Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, April 28, 2016

জিকা থেকে বাঁচতে অ্যাথলিটদের বিশেষ পোশাক!


রিও অলিম্পিক আর জিকা ভাইরাস। সারা বিশ্বের অ্যাথলিটদের ভাবনায় এখন এই দুটি বিষয়। নিজেদের দেশের অ্যাথলিটদের জিকা ভাইরাসের প্রকোপের হাত থেকে বাঁচাতে, অদ্ভুত এক উদ্যোগ নিয়ে ফেলল দক্ষিণ কোরিয়া।
অলিম্পিকে তাঁদের দেশের অ্যাথলিটদের জন্য বিশেষ ধরনের জার্সি তৈরি করেছে তাঁরা। রিও অলিম্পিকের সময় দক্ষিণ কোরিয়ার অ্যাথলিটরা ফুল হাতা জামা, ফুল প্যান্ট পরবেন। এই পোশাকটিতে ডাই করে লাগানো হয়েছে মশা রোধক ওষুধ!‌ যাতে কোনওভাবেই অ্যাথলিটদের শরীরে মশা কামড়াতে না পারে, এমনকি বসতেও না পারে। মশা-‌বাহিত রোগই এই জিকা ভাইরাস। উদ্বোধনী অনুষ্ঠান, ট্রেনিংয়ের সময়, গেমস ভিলেজে থাকাকালীন অ্যাথলিটরা এই পোশাক পরবেন। কোরিয়ান অলিম্পিক কমিটি একথা জানিয়েছে। ইভেন্টের সময় অ্যাথলিটরা মশা রোধক ওষুধ গায়ে আলাদা করে স্প্রেও করতে পারবেন বলে জানা গিয়েছে। দক্ষিণ কোরিয়ার এক প্রতিনিধি দল এ মাসের শুরুর দিকেই রিও গিয়েছিল। সেখানকার হাসপাতাল ঘুরে দেখেছে। পাশাপাশি খবর নিয়েছে, জিকা ভাইরাস থেকে বাঁচতে ব্রাজিল কী কী উদ্যোগ নিচ্ছে। ‌

No comments:

Post a Comment