Friday, April 22, 2016

ধোনি আর সুশান্তের আগ্রহ এক, ‘‌বাইক’‌!‌

তাঁরা দু’‌জনেই ‘‌ধোনি’‌!‌ একজন বাস্তবের। অন্যজন পর্দার। ‘‌এম এস ধোনি-‌অ্যান আনটোল্ড স্টোরি’‌, শিগগিরি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। ‘‌ক্যাপ্টেন কুল’‌-‌এর চরিত্রটি হুবহু তুলে ধরতে অনেক কাঠখড় পুড়িয়েছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। 


কখনও সময় কাটিয়েছেন রাঁচিতে গিয়ে ধোনির বাড়িতে। কখনও মাহির বন্ধুদের সঙ্গে রেলের কোয়ার্টারে। ঘণ্টার পর ঘণ্টা মাঠে ঘাম ঝরিয়েছেন, ঠিক যেভাবে ধোনি নিজেকে তৈরি করেন, সেভাবেই। একজন অভিনেতার দায়িত্ব চরিত্রের গভীরে গিয়ে তাঁকে ফুটিয়ে তোলা। যাতে দেখে মনে হয়, সত্যি সত্যিই যাঁর চরিত্রে অভিনয় করছেন, পর্দায় যেন তিনিই হাজির হয়েছেন। বায়োপিকে এই দায়িত্বটা আরও বেশি থাকে একজন অভিনেতার। সুশান্ত সেই দায়িত্ব ঠিকঠাক পালনের জন্য, সব চেষ্টাই করেছেন। অভিনয় করতে করতেই ধোনির সঙ্গে অদ্ভুত এক সম্পর্কও তৈরি হয়েছে তাঁর। একে-‌অন্যের শুধু বন্ধু নন। এখন সুশান্ত আর ধোনি— দু’‌জনের সম্পর্কের গভীরতার অন্য এক রহস্যও আছে। কী সেটা?‌ মোটরবাইক। দিন কয়েক আগে ধোনি আর সুশান্তের দেখা হয়েছিল। যথারীতি আলোচনায় চলে এসেছিল বাইক। আর সেই বাইক নিয়ে প্রথম দিনের অভিজ্ঞতা একে-‌অন্যের সঙ্গে ভাগ করে নেন। প্রথম মোটরবাইক কিনতে বেশ অনেকদিন সময় লেগেছিল ধোনির। আসলে সেই সময় হাতে মোটরবাইক কেনার টাকা ছিল না। সুশান্তের জীবনেও একই ঘটনা ঘটেছিল। প্রথম যে মোটরবাইকটি কিনেছিলেন, তা নতুন নয়। পুরনো মোটরবাইক। হন্ডা সি বি আর। ছাত্র পড়িয়ে এই যে টাকা জমিয়েছিলেন, তা দিয়ে কিনেছিলেন। সুশান্ত বলেছেন, ‘‌মোটরবাইক ধোনির খুব পছন্দ। আমারও তাই। আর দু’‌জন বাইক-‌প্রেমী যখন গল্প করতে শুরু করে, আলোচনা কত দীর্ঘ হতে পারে, বুঝতেই পারছেন।’‌ ‌‌
সোর্স  - আজকাল

No comments:

Post a Comment