Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, May 10, 2016

তমলুকে দুর্ঘটনায় মৃত পিয়ারলেস ফুটবলার | আজকাল


তমলুক: তমলুকে খেলতে এসে পথ দুর্ঘটনায় মৃত্যু হল উত্তর ২৪ পরগনার প্রতিভাবান এক ফুটবলারের। রবিবার গভীর রাতে ৪১ নং জাতীয় সড়কে নন্দকুমার থানার টালিভাটা এলাকার এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তমলুকে। মৃত ফুটবলারের নাম আবদুল সাজাদ (‌২১)‌। তিনি কলকাতার পিয়ারলেস ক্লাবের খেলোয়াড়। বাড়ি টিটাগড়ের বড়কাঁঠালিয়া এলাকার শিউলি তেলেনি পাড়ায়।
মাস খানেক ধরে তমলুকের রাখাল মেমোরিয়াল ফুটবল ময়দানে হচ্ছিল তাম্রলিপ্ত কাপ ফুটবল টুর্নামেন্ট। প্রতি বছরের মত এবছরও টুর্নামেন্টের আয়োজন করে খেলাঘর ক্লাব। রবিবার বিকেলে ছিল ফাইনাল। প্যারিস ক্লাবের হয়ে তমলুকে খেলতে এসেছিলেন সাজাদ, স্বরূপ বিশ্বাস–সহ কলকাতার আরও ৭ ফুটবলার। প্রতিপক্ষ ক্যালকাটা পুলিস এফ সি–র কাছে পরাজিত হলেও ম্যান অফ দ্য ম্যাচ হন সাজিদ। রানার্স হওয়ার সুবাদে পিকনিকের আয়োজন করে প্যারিস ক্লাব কর্তৃপক্ষ। রাতে খাওয়ার পর বাইকে চড়ে মহিষাদলে এক বন্ধুর বাড়িতে দেখা করতে গিয়েছিলেন সাজাদ ও স্বরূপ। রাত সাড়ে ১১টা নাগাদ তমলুকে ফেরার পথে টালিভাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ডিভাইডারে ধাক্কা মারে। গুরুতর জখম হন সাজাদ ও স্বরূপ। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের তমলুক জেলা হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা সাজাদকে মৃত বলে ঘোষণা করেন। অন্য দিকে অবস্থার অবনতি ঘটলে স্বরূপকে কলকাতায় এন আর এসে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে সোমবার তমলুকে হাসপাতালের মর্গে এসে কান্নায় ভেঙে পড়েন সাজিদের বাবা শেখ আব্দুল খালেক ও দাদা আব্দুল আজিজ। বিকেলে তমলুক জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। প্যারিস ক্লাবে শেষ শ্রদ্ধা জানানোর পর সাজিদকে চোখের জলে বিদায় জানান তমলুকবাসী।‌‌

No comments:

Post a Comment