Labels
Labels
Thursday, April 28, 2016
রোনাল্ডোকে সুস্থ করতে বিশেষ চিকিৎসা
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে খেলতে পারেননি। ফিরতি লেগে কি পারবেন? এই প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে রিয়েল মাদ্রিদের সমর্থকদের। ভাবাচ্ছে কোচ জিদানকেও। রিয়েল শিবিরের ভেতরের খবর যা, তাতে জানা গিয়েছে, আগামী সপ্তাহে ফিরতি লেগের আগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সুস্থ করে তুলতে বিশেষ ধরনের চিকিৎসা করানো হবে। সেই বিশেষ চিকিৎসাটি কী?
সলমনের পাশে এবার সৌরভ
নতুন ‘লুক’। দেখলে মনে হবে হলিউডের নয়া কোনও নায়ক। নিজেকে বিজ্ঞাপনে দেখে নিজেই মোহিত। পটাপট তুলে ফেললেন ‘সেলফি’। বিদেশি ব্র্যান্ডের চশমার লেন্স ভারিলাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন সৌরভ গাঙ্গুলি। সেই বিজ্ঞাপনে নিজেকে দেখে একটা সময়ে বলেই ফেললেন, ‘দেখুন টাইটানিক ২ আসছে।’ অর্থাৎ নিজেকে লিওনার্দো দ্য ক্যাপ্রিওর মতো মনে করছেন সৌরভ।
নিগুয়েজের বিস্ময় গোলে পিছিয়ে বায়ার্ন | গৌতম সরকার
অ্যাটলেটিকো মাদ্রিদ ১ বায়ার্ন মিউনিখ ০
(সল নিগুয়েজ)
ম্যাচ দেখে মন ভরল না।
লেখার শুরুটা নেতিবাচক হলে, পড়ার আগ্রহ কমে যায়। কিন্তু, এর থেকে অন্য কিছু লিখে শুরুটা করতে মন চাইল না। কেন চাইবে? চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের খেলায় মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ। দুই দলে নামী ফুটবলার, দুই দলেই সমঝদার কোচ। তাও কি না এমন খেলা! কেমন যেন সুর-তাল বিহীন ফুটবল! হ্যাঁ মানছি, সল নিগুয়েজের গোলটায় মুনশিয়ানার ছাপ ছিল। ওই মুহূর্তটায় ভাল লাগার রদস ছিল। কিন্তু বাদ বাকি? বলার মতো কতটুকু ছিল?
লেখার শুরুটা নেতিবাচক হলে, পড়ার আগ্রহ কমে যায়। কিন্তু, এর থেকে অন্য কিছু লিখে শুরুটা করতে মন চাইল না। কেন চাইবে? চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের খেলায় মুখোমুখি অ্যাটলেটিকো মাদ্রিদ-বায়ার্ন মিউনিখ। দুই দলে নামী ফুটবলার, দুই দলেই সমঝদার কোচ। তাও কি না এমন খেলা! কেমন যেন সুর-তাল বিহীন ফুটবল! হ্যাঁ মানছি, সল নিগুয়েজের গোলটায় মুনশিয়ানার ছাপ ছিল। ওই মুহূর্তটায় ভাল লাগার রদস ছিল। কিন্তু বাদ বাকি? বলার মতো কতটুকু ছিল?
Labels:
অ্যাটলেটিকো মাদ্রিদ,
চ্যাম্পিয়ন্স লিগ,
ফুটবল,
বায়ার্ন মিউনিখ,
বিশ্ব
Subscribe to:
Posts (Atom)