Labels
Labels
Sunday, April 24, 2016
জন্মদিনে খুদেদের সঙ্গে ক্রিকেট শচীনের
মুম্বই: জন্মদিনেও ব্যাট হাতে শচীন তেন্ডুলকার। তবে কোনও প্রতিযোগিতামূলক কিংবা প্রদর্শনী ম্যাচে নয়। মু্ম্বইয়ের এম আই জি ক্লাবে খুদেদের সঙ্গে ক্রিকেট খেললেন এই কিংবদন্তী ক্রিকেট তারকা। শচীনের ৪৩ তম জন্মদিন উপলক্ষ্যে ‘মেক–এ–উইশ ইন্ডিয়া’ নামে একটি সংস্থা খুদেদের নিয়ে একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল। শচীন তাদের সঙ্গে খেলা ছাড়াও শিশুদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং নিয়ে নানা পরামর্শ দেন। নিজের ফেসবুকে শিশুদের সঙ্গে সময় কাটানোর ছবিও পোস্ট করেছেন শচীন।
Subscribe to:
Posts (Atom)