Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 25, 2016

আগামী মরশুমেও গার্সিয়া । বর্তমান


নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি,২৫ মে: পাঁচ বছরে ট্রফির খরা কাটিয়ে মোহন বাগানে যে পরপর দুই মরশুমে আই লিগ আর ফেড কাপ ঢুকল তার জন্য অনেকটা প্রশংসাই প্রাপ্য ব্রাজিলিয়ান ফিজিক্যাল ট্রেনার গার্সিয়ার। নির্দয় ক্রীড়াসূচির পরও তিনি দলটিকে তরতাজা রেখেছিলেন ফিজিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে।
গতবছর ৩১ মে তিনি বেঙ্গালুরুতে থাকতে পারেননি। ম্যাচটি দেখেছিলেন ইউনাইটেডের টিম ডাক্তারের বাড়িতে। চ্যাম্পিয়ন হওয়ার পর কেঁদে ফেলেছিলেন। পরদিন দমদম বিমানবন্দরে গার্সিয়াকে ঘিরে সমর্থকদের আবেগ ছিল দেখার মতো। শহর ছাড়ার আগে গার্সিয়া বলছিলেন, ‘লাস্ট মিশন কমপ্লিট হল না। আবহাওয়া আমাদের প্রতিকূলে ছিল। এখানে চারটি ম্যাচ খেললাম। আর্দ্রতা ছিল মঙ্গলবারই সবথেকে বেশি। বেশ কিছু ফুটবলার দীর্ঘদিন খেলেনি। শেষ দিকে আর পারল না ওঁরা।’ গার্সিয়া বললেন, ‘অর্থ সচিব সব সময়েই যোগাযোগ রেখে গিয়েছে। ২০১৭ সালের ৩১ মে পর্যন্ত চুক্তি আছে। অবশ্য এক্সিট ক্লজও ছিল। দেবাশিস বলেছে ক্লাব চুক্তিকে সম্মান দেবে। আর মোহন বাগান ছেড়ে কোথায় যাব? সুখে-দুঃখে ভালোই কাটল দুই বছর।’ যথারীতি আবেগতাড়িত গার্সিয়া। সঞ্জয় সেন দায়িত্বে থাকার অর্থ শঙ্করলাল চক্রবর্তী, অর্পণ দে, অভিনন্দন চ্যাটার্জি সহ সাপোর্ট স্টাফদের গোটা টিমটারই থেকে যাওয়া নিশ্চিত।

No comments:

Post a Comment