সদ্য বাবা হয়েছেন। বান্ধবী আর সদ্যোজাত সন্তানের পাশে থাকতে দেশে ফিরে গিয়েছেন তিনি। বাবা তো হয়েছেন, সন্তানের কী নাম রাখবেন? না, সময় নষ্ট না করে, গেইল ইতিমধ্যেই নাম ঠিক করে ফেলেছেন। ইনস্টাগ্রামে মেয়ের নামও জানিয়ে দিলেন। কী নাম রেখেছেন নতুন বাবা? ‘ব্লাশ’। গেইল মেয়ের নাম জানানোর পর, সোস্যাল নেটওয়ার্কেই লিখেছেন, ‘মেয়ে আমার কাছে, জীবনের সবচেয়ে সুন্দর উপহার। সবাই এমন একটা উপহার, একদিন পেতে চায়।’ মেয়েকে নিয়ে বাবা-র এই আবেগের সত্যিই কোনও সংজ্ঞা হয় না।
Source -Aajkal
Source -Aajkal

No comments:
Post a Comment