অনুশীলনের মাঠ নেই। কারণ, পুনেতে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে শুক্রবার ধোনি বনাম কোহলির ম্যাচ। সেই কারণে অনুশীলনের মাঠ পায়নি কলকাতা নাইট রাইডার্স শিবির। তাই ক্রিকেট ছেড়ে সিনেমায় মন দিয়েছেন গৌতম গম্ভীররা।
দলের কর্ণধার শাহরুখ খানের নতুন সিনেমা ‘ফ্যান’ দেখতে গেলেন সবাই মিলে। রবিবার ধোনির রাইজিং পুনে সুপারজায়েন্টের বিরুদ্ধে খেলতে নামবেন গম্ভীররা। মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবকে হারিয়ে দিনদুয়েক আগেই পুনেতে পৌঁছে যান নাইট ক্রিকেটাররা। পুনেতে পৌঁছে মূলত বিশ্রামেই ছিল কলকাতা নাইট রাইডার্স। তবে, বৃহস্পতিবার স্টেডিয়ামে শুধু বোলারদের নিয়ে অনুশীলনে গিয়েছিলেন নাইট বোলিং কোচ ওয়াসিম আক্রাম। সেখানে তিনি বোলারদের আরও নিখুঁত করে তোলার চেষ্টা করেন। এবারের আই পি এলে নাইট বোলারদের পারফরমেন্স সত্যি প্রশংসনীয়। ধোনি, ডুপ্লেসিস, স্টিভ স্মিথের মতো ব্যাটসম্যানদের বিরুদ্ধে কীভাবে আরও আঁটসাঁট বোলিং করা যায় তা নিয়ে দীর্ঘক্ষণ বোলারদের সঙ্গে আলোচনা করেন বোলিং কোচ ওয়াসিম আক্রাম। এবারের আই পি এলে নাইট রাইডার্সের ব্যাটিং বিশেষত ওপেনিং জুটি ক্লিক করায় মিডল অর্ডারকে খানিকটা নিশ্চিন্ত দেখাচ্ছে। তবে, প্রতি ম্যাচেই ওপেনাররা যে সফল হবেন তার কোনও গ্যারান্টি নেই। সেজন্য মিডল অর্ডারকে তৈরি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার চূড়ান্ত অনুশীলনে নিজেদের ঝালিয়ে নেবেন গম্ভীররা। ধোনিদের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নিতে পারলে লিগ টেবিলে অনেকটা নিরাপদ জায়গায় পৌঁছে যাবে নাইট রাইডার্স। সেই লক্ষ্যেই অটুট নাইট–শিবির।
No comments:
Post a Comment