দুজনের সম্পর্ক নিয়ে ক্রিকেট মিডিয়া কম জল্পনার জন্ম দেয়নি। বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। কয়েক মরসুম আগে আই পি এলের উঠোনেই দুজনের ঠোকাঠুকি রাতারাতিই হয়ে উঠেছিল ভারতীয় ক্রিকেট মহলের গভীর চর্চার বিষয়। সময় গড়িয়েছে, থিতু হয়েছে টেনশনের চোরাস্রোত।
এবারের আই পি এলে গম্ভীর, বিরাট- দুজনেই স্বপ্নের ফর্মে। এবং কে কে আর অধিনায়ক খোলামেলা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন আর সি বি ক্যাপ্টেনকে! নির্দ্বিধায় জানালেন গম্ভীর যে ব্যাট হাতে কোহলির ইদানীংকার দুরন্ত ফর্মের আসল কারন ঈর্ষনীয় ধারাবাহিকতা। গম্ভীরের ব্যখ্যা,‘আত্মবিশ্বাস যে কাউকে অনেক দূর এগিয়ে দিতে পারে। বিরাটের ক্ষেত্রেও সেটাই হয়েছে। নিজের ফর্ম ধরে রাখতে মরিয়া শুধু নয়, ও বিশ্বাস করে ছন্দটা ধরে রাখতে পারবে। অবশ্যই ধারাবাহিকতাও একটা বড় ব্যাপার। এবং কোনও সন্দেহ নেই বিরাট রোজই প্রমান করে দিচ্ছে যে ও কতটা ধারাবাহিক। সব ক্রিকেটারই আপ্রান চেষ্টা করে নিজের ফর্ম এবং ধারাবাহিকতা বজায় রাখতে। বিরাট সেটা করে দেখাচ্ছে এবং আশা করি এই ছন্দটা ধরে রাখতে পারবে।’
No comments:
Post a Comment