সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আই সি সি–কে একহাত নিলেন ভিভিয়ান রিচার্ডস। সদ্য টি–২০ বিশ্বকাপ জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সমালোচনায় মুখর হয়েছিলেন ড্যারেন স্যামি, ডোয়েন ব্র্যাভো, স্যামুয়েলসের মতো দলের সিনিয়ররা।
যার জেরে ক্যারিবিয়ান ক্রিকেটারদের সতর্ক পর্যন্ত করে আই সি সি। ক্রিকেটারদের এমন আচরণকে আই সি সি যে ভাল চোখে দেখেনি, কয়েকদিন আগে দুবাইয়ে বোর্ড মিটিংয়েও তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন কর্তারা। সেই প্রসঙ্গে ভিভের অভিযোগ, আই সি সি ভারতের হয়ে পক্ষপাতিত্ব করছে। ডি আর এস প্রসঙ্গ টেনে রীতিমতো আক্রমণাত্মক ঢঙে বলেছেন, ‘আই সি সি একদিনের ক্রিকেটে নতুন নিয়ম চালু করেছে। যেখানে প্রযুক্তির সাহায্য নিয়ে তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত নিতে পারেন। সু্তরাং, বিশ্বক্রিকেটের নিয়ামক সংস্থা হিসেবে সেখানে সকলকে এক ছাতার তলায় নিয়ে আসা উচিত। অথচ ভারতীয়রা সেই নিয়মের মধ্যে থেকে খেলছে না। বছরের পর বছর ধরে তারা সেটাকে অগ্রাহ্য করছে।’ আই সি সি–র গভর্নিং বডিতে ভারতের ক্ষমতা বেশি বলেই তারা এই ছাড় পাচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। সঙ্গে যোগ করেছেন, ‘ওরা স্যামির মন্তব্যটা নিয়ে যা করতে চাইছে, তার ফলেই আমি এটা বলতে বাধ্য হচ্ছি। আই সি সি এমন জায়গায় নিজেদের নিয়ে যেতে চাইছে, যেখানে ওদের মনমতো কিছু না করতে পারলে, যা খুশি হতে পারে। নিয়ন্ত্রণ বা পরিচালনার নিরিখে ক্রিকেট বিশ্বের দিকে চোখ বোলালে দেখা যাবে, সেখানে নিয়মটা কয়েকজনের জন্য। বাকিরা সেটার বাইরে।’
No comments:
Post a Comment