Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Wednesday, May 18, 2016

অধিনায়কত্বের প্রস্তাব দিয়ে নর্ডিকে রাখতে মরিয়া কর্তারা | এবেলা

মঙ্গলবার সকালে ইডেনের জিমে ফিটনেস ট্রেনিং সেরে ক্লাব তাঁবুতে ফিরছেন নর্ডি। সঙ্গী জেজে ও শিলটন
আগামী মরসুমে দলগঠনের জন্য ইস্টবেঙ্গল কর্তারা যখন কোচ ট্রেভর জেমস মর্গ্যানের দিকে তাকিয়ে রয়েছেন, তখন নিঃশব্দে দল গুছিয়ে নেওয়ার কাজ শুরু করে দিল মোহনবাগান। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা বিদেশি সনি নর্ডিকে আগামী মরসুমেও ধরে রাখতে নেমে পড়লেন সবুজ-মেরুনের শীর্ষ কর্তারা। সূত্রের খবর শুধুমাত্র লোভনীয় আর্থিক প্রস্তাবই নয়, নর্ডিকে আগামী মরসুমে অধিনায়ক হওয়ার প্রস্তাবও দেওয়া হচ্ছে। যদিও নর্ডির চেয়ে ক্লাবে সিনিয়র হলেন কাতসুমি ইউসা 

আগামী মরসুমে প্রথম ফুটবলার হিসাবে নর্ডিকেই চুক্তিবদ্ধ করতে চাইছেন কর্তারা। ঘনিষ্ঠমহলে নর্ডিও প্রস্তাবের কথা স্বীকার করেছেন। যদিও মঙ্গলবার বললেন, ‘‘আপাতত ফেডারেশন কাপ নিয়েই ভাবছি। চ্যাম্পিয়ন না হওয়া পর্যন্ত অন্য বিষয় নিয়ে কথা বলতে রাজি নই।’’


প্রাথমিকভাবে মোহনবাগানের এক শীর্ষ কর্তা নর্ডির সঙ্গে আলোচনা শুরু করেছেন। সবুজ-মেরুন অন্দরমহলের খবর, নর্ডির জন্য বেঙ্গালুরু এফসি এবং ইস্টবেঙ্গলের নজর থাকতে পারে অনুমান করে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে। গত মরসুমে আইএসএলে মুম্বই সিটি এফসি-তে সই করেছিলেন নর্ডি। আইএসএল খেলার পর তিনি লোনে সই করেছিলেন মোহনবাগানে। নর্ডির ব্রাজিলীয় এজেন্ট রবের্তো সিলভা (বেটো)-র সঙ্গে কথা বলে এবার অন্যভাবে ঘুঁটি সাজাতে চাইছেন কর্তারা। নর্ডিকে এক বছরের চুক্তিতে মোহনবাগানে সই করানোর চেষ্টা চলছে। এরপর ক্লাব মারফত আইএসএলের ফ্র্যাঞ্চাইজিতে সই করানোর পরিকল্পনা রয়েছে। 


তবে গোটা মরসুমের জন্য হাইতির তারকার আর্থিক দাবি নিয়ে বেশ চিন্তায় রয়েছেন কর্তারা। কারণ এখনও স্পনসর না থাকা মোহনবাগানের আর্থিক অবস্থা মোটেও ভাল নয়। আইএসএল না খেলা ফুটবলারদের মোটা পেমেন্ট বাকি রয়েছে। এই অবস্থায় নর্ডিকে চুক্তিবদ্ধ করতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন। ক্লাবের অর্থ সচিব দেবাশিস দত্ত বললেন, ‘‘আমাদের হাতে এখনও স্পনসর নেই। নতুন মরসুমের আগে তাই টাকার যোগান নিয়ে আমরা বেশি চিন্তিত।’’


তবে জানা যাচ্ছে, ফেডারেশন কাপ ফাইনালের পরেই কর্তাদের কাছে নিজের দাবি জানাবেন নর্ডি। মোহনবাগান ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হলে গুয়াহাটিতেই তাঁর সঙ্গে আলোচনায় বসবেন কর্তারা।


জুনের প্রথম সপ্তাহে কোপা শতবার্ষিকী টুর্নামেন্ট শুরু হতে চলেছে। ব্রাজিল, আর্জেন্তিনা, উরুগুয়ের মতো দেশের সঙ্গে নর্ডির দেশ হাইতিও এবার এই টুর্নামেন্টে খেলবে। মোহনবাগান টিম ম্যানেজমেন্ট চাইছে তার আগেই নর্ডির সঙ্গে পাকা কথা সেরে নিতে।

No comments:

Post a Comment