Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, April 17, 2016

ত্রিপুরার বাঙালি মেয়ে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে অলিম্পিক্সে

অলিম্পিক্সে আরও একটা বিভাগে নাম জুড়তে চলেছে ভারতের। প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে রিও অলিম্পিক্সের জন্য কোয়ালিফাই করলেন বাঙালি মেয়ে দীপা কর্মকার। রবিবার রিও ডি জেনেইরো-তে  ফাইনাল কোয়ালিফায়ার অ্যান্ড অলিম্পিক টেস্ট ইভেন্টে মহিলাদের শৈল্পিক জিমন্যাস্টিক চারটি বিভাগ মিলিয়ে নবম স্থানে শেষ করেন দীপা। তাঁর সম্মিলিত স্কোর ৫২.৬৯২।

বিরাটের হতাশার রাত, ধোনির দুঃখের দিন,

রবিবারের দিনটা হওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেটের দুই মেগা তারকার। দুপুরটা ধোনির, রাতটা কোহালির। কিন্তু অভাবনীয় ভাবে আইপিএলের দুই ফেভারিট দলই হেরে গেল এ দিন। মোহালিতে কিংগস ইলেভেন পঞ্জাবের কাছে পুণে সুপারজায়ান্টস হারল ৬ উইকেটে। 

জাডেজা বিয়ে করতে গেলেন তলোয়ার ঘুরিয়ে

রাজপুত বিয়ে বলে কথা। একটু নাচা-গানা হবে না, তাই হয় নাকি! তার উপর পাত্র রবীন্দ্র জাডেজার মতো জনপ্রিয় ভারতীয় ক্রিকেটার। তাই উদ্দাম উৎসব চলছিল মেজাজেই। তার আগে সঙ্গীত অনুষ্ঠানে জাডেজা স্বয়ং তলোয়ার নিয়ে নানা কসরৎ দেখিয়ে থ করে দিয়েছেন সবাইকে। নানা ভঙ্গিমায় শরীরের আশপাশে পেশাদার ফেন্সারদের মতো বিদু্ৎ গতিতে তলোয়ার ঘোরাচ্ছেন জাড্ডু, আর তাঁর উপর কেউ কেউ ওড়াচ্ছেন টাকা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার সঙ্গে ঝটপট টুইট, শেয়ার, রিটুইট হতেও সময় লাগেনি।