Labels
Labels
Wednesday, April 27, 2016
গোলশূন্য ম্যাচ, খুশি জিদান
নিষ্ফলা ড্র। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বে রিয়েল মাদ্রিদ গোলশূন্যভাবে খেলা শেষ করল ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে। গত কয়েকদিন ঘরেই এই ম্যাচকে ঘিরে ফুটবল মহলের উত্তেজনার পারদ চড়ছিল। এতে অবশ্য অবাক হওয়ার কোনও কারন নেই। কারন, ইউরোপীয় ক্লাব ফুটবলের সেরা টুর্নামেন্ট এখন শেষ ধাপে পৌঁছে গিয়েছে।
Labels:
চ্যাম্পিয়ন্স লিগ,
ফুটবল,
বিশ্ব,
ম্যাঞ্চেস্টার সিটি,
রিয়েল মাদ্রিদ
জেজের ৯৩ মিনিটের গোলে হার বাঁচল
মোহনবাগান ১ (জেজে) মেজিয়া ১ (আসাদুল্লা)
মোহনবাগানের উদ্দেশ্য সফল। কোচ সঞ্জয় সেন ও তাঁর ফুটবলারদের লক্ষ্য ছিল, জিততে না পারলেও মালদ্বীপের মাঠে মেজিয়ার বিরুদ্ধে যেন একটা পয়েন্ট অন্তত পাওয়া যায়। সেটাই হল। আসাদুল্লার গোলে পিছিয়ে পড়েও একবারে ম্যাচের অন্তিম লগ্লে সংযুক্তি সময়ে জেজের গোলে ১–১ করে মোহনবাগান এ এফ সি কাপের ম্যাচে মূল্যবান একটা পয়েন্ট তুলে নিয়ে গ্রুপ শীর্ষে থাকা নিশ্চিত করল।
গতি ধরে রাখতে চান গোতি
তিনি জানেন না বাদশার শহরে খেলা হলেও বাদশা মাঠে আসবেন কিনা। তা নিয়ে দলনেতার কোনও মাথাব্যথাও নেই। সপাটে বলেই ফেলেছেন, ‘জানি না শাহরুখ আসবেন কিনা। কে আসবেন আর কে আসবেন না, আমরা যখন মাঠে নামি তখন সেটা মাথায় থাকে না। আমরা দলবদ্ধ হয়ে মাঠে নামি। পেশাদারি মানসিকতা নিয়ে। তখন জেতার কথা ছাড়া মাথায় আর অন্য কিছু থাকে না।’ এমনভাবে গৌতম গম্ভীরই পারেন এ কথা বলতে। বুধবার বিকেলে ওয়াংখেড়ে অনুশীলনের আগে এভাবে বলে গেছেন নাইট–নেতা।
জমজমাট অনুষ্ঠানে সংবর্ধিত দীপা
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার রোটারি সদনে অনুষ্ঠিত হয়ে গেল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রত্যাশামতোই ক্রীড়াক্ষেত্রে সফল এবং প্রতিষ্ঠিত তারকারা যেমন একদিকে ছিলেন, তেমনই আরেকদিকে ছিলেন ভারতের ভবিষ্যৎ তারকারা, যাঁরা তিন মাসেই পরেই অলিম্পিকে নামবেন ভারতের পতাকা নিয়ে।
খেলার মতো রাজনীতিতেও পালাই না: বাইচুং
খেলার জগতের মানু্ষের রাজনীতিতে আসা পছন্দ করেন। নিজেও এসেছেন সেজন্য। কিন্তু এটা পছন্দ করেন না যে খেলা চলাকালীন কোনও ব্যক্তিত্ব রাজনীতিতে আসুন। যেমন, পছন্দ করছেন না মেরি কমের রাজ্যসভায় এখনই আসা। কারণ, মেরি কম এখনও খেলা ছাড়েননি। তিনি সময় দেবেন কীভাবে? যথার্থ প্রশ্ন তুেলছেন বিধানসভায় শিলিগুড়ির তৃণমূল প্রার্থী বাইচুং ভুটিয়া। বুধবার বিকেলে কলকাতার এক পাঁচতারা হোটেলে একটি সর্বভারতীয় চ্যানেলের ‘টক শো’–তে এমনই মন্তব্য করছেন বাইচুং।
Subscribe to:
Posts (Atom)