পিছু হটলেন জ্যাক ক্যালিস। মঙ্গলবার যে টুইটে উগরে দিয়েছিলেন একরাশ ক্ষোভ, সেটিকেই প্রত্যাহার করে নিলেন। ক্রিকেট–সহ চারটি খেলার দেশীয় ফেডারেশনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দক্ষিণ আফ্রিকা সরকার।
কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করার দাবি জানাতে পারবে না ফেডারেশনগুলি, এমনটা শোনার পর ক্যালিস বলেছিলেন, নিজেকে দক্ষিণ আফ্রিকার নাগরিক ভাবতে ‘লজ্জা’ করছে তাঁর। কিন্তু একদিনের মধ্যেই নাইট কোচের টুইটার ‘পেজ’ থেকে মুছে দেওয়া হল বার্তাটি।
No comments:
Post a Comment