Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, April 24, 2016

চ্যাম্পিয়ন ভিডিওকন আকাডেমি


প্রচণ্ড গরম উপেক্ষা করেও সারাদিন ধরে অনূর্ধ্ব ১৪–র ক্রিকেটাররা যেভাবে খেলে গেল তা দেখে সাধুবাদ না দিয়ে থাকতে পারলেন না অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি বলেই ফেললেন, ‘এই মুহূর্তে কলকাতায় যা গরম চলছে তা সত্ত্বেও বাচ্চা বাচ্চা ছেলেরা যেভাবে খেলল তা দেখে অভিনন্দন জানাতেই হচ্ছে।’
রবিবার বিকেলে মেনল্যান্ড সম্বরণ আকাডেমির মাঠে সারা বাংলা অ্যাডামাস ইউনির্ভাসিটি কাপের ফাইনাল শেষে চাঁদের হাট। মঞ্চে কে নেই? প্রসেনজিৎ তো ছিলেনই। ছিলেন গার্গী রায়চৌধুরি, অগ্নিমিত্রা পাল, পরমব্রত চ্যাটার্জি, গায়ক অনিন্দ্য চ্যাটার্জি, দীপ দাশগুপ্ত, ঝুলন গোস্মামী, স্নেহাশিস গাঙ্গুলি, সি এ বি–র অন্যতম যুগ্ম সচিব সুবীর গাঙ্গুলি এবং অ্যাডামাস গ্রুপের কর্ণধার সমিত রায়। ঘোষকের ভূমিকায় স্বয়ং সম্বরণ। মঞ্চের সকলেই সাধুবাদ জানালেন ক্রিকেটারদের তো বটেই পাশাপাশি প্রতি বছর এমন প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার জন্য সম্বরণকেও। ফাইনালে ভিডিওকন ২২ ইয়ার্ড  ৮০ রানে হারাল অশোক মালহোত্রা আকাডেমিকে। ফাইনালের সেরা হয়েছে ভিডিকন আকাডেমির সৌম্যদীপ পোদ্দার (১০৮)। প্রতিযোগিতার সেরা হয়েছে ভিডিওকনেরই লেগ স্পিনার সিদ্ধার্থ সিং। ফাইনালের পর সম্বরণ নিজের ইচ্ছের কথাও জানান। ‘এই প্রতিযোগিতাটি আমার ইচ্ছে রয়েছে ৪৫ ওভারের পরিবর্তে  দু’দিনের ম্যাচ হিসেবে খেলানো। সময়সাপেক্ষ হলেও প্রতিযোগিতাটি দু’দিনের ফর্ম্যাটে নিয়ে যেতে পারলে সত্যি ভবিষ্যতের জন্য ছেলে তৈরি হবে।’‌‌‌

No comments:

Post a Comment