Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, April 18, 2016

মরগ্যানের দিকে তাকিয়ে লাল-হলুদ জনতা

এখনও ফিট নন মেন্ডি, দলে ফিরছেন অর্ণব

আই লিগে একটি ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে বেঙ্গালুরু এফ সি। কিন্তু অবনমনের লড়াই কিন্তু জমজমাট। একটা সময়ে মনে হয়েছিল আগামী রবিবার ইস্ট বেঙ্গল ও লাজংয়ের ম্যাচটি খেতাব নির্ধারক ম্যাচ হতে পারে। কিন্তু ভাগ্যের পরিহাসে সেই ম্যাচটি অবনমন বাঁচানোর লড়াইয়ে পরিণত হয়েছে। 

মোহন বাগানে লড়াই শুরু ঘুরে দাঁড়ানোর


হাতের কাছেও এসে স্পর্শ করা হল না আই লিগ। স্বভাবতই আপশোস রয়েছে মোহন বাগান শিবিরে। সোমবার সকালে শতাব্দীপ্রাচীন তাঁবুতে উপস্থিত হাতে গোনা কয়েকজন সমর্থককেও বলতে শোনা গেল, ‘বেঙ্গালুরুর বিরুদ্ধে সালগাওকর ড্র করতে পারলে আমাদের শেষ সুযোগ থাকত। কিন্তু সেটাও হল না। ঠিক আছে, পরের বছর আবার হবে।’

শের-ই-পঞ্জাব বধে নাইট ওষুধ ক্ষুধার্ত গম্ভীর - প্রিয়দর্শিনী রক্ষিত

ক্রিকেট পাঠক, কিছুক্ষণের জন্য ক্রিকেটের কথা ভুলে যান। ধরুন, আইপিএল টিম মালিকদের নিয়ে আলাদা একটা আইপিএল হচ্ছে। যে লিগে যুদ্ধ ব্যাটে-বলে প্রতিভার নয়। যে লিগে বিচার্য টিমের প্রতি আবেগ, আর অতি অবশ্যই টিম মালিকের গ্ল্যামার কোশেন্ট। লিগের দুই ফাইনালিস্ট খুঁজে নিতে খুব অসুবিধে হচ্ছে কি?

নারিনকে নিয়ে পুলে সূর্যকুমার যাদবের ট্যাটু প্রদর্শন। ছবি:টুইটার।

এঙ্গেলের অ্যাকাডেমিতে প্রস্তুতি মৌমার

দু’দশকের কেরিয়ারে অনেক শৃঙ্গে উঠেছেন। সাফল্যের শৃঙ্গ। আবার খাদের মুখেও পড়েছেন। মনে হয়েছে আর হয়তো পারবেন না এগোতে। এখানেই চূড়ান্ত পতন। কখনও সেই খাদের কখনও নাম ফর্ম, কখনও ফিটনেস, কখনও মোটিভেশন। কিন্তু খাদগুলো যতই গভীর হোক, হার মানেননি। বারবার ঘুরে দাঁড়িয়েছেন। মাথায় তখন একটাই মন্ত্র ঘুরপাক খেয়েছে— খেলাটাকে শুধু ভালবেসে, আঁকড়ে ধরে আরও যত দূর এগোনো যায়, যাব।

মোহনবাগান কোচ চ্যালেঞ্জ ছুড়ে বসলেন চ্যাম্পিয়ন দলকে

আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে বেঙ্গালুরুকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গত বারের চ্যাম্পিয়ন দলের কোচ।
সোমবার নিজেদের মাঠে প্র্যাকটিসের পর বাগান কোচ সঞ্জয় সেন বলে দিলেন, ‘‘মোহনবাগান, না বেঙ্গালুরু, কাদের ধারাবাহিকতা বেশি ভাল, কারা ভাল টিম ফেড কাপের পরেই প্রমাণ হয়ে যাবে।’’

ঝামেলা পাকানোর ফুটবলার আছে টিমে

বিশ্বজিতের পাশে বিস্ফোরক রান্টি

বিশ্বজিৎ ভট্টাচার্যের তীব্র সমালোচকের নাম র‌্যান্টি মার্টিন্স।
একইসঙ্গে তাঁর সদ্য প্রাক্তন কোচের সমর্থকও লাল-হলুদের নাইজিরিয়ান গোলমেশিন।
একই দিনে দুই অবতারে র‌্যান্টি!
পথ দূর্ঘটনায় প্রাণ হারালেন বাংলার প্রাক্তন মহিলা ক্রিকেটার চন্দ্রাবতী পাল৷ ৪০ বছর বয়সেই নিভে গেল তাঁর জীবনের শিখা
চন্দ্রাবতী ক্যালকাটা পার্সি ক্লাবে কোচিং করাতেন৷ সিএবি অধীনস্ত হাওড়া জেলার কোচিংয়ের দায়িত্বে ছিলেন৷ সিএবি-র তরফে খবর, শনিবার সকালে রেড রোডের ওপর দিয়ে মোটরবাইকে যাচ্ছিলেন তিনি৷ সেই সময়ই একটি বাস এসে ধাক্কা মারে তাঁকে৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসতাপালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হার মানেন তিনি৷ ঘটনায় দুঃখপ্রকাশ করে এক সিএবি আধিকারিক বলেন, "অত্যন্ত দুঃখের খবর৷ দু'দিন আগেই ওঁর সঙ্গে সিএবি-তে দেখা হয়েছিল৷ কখনও কোনও বিষয়ে তর্ক করতেন না৷ মুখে সবসময় একটা হাসি ধরে রাখতেন৷"

১৫ বছর বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এই মহিলা ক্রিকেটার৷ পূর্বাঞ্চলের হয়েও বেশ কয়েকবার বাইশ গজে নেমেছেন৷ অবসরের পরই কোচিংয়ে ঢুকে পড়েছিলেন৷ সিএবি-র তরফে তাঁর পরিবারের প্রতি সহানুভূতি জানানো হয়েছে

নতুন সর্বভারতীয় বক্সিং সংস্থা গঠিত হল

রিও ওলিম্পিকসে যোগ্যতা অর্জনকারী বক্সাররা যাতে গেমসে যোগ দিতে পারেন সেই জন্য নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নতুন ভাবে গঠিত হল ভারতীয় বক্সিং ফেডারেশন। নিয়ম অনুযায়ী ১১ হাজার টাকা জমা দিয়ে এই নতুন সংস্থার নাম নথিভুক্ত করেছে ৩৬টি ইউনিট। মোট ৩৪ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন বক্সিং ফেডারেশনের এই সভায়। আন্দামান-নিকোবর ও গুজরাতের প্রতিনিধিরা অনিবার্য কারণে আসতে না পারলেও ই-মেল মারফত নতুন সংস্থায় যোগ দেওয়ার সম্মতি জানিয়েছে।

মরিনহোর দাবি, ম্যান ইউ’র দায়িত্ব নিচ্ছেন

লন্ডন, ১৭ এপ্রিল: চেলসি থেকে বরখাস্ত হওয়ার পর থেকেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন হোসে মরিনহো। আগামী মরশুমে প্যারি সাঁ জাঁ’র কোচ হওয়ার প্রস্তাব রয়েছে তাঁর কাছে। কিন্তু সূত্রের খবর, ঘনিষ্ঠজন এবং পিএসজি’র কর্তাদের ইতিমধ্যেই মরিনহো জানিয়ে দিয়েছেন, আগামী মরশুমে তিনি ম্যান ইউয়েরই দায়িত্ব নিয়েছেন। পর্তুগিজ কোচের এই মন্তব্য নিয়ে বিশ্ব ফুটবল তোলপাড়। 

আজ শহরে ট্রেভর মরগ্যান

ট্রেভর জেমস মরগ্যান আজ রাতেই সিঙ্গাপুর হয়ে কলকাতায় আসছেন। মঙ্গলবার তাঁর সঙ্গে ইস্ট বেঙ্গল কর্তারা আলোচনায় বসতে পারেন বলে রবিবার ইঙ্গিত দিলেন ইস্ট বেঙ্গলের ফুটবল সচিব। মঙ্গলবার মরগ্যানকে ইস্ট বেঙ্গল অনুশীলনেও দেখা যেতে পারে। ফুটবল সচিব বললেন, ‘আমাদের সঙ্গে মরগ্যানের কোনও চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। আমরা চাইছি ২০১৭ সালের ২১ মে পর্যন্ত মরগ্যানের সঙ্গে চুক্তি করতে। সব কথা ই-মেলে হয় না। মুখোমুখি আলোচনা হলে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। তখন আর্থিক বিষয়টিও চূড়ান্ত হবে।’

এর পিছনে চক্রান্ত রয়েছে - অ্যালভিটো

বারাসতে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলেন সমর্থকরা। যার জেরে অভিমানী ইস্টবেঙ্গলের ঘরের ছেলে অ্যালভিটো ডি’কুনহা। বললেন, ‘‘ক্লাব কর্তারা চলে যেতে বললে কালই কলকাতা ছেড়ে গোয়া চলে যাব।’’ কোচ নিয়ে প্রত্যেক বার বিতর্ক তাঁকে তাড়া করে কেন জানতে চাইলে অ্যালভিটো বলেন, ‘‘ইস্টবেঙ্গলে আমি অতটা শক্তিধর নই যে আমি কোচ তাড়ানোয় কলকাঠি নাড়ব।’’ সঙ্গে তিনি আরও বলেন, ‘‘যে সমর্থকরা বারাসতে বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁদের কেউ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আমার বিরুদ্ধে চালনা করছেন। এর পিছনে চক্রান্ত রয়েছে।’’

পিছন থেকে বিশুদাকে ছুরি মারিনি - স্যামি ওমোলো

ইস্টবেঙ্গলে আই লিগ না আসায়  মনমরা লাল-হলুদের সহকারী কোচ স্যামি ওমোলো। বিশ্বজিৎ জমানায় ইস্টবেঙ্গলের পারফরম্যান্স, অ্যালভিটো থেকে মেহতাব— এ সব নিয়ে রবিবার বিকেলে বাড়িতে  একান্ত আড্ডা দিলেন স্যামি।

বেঙ্গালুরুতে লিগ, কলকাতার স্বপ্নভঙ্গ

বেঙ্গালুরু-২ : সালগাওকর-০

(লিংডো, লেন)
শুরুর আট ও শেষের চার মিনিটের ঝড়েই কেল্লা ফতে! ঘরের মাঠে হারানো জমি ফের পুনরুদ্ধার তো হলই, এক ম্যাচ বাকি থাকতে আই লিগ চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি। মোহনবাগানের বিরুদ্ধে এখন স্রেফ নিয়মরক্ষার ম্যাচই পড়ে থাকল শিলিগুড়িতে।