Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, April 28, 2016

ডোনাল্ডের মুখে রিভার্স সুইং


নতুন দায়িত্ব। নতুন চ্যালেঞ্জ‌। এবং, বরাবরের মতই সফল হওয়ার জন্য মুখিয়ে তিনি। তিনি অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার শুধু নয়, ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা পেস বোলারদের অন্যতম। বুধবারই আনুষ্ঠানিকভাবে ক্রিকেট অস্ট্রেলিয়া আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য ডোনাল্ডকে জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত করেছে।
স্মিথরা লঙ্কা সফরে যাবেন আগামী জুলাইয়ে। তবে, তার অনেক আগে থেকেই বলা ভালো দায়িত্ব পাওয়ার পর থেকেই ডোনাল্ড নিজের মত করে ভাবতে শুরু করেছেন ঠিক কোন পথে এগোবেন। উপমহাদেশের উইকেট পেস বোলারদের তেমন সহায়তা করে না বিলক্ষণ জানা ‘‌সাদা বিদ্যু‌ৎ’‌-‌এর। সেজন্যই অসি বোলারদের কোচের দায়িত্ব নেওয়ার পর সাফ জানিয়ে দিলেন জোর দেবেন ‘‌রিভার্স সুইং’‌-‌এর ওপর। ডোনাল্ডের কথায়,‘‌কোথায় খেলা হচ্ছে, পিচ কেমন এসবগুলোও তো ক্রিকেটে গুরুত্ব পায়। উপমহাদেশে আদ্রতাও একটা সমস্যা। তবে, রিভার্স সুইং যে সবচেয়ে কার্যকরী হতে পারে এ একেবারে ধ্রুবসত্য। আক্রম, ওয়াকারদের বিরুদ্ধে বহু ম্যাচ খেলেছি। ওরা ব্যাপারটাকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিল। অসি পেসারদের কাছে রিভার্স সুইং অজানা কিছু নয়। তবে, আরও মাজাঘষা, আরও মেরামতি দরকার। ওদের সঙ্গে এটা নিয়েই পড়ব।’‌ ‌

No comments:

Post a Comment