এখনও ফিট নন মেন্ডি, দলে ফিরছেন অর্ণব
আই লিগে একটি ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে বেঙ্গালুরু এফ সি। কিন্তু অবনমনের লড়াই কিন্তু জমজমাট। একটা সময়ে মনে হয়েছিল আগামী রবিবার ইস্ট বেঙ্গল ও লাজংয়ের ম্যাচটি খেতাব নির্ধারক ম্যাচ হতে পারে। কিন্তু ভাগ্যের পরিহাসে সেই ম্যাচটি অবনমন বাঁচানোর লড়াইয়ে পরিণত হয়েছে।