Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, April 26, 2016

মিলখা সিং-‌কে আক্রমণ সলমন খানের বাবার!


পুত্র স্নেহ, বড় স্নেহ। কিন্তু সেই স্নেহের বশে কি এমন মন্তব্য করে ফেলা যায়?‌ তাও দেশের একজন সেরা অ্যাথলিটের নামে?‌ হয়ত, মন্তব্য করার সময়, এসব কিছুই ভাবেননি সলমন খানের বাবা সেলিম খান!‌ তাই বলিউডের এই বর্ষীয়ান চিত্রনাট্যকার আক্রমণ করে বসলেন মিলখা সিং-‌কে!‌
অলিম্পিকের গুডউইল অ্যাম্বাসাডর করা হয়েছে সলমন খানকে। তা নিয়েই প্রতিবাদ করেছিলেন মিলখা সিং। ব্যাপারটা সেলিম খান মানতে পারেননি। রেগে গিয়েছেন। এতটাই যে মিলখা সিং-‌কে কটাক্ষ করে পরপর টুইট করে বসেন!‌ কী কী লিখেছেন সেলিম খান?‌ ‘‌মিলখাজি, আপনি বলিউডের কথা বলেছিলেন। আপনাকে মনে করিয়ে দিচ্ছি, এটা বলিউড নয়। ফিল্ম ইন্ডাস্ট্রি। বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি। এই সেই ইন্ডাস্ট্রি যা কি না বিস্তৃতির আড়াল থেকে আপনাকে পুনরুত্থিত করেছে।’‌ এখানেই শেষ নয়। সেলিম খান আবার বড় মুখ করে ছেলের গুণকীর্তন করেছেন। বলেছেন, ‘‌সলমন খান হয়ত প্রতিযোগিতায় নামেনি। তবে ও ‘‌এ’‌ লেভেলের সাঁতারু, সাইক্লিস্ট এবং ভারোত্তলোক। ক্রীড়াবিদরা পারফর্ম করে, আমাদের মত ক্রীড়া রসিকরা আছে বলে।’‌ সেলিম খানের এই কথাগুলো হয়ত মিলখা সিং-‌এর কানে পৌঁছেছে। কিন্তু তিনি কোনও মন্তব্য করেননি। কী-‌ই বা করবেন?‌ কত লোকে, কত কী-‌ই তো বলে!‌ ‌‌‌

No comments:

Post a Comment