম্যাচ জিততে পারলে আমরা এখনও প্লে-অফের যুদ্ধে থাকতে পারি। হতে পারে চারটে জয় যথেষ্ট হবে না। তবু বিশ্বাসটা ধরে রাখতে হবে। কারণ এই টুর্নামেন্টের মানচিত্র যে কোনও মুহূর্তে পাল্টে যেতে পারে। আজ, মঙ্গলবারের ম্যাচে জয়ের চাপটা অবিশ্বাস্য। আমাদের সামনে আর সুযোগ নেই, জানি।
Labels:
আইপিএল,
ক্রিকেট,
পুণে সুপারজায়ান্টস,
সানরাইজার্স হায়দরাবাদ
নাটকীয় জয় কোহালিদের | আনন্দবাজার
চার ওভারে ৫২ রান দিয়েও নায়ক ক্রিস জর্ডন। শেষ ওভারে ১৭ রান পঞ্জাব কিংগস ইলেভেনকে না তুলতে দেওয়ার জন্য। এই রানটা তুললেই আরসিবি-র বিরুদ্ধে সোমবার মহাগুরুত্বপূর্ণ ম্যাচ জিতত পঞ্জাব। কিন্তু জর্ডন ১৫ রানের বেশি দেননি। তাও দুই আর তিন নম্বর বলে পরপর বাউন্ডারি আর ছক্কা খাওয়ার পর। এক রানে নাটকীয় জয়ে প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ন’ম্যাচে চারটে জয় ও আট পয়েন্ট নিয়ে টেবলে ছয়ে উঠে এল আরসিবি।
মেজাজ হারালেন জ্বালা | আজকাল
মেজাজ হারালেন জ্বালা গুট্টা। কেন? মহম্মদ আজহারউদ্দিনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করায়। অনেক দিন ধরেই এই দুই তারকার সম্পর্ক নিয়ে কানাঘুষো অনেক কিছুই শোনা গিয়েছে। মাঝে একসঙ্গে দেখাও যেত দু’জনকে। কিন্তু জ্বালা গুট্টা এখন সেই সম্পর্ক অস্বীকার করছেন! গিয়েছিলেন সুরাটে। স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধনে। সেখানে সাংবাদিকরা আজহারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন করতেই খেপে যান জ্বালা।
সর্দারকে ‘ক্লিন চিট’ | আজকাল
ভারতীয় হকি দলের অধিনায়ক সর্দার সিং আপাতত স্বস্তিতে। তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থা মানসিক অত্যাচারের অভিযোগ শেষমেশ ধোপে টিঁকল না। ইংল্যান্ড নিবাসী অ্যাসপাল ভোগালের অভিযোগের ভিত্তিতে সর্দারের বিরুদ্ধে তদন্ত শুরু করে লুধিয়ানা পুলিশ। অ্যাসপাল নিজেও হকি খেলতেন। এমনকী, ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের হয়েও খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
‘বিরাট’ উদ্যোগ | আজকাল
ওরা আর পাঁচজন সমবয়সীর মত যখন-তখন বায়না জুড়তে পারে না। ওরা আর পাঁচজন সমবয়সীর মত ইচ্ছে হলেই পিৎজা-পাস্তা, কেক-পেস্ট্রি খেতে চাইলেই, খেতে পারে না। ওরা আর পাঁচজন সমবয়সীর মত পাহাড়ে-সমুদ্রে ঘুরতে যেতে পারে না। ওরা আর পাঁচজন সমবয়সীর মত, স্কুলে গিয়ে লেখাপড়া করারও সুযোগ পায় না। তা বলে কি ওদের শখ হয় না? তা বলে কি ওদের ইচ্ছে করে না পড়াশোনা শিখতে? ইচ্ছে করে। কিন্তু কে মেটাবে ওদের শখ?
বোলারদের জন্য কষ্ট শচীনের | আজকাল
আজকালের প্রতিবেদন: ২৪ বছর ধরে তিনি বিপক্ষের বোলারদের ত্রাস ছিলেন। কত বোলারের যে রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন, তার শেষ নেই! সেই তিনিই এখন বোলারদের সমব্যথী! হঠাৎ করে বোলারদের নিয়ে কেন চিন্তিত শচীন তেন্ডুলকার? কেনই বা সমব্যথী? কারণ, ক্রমাগত যেভাবে ব্যাট বদলাচ্ছে, উন্নততর হচ্ছে, তাতে বোলাররা ক্রমশই কোণঠাসা হয়ে পড়ছেন। এটাই ভাবিয়ে তুলেছে মাস্টার ব্লাস্টারকে।
নেতা কোহলি? এখন খেলুক: সানি । আজকাল
আজকালের প্রতিবেদন: ২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে সৌরভ গাঙ্গুলি চাইছেন, মহেন্দ্র সিং ধোনি নন, মেন ইন ব্লু–র নেতৃত্বের ভার থাকুক বিরাট কোহলির হাতে। কারও কারও বক্তব্য, ক্রিকেটের তিনটি ফরম্যাটেই ভারতীয় দলের অধিনায়ক করা হোক কোহলিকে। কিন্তু এই নিয়ে খুব তাড়াহুড়ো চাইছেন না সুনীল গাভাসকার। এন ডি টিভিকে তিনি বলেছেন, ২০১৯ বিশ্বকাপ এখনও অনেক দূর। বরং বিরাটকে খেলতে দেওয়া হোক।
বাবার মৃত্যুর রাত ভোলেননি কোহলি | আজকাল
আজকালের প্রতিবেদন: ডিসেম্বরের হাড় কাঁপানো শীতের রাত। জবুথবু দিল্লি। লেপ-কম্বলে মুড়ে যখন আয়েসি ঘুমে আস্ত শহর, তখন একই শহরের, এক কোণে বিনিদ্র রাত কাটাচ্ছিল এক পরিবার। এক আঠেরোর ছেলে। একটু আগেই বাবাকে হারিয়েছে ছেলেটা। হৃদ্রোগে আক্রান্ত হয়ে আচমকাই চলে গিয়েছেন পরিবারের অভিভাবক। মাত্র তো ৫৪। এই বয়সে কি চলে যাওয়ার কথা ছিল? কেন চলে গেল বাবা? কত কিছু তো বাকি ছিল, কত কথা বলার ছিল— শুনল না! কেন? এখন কী করবে? কী করা উচিত?
দো দং হিউন -র সঙ্গে কোনও চুক্তিই নেই ক্লাবের | এই সময়
সোনি নর্দে কি ট্রেভর জেমস মর্গ্যানের টিম লিস্টে ঢুকে পড়েছেন? মর্গ্যানের কিছু কথাবার্তায় সে রকমই সম্ভাবনা দেখা দিয়েছে৷, সোমবার দুপুরে ইস্টবেঙ্গল ক্লাবে গিয়েছিলেন ব্রিটিশ কোচ, ভিসার প্রয়োজনীয় কাগজপত্র আনতে৷ তার পরে মর্গ্যান সাংবাদিকদের বলেছেন, 'সোনিই এই মুহূর্তে দেশের সেরা বিদেশি৷' সোনি নিজেও মোহনবাগান নিয়ে খুব একটা সন্ত্তষ্ট নন৷ তাঁর অসন্তোষ পরিষ্কার করে দিয়েছেন৷ ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য অবশ্য বললেন, 'কাউকে নিয়েই আমরা ভাবছি না৷ কোচ যাকে নিয়ে বলবেন, তাঁকেই নেওয়া হবে৷'
চার ম্যাচ সাসপেন্ড জেমস মোগা, অবিচারের শিকার মহমেডান স্পোর্টিং | বর্তমান
বুধবার গোয়ায় ফাতোরদা স্টেডিয়ামে দ্বিতীয় ডিভিশন আই লিগের খেতাব নির্ধারক ম্যাচে মহমেডান স্পোর্টিং মুখোমুখি হচ্ছে ডেম্পোর। এমনিতে এবার দ্বিতীয় ডিভিশন আই লিগে নির্দয় ক্রীড়াসূচির শিকার হয়েছে মহমেডান স্পোর্টিং। তাদের সব হোম ম্যাচ আগে দিয়ে দেওয়া হয়েছে। শেষ পর্বে মাত্র তিন দিনের মধ্যে তাদের তিনটি ম্যাচ খেলতে বাধ্য করেছে ফুটবল হাউস।
আজ সাউথ চায়নার বিরুদ্ধে দ্বিতীয় দল নামালেও সতর্ক সঞ্জয় | বর্তমান
বুধবার গুয়াহাটিতে এ এফ সি কাপের গ্রুপ লিগের শেষ ম্যাচে মোহন বাগান খেলবে হংকংয়ের সাউথ চায়নার বিরুদ্ধে। মোহন বাগান গ্রুপ শীর্ষে থেকে ইতিমধ্যেই প্রি-কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে। বুধবার খেলেই শিলংয়ে যাবে মোহন বাগান। সেখানে শনিবার ফেডারেশন কাপের সেমি-ফাইনালের দ্বিতীয় পর্বে শিলং লাজংয়ের মুখোমুখি হবে মোহন বাগান।
রিজার্ভ টিম নিয়ে লক্ষ্যে অবিচল সঞ্জয় | সৌমিত্র কুমার রায় | আজকাল
জয়ের নেশায় যেন বুঁদ কোচ সঞ্জয় সেন। হোক না রিজার্ভ টিম। তা সত্ত্বেও বিদেশি দলের বিরুদ্ধে জয়ের লক্ষ্য থেকে সরছেন না বাগান কোচ। মঙ্গলবার বিকেলে প্র্যাকটিস করে হোটেলে ফিরে গুয়াহাটি থেকে ফোনে সঞ্জয়ের গলায় আত্মবিশ্বাসের সুর, ‘জেতা কেন সম্ভব নয়? নিশ্চয়ই সম্ভব। দলের বাকিরাও কোয়ালিটি ফুটবলার। এটা ভুলে গেলে চলবে না।’
সনিতে মজেছেন মর্গ্যানও | আনন্দবাজার
আগামী মরসুমে তাঁর নিজের টিম কী হবে তা এখনও ঠিক করে উঠতে পারেননি। তাঁর কোরিয়ান ফুটবলার ডু ডংকে ফের লাল-হলুদ জার্সিতে দেখা যাবে কি না সে ব্যাপারেও কোনও মন্তব্য করেননি এ পর্যন্ত।
তবে এরই মাঝে ইস্টবেঙ্গলের সাহেব কোচ ট্রেভর জেমস মর্গ্যান মজেছেন সনি নর্ডিতে। মোহনবাগানের সাম্প্রতিক পারফরম্যান্সে আগ্রহী না হলেও ব্রিটিশ কোচের নজর কেড়েছেন সবুজ-মেরুনের প্রাণভোমরা সনি।
ভাস্কর সেনাপতি - এক অস্ফুট অতীত | দেবু দত্ত
১৯৩৭ এ দাদা কেষ্টর হাত ধরে ওড়িশার জাজপুর থেকে কাজের সন্ধানে কলকাতায় এসেছিলেন ভাস্কর সেনাপতি , ব্রিটিশ আমল , তখন মোহনবাগানের হেড মালি ছিলেন গঙ্গা , সতের বছরের ভাস্করের কাজ জুটলো গঙ্গার চেলা হিসেবে , মাইনে ১৪ টাকা , তারপর ভাস্কর থেকে কেমন ভাবে যে নামটা ভাসিয়া হয়ে গেলো , তা নিজেও জানেন না ভাস্কর সেনাপতি ,
সনি-সহ সাত ফুটবলারকে বিশ্রাম দিচ্ছেন সঞ্জয় | আনন্দবাজার
ফেডারেশন কাপে ট্রফি জয়ই এখন প্রধান লক্ষ্য মোহনবাগানের। তাই এএফসি কাপে সাউথ চায়নার বিরুদ্ধে বুধবারের ম্যাচে সনি নর্ডি, কর্নেল গ্লেন-সহ প্রথম একাদশের সাত নিয়মিত ফুটবলারকে গুয়াহাটি নিয়ে যাচ্ছেন না বাগান কোচ। ফেড কাপের পর পর দুই শনিবারের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের কথা ভেবে এঁদের বিশ্রাম দিচ্ছেন বাগান-কোচ।
খেলতে খেলতে প্রাণ হারালেন জেনিন | আজকাল
রিও ডি জেনিরো: দু’দিন যেতে না যেতে আবার মর্মান্তিক মৃত্যু ফুটবল মাঠে। খেলতে খেলতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন দু–দু’জন ফুটবলার। ব্রাজিলের বার্নার্ডো রিবেইরো এবং ক্যামেরুনের মহিলা গোলকিপার জেনিন ক্রিস্টেল জোমনাং। মিনাস গেরাইসে একটি অপেশাদার ম্যাচ খেলছিলেন বছর ছাব্বিশের রিবেইরো। অচৈতন্য অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
শুটিংকে কীভাবে কেরিয়ার হিসেবে নেওয়া যায়? | আবির রায়, দুর্গাপুর: | আজকাল
আবির রায়, দুর্গাপুর: এন এস এইচ এম পড়ুয়াদের শুটিংয়ের খুঁটিনাটি বোঝালেন জয়দীপ কর্মকার। ভারতের অর্জুন পুরস্কার বিজয়ী শুটার জয়দীপ কলকাতার ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে মিলিত হন। শুটিংকে কীভাবে কেরিয়ার তৈরি করার কাজে লাগানো যায়, তা নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। নিজের জীবনের সাফল্যও পড়ুয়াদের কাছে তুলে ধরেন জয়দীপ। এই অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অন্যতম ট্রাস্টি দিলীপ সিং মেহতা। এছাড়াও দুই ডিরেক্টর অর্ণব রায়, রাজীব চন্দ, জয়ন্ত বাগচী ও সন্দীপ ব্যানার্জি অনুষ্ঠান পরিচালনায় সহায়তা করেন।
তমলুকে দুর্ঘটনায় মৃত পিয়ারলেস ফুটবলার | আজকাল
তমলুক: তমলুকে খেলতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল উত্তর ২৪ পরগনার প্রতিভাবান এক ফুটবলারের। রবিবার গভীর রাতে ৪১ নং জাতীয় সড়কে নন্দকুমার থানার টালিভাটা এলাকার এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তমলুকে। মৃত ফুটবলারের নাম আবদুল সাজাদ (২১)। তিনি কলকাতার পিয়ারলেস ক্লাবের খেলোয়াড়। বাড়ি টিটাগড়ের বড়কাঁঠালিয়া এলাকার শিউলি তেলেনি পাড়ায়।
Subscribe to:
Posts (Atom)