Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, April 23, 2016

ফর্মে নাদাল

চোট আর খারাপ ফর্মে জেরবার ছিলেন গত মরসুম জুড়ে। এবার যে নতুন করে শুরু করতে চান গোড়াতেই জানিয়েছিলেন। যেমন বলা, তেমনই কাজ। গত সপ্তাহে মন্টে কার্লো ওপেনে ট্রফি জেতার পর বার্সিলোনা ওপেনেও জয়রথ অব্যাহত রাফায়েল নাদালের। ইতালির ফ্যাবিও ফোগনিনিকে ৬-‌২, ৭-‌৬(‌‌১)‌‌ হারিয়ে টুর্নামেন্টের শেষ চারে উঠলেন রাফা। প্রথম সেটে সহজে জিতলেও দ্বিতীয় সেটে লড়াই হল হাড্ডাহাড্ডি। ম্যাচ জিতে খুশি, তবে ট্রফি জয়ের খিদেটা আরও বেড়ে গিয়েছে নাদালের।‌

No comments:

Post a Comment