মুনাল চট্টোপাধ্যায়: গত আই লিগে সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছিলেন দেবজিৎ মজুমদার। কোচ সঞ্জয় সেনের মতো উত্তরপাড়ার দেবজিতেরও এবার প্রচণ্ড আক্ষেপ ছিল মোহনবাগানকে আই লিগ দিতে না পারায়। ফেডারেশন কাপ জিতে সেই দুঃখ কিছুটা ভুলেছেন। তবে কোচের মতো তাঁরও প্রতিজ্ঞা আই লিগটা আবার পেতেই হবে। ফেডারেশন কাপ জেতার পর সদস্য–সমর্থকদের প্রবল উন্মাদনা, কর্তাদের সংবর্ধনায় আল্পুত দেবজিৎ এখনও একটা ঘোরের মধ্যে আছেন।
Labels
Labels
Thursday, May 26, 2016
মুনরো আর ইউসুফের আউট নিয়ে আক্ষেপ | আজকাল
আজকালের প্রতিবেদন: বড় তারকার ভিড় হয়ত সে অর্থে নেই। কিন্তু যাঁরা আছেন, প্রত্যেকেই কাজের কাজটা করছিলেন যথার্থভাবেই। ‘দল’ হয়ে ওঠা বলতে যা বোঝায়, ঠিক সেটাই হয়েছিল কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে, এবারের আই পি এলে। ব্যাটিং–বোলিং, একটা ভারসাম্য ছিল দলে। কিন্তু ভাল খেলতে খেলতেই ছন্দপতন। বুধ–রাতে কে কে আরের বিদায়ঘণ্টা বাজিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ।
সোমার সোনা | আজকাল
আজকালের প্রতিবেদন: ত্রয়োদশ জাতীয় ইউথ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই সোনা ঢুকল বাংলার ঘরে। কেরলের কোঝিকোড়ে বৃহস্পতিবার শুরু হওয়া এই প্রতিযোগিতার লং জাম্পে সোনা জিতলেন পুরুলিয়ার মেয়ে সোমা কর্মকার। তাঁর দূরত্ব ছিল ৫.৮৬ মিটার। ১৭ বছর বয়সী সোমা এখন দুর্গাপুরের সেইল আকাদেমিতে কোচ তপন ভাণ্ডারীর অধীনে অনুশীলন করেন।
Wednesday, May 25, 2016
ওয়ার্নারদের ভরাডুবি রুখতে জেগে উঠতে হল যুবরাজকে । আনন্দবাজার
যেন ঘুমন্ত আগ্নেয়গিরি জাগল। ডেভিড ওয়ার্নার না পারলেও এ বার যুবরাজ সিংহ পারলেন। আইপিএলে তাঁকে এই মূর্তিতে দেখতে চাইছিলেন ভক্তরা। এত দিনে সেই মূর্তিতেই দেখা গেল তাঁকে।
কেকেআরের সামনে সানরাইজার্সের ১৬৩ রানের টার্গেট রাখার পিছনে যুবরাজের অবদান ৩০ বলে ৪৪। রানটা সংখ্যায় যেমন দেখতে, বুধবার তাঁর দলের কাছে এর গুরুত্ব ছিল তার চেয়েও বেশি।
Labels:
আইপিএল,
কোলকাতা নাইট রাইডার্স,
সানরাইজার্স হায়দরাবাদ
দেশে প্রথম দিন-রাত টেস্ট হয়তো ইডেনে | আনন্দবাজার
সব কিছু ঠিকঠাক চললে আগামী বছর মার্চে ভারতে প্রথম দিন-রাতের টেস্ট হয়তো হবে ইডেনে। বুধবার তেমনই ইঙ্গিত দিলেন সিএবি শীর্ষকর্তারা। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এ দিন বলেন, ‘‘ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে যদি দিন-রাতের ম্যাচ হয়, তা হলে ইডেনেরই তা পাওয়া উচিত। তবে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বোর্ড।’’ সিএবি-র বিশ্বস্ত সূত্রে খবর, রবিবার বোর্ডের বিশেষ সাধারণ সভায় নবনির্বাচিত বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের কাছ থেকে নাকি সে রকমই আশ্বাস পেয়েছে সিএবি।
যুগ্মসচিব অভিষেক ডালমিয়া এই ব্যাপারে বলেন, ‘‘রোটেশনের নিয়মে ইডেনের একটা টেস্ট প্রাপ্য। কিন্তু কোন টেস্ট, তা এখনও জানি না। তবে দিন-রাতের টেস্টের সম্ভাবনাই বেশি।’’
উৎসবের দিনে নিজের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রাখলেন সঞ্জয় । এবেলা
সকাল থেকেই মোহনবাগান তাঁবুর বেঞ্চে ঠায় বসেছিলেন এক বৃদ্ধা। হাতে ধরা সবুজ-মেরুন পতাকাটা কিছুতেই হাতছাড়া করতে চাইছিলেন না। বৌবাজার থেকে নাতনীর হাত ধরে তাঁবুতে আসা অশীতিপর শান্তি চক্রবর্তীর সঙ্গে সেলফিও তুলতে দেখা গেল হাঁটুর বয়সী সমর্থকদের। ফেডারেশন কাপ জয়ের উৎসবের দিনে কাতসুমি ইউসা, দেবজিৎ মজুমদাররা মিলিয়ে দিলেন কয়েক প্রজন্মের মোহনবাগান সমর্থকদের।
ক্লাব তাঁবুতে ভারতসেরাদের অভিনব সংবর্ধনা | সংবাদ প্রতিদিন
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরের বুকে বছরখানেক আগের ছবিটা এখনও ফ্যাকাসে হয়ে যায়নি৷ বেঙ্গালুরু থেকে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে ফেরার দিন সবুজ আবিরে শহর ঢেকেছিল৷ বুধবার সেই ছবিরই পুনরাবৃত্তি ঘটল৷ ‘ভারতসেরা’দের অভিনন্দন জানাতে বিমানবন্দরে হাজার হাজার সমর্থক ভিড় জমিয়েছিলেন৷ বিক্রমজিৎ, গ্লেনরা বেরিয়ে আসতেই ‘মোহনবাগান জিন্দাবাদ’ স্লোগানে গলা ফাটালেন তাঁরা৷
সাত থেকে সত্তর বাগানের উৎসবে | আনন্দবাজার
ফেড কাপ আসার পর বাগান তাঁবু। বুধবার। ছবি: শঙ্কর নাগ দাস |
বউবাজারের শান্তি চক্রবর্তীর বয়স বাহাত্তর বছর। প্রৌঢ়া আদ্যন্ত মোহনবাগান সমর্থক। দীর্ঘ আট বছর পর সবুজ-মেরুনের ফেড কাপ জয়ের আনন্দের শরিক হতে তুমুল ঝড়-বৃষ্টি মাথায় নিয়েও সবুজ-মেরুন পতাকা হাতে হাজির ক্লাব তাঁবুতে।
মির্জাপুর স্ট্রিটের ধীমান ভট্টাচার্যের বয়সও বাহাত্তর পেরিয়েছে। প্রতিবন্ধী মানুষটি ভাল করে হাঁটতে পারেন না। তবু একই লক্ষ্যে বাগানে এলেন সমর্থকদের কাঁধে চেপে।
ক্লাস ওয়ানের সৌমি মুখোপাধ্যায় বাবার হাত ধরে তাঁবুতে এসেছিল উৎসবের শরিক হতে। বাগান কোচ সঞ্জয় সেন ড্রেসিংরুমে নকুড়ের সন্দেশ কেটে তার মুখে তুলে দিতেই মুখে হাইভোল্টেজ হাসি বাটানগরের খুদে সবুজ-মেরুন সমর্থকের মুখে।
ফেড কাপ জিতে বীরের সংবর্ধনা পেল মোহন বাগান | বর্তমান
সোমনাথ বসু : সকাল দশটা থেকেই ভিড় জমছিল দমদম বিমানবন্দরে। বাইক, ম্যাটাডোর, মিনিডোরে করে সমর্থকরা দলে দলে হাজির হচ্ছিলেন। ‘আমাদের সূর্য মেরুন, নাড়ির যোগ সবুজ ঘাসে’র আবহে মোহন বাগান অনুরাগীদের আবেগ যেন চুঁইয়ে চুঁইয়ে পড়ছিল। হাতে পতাকা, মাথায় ফেট্টি, পরণে প্রিয় দলের জার্সি। সঞ্জয় সেন, দেবজিৎ মজুমদারের নামে জয়ধ্বনিতে কান পাতা দায়। বিমানবন্দরের বাতাসের রং তখন সবুজ-মেরুন। মাঝেমধ্যেউ অতি উৎসাহীরা শূন্যে ছড়িয়ে দিলেন আবির। সবমিলিয়ে উৎসবমুখর পরিবেশ।
সনি, কাৎসুমির অভাবই ভোগাল, মত প্রাক্তনদের | আজকাল
আজকালের প্রতিবেদন: ট্যাম্পাইন রোভার্সের কাছে হারের ফলে এ এফ সি কাপ থেকে এবারের মতো বিদায় ফেড কাপ চ্যাম্পিয়নদের। সনি, কাৎসুমি না থাকায় মোহনবাগান যে এই ম্যাচে ভুগল, সেটা মেনে নিচ্ছে বাংলার ফুটবল মহল। তবে বাগান শিবির এ এফ সি–র এই ম্যাচকে গুরুত্ব দেয়নি এই তত্ত্ব মানতে নারাজ প্রাক্তনরা। তঁাদের যুক্তি, যদি গুরুত্ব না–ই দিত, তাহলে ১২০ মিনিট কেন লড়াই করল।
সি এ বি–র নতুন স্পনসর | আজকাল
আজকালের প্রতিবেদন: দীর্ঘদিন ধরেই সি এ বি–র কোনও স্পনসর ছিল না। সৌরভ গাঙ্গুলি সভাপতির চেয়ারে বসার পরই বদলে গেছে ছবিটা। সি এ বি–তে এখন স্পনসরের হুড়োহুড়ি। ব্যক্তিগত উদ্যোগেই কামাল করে দিচ্ছেন সৌরভ। আই ডি বি আই ফেডারেল লাইফ ইনস্যুরেন্সকে আগেই এনেছিলেন। এবার সি এ বি–র সঙ্গে যুক্ত হল বন্ধন ব্যাঙ্ক, এল ওয়াই এফ স্মার্ট ফোন, ক্যাপ্টেন টি এম টি, রিলায়েন্স এবং পরম্পরা আয়ুর্বেদ।
কোপাতে সেরাটা দেব: মেসি | আজকাল
আজকালের প্রতিবেদন: বার্সিলোনার হয়ে বছরের পর বছর একের পর এক ট্রফি ঢুকেছে তাঁর ঘরে। কিন্তু দেশের হয়ে? না, লিওনেল মেসির ওই ক্যাবিনেট ঢুঁড়লেও মিলবে না আর্জেন্টিনার হয়ে পাওয়া কোনও ট্রফি। সামনেই কোপা আমেরিকা। গতবছর যে টুর্নামেন্টে দাপিয়ে খেললেও, ফাইনালে হারতে হয়েছিল চিলির কাছে। তাই আবার এই খেতাবের শতবর্ষে যে করেই হোক ট্রফিটা জিততে চান মেসি। এবং নীল–সাদা জার্সিই যে খেতাবের যোগ্য দাবিদার, সে কথা জোর গলায় বলে দিয়েছেন।
যারা ডার্বি জিতল, তারা কী পেল: সঞ্জয় | আজকাল
আজকালের প্রতিবেদন: গুয়াহাটি থেকে বিমান ছাড়ার অনেক আগেই কলকাতা বিমানবন্দরে সবুজ মেরুন জনতার ঢেউ। প্রিয় দলের কোচ–ফুটবলারদের নিয়ে হাজার তিনেক সমর্থকদের গর্জনে কান পাতা দায়। বাতাসে উড়ছিল সবুজ–মেরুন আবির। সঙ্গে সবুজ–মেরুন পতাকা। কেউ এসেছিলেন বাসে, ট্যাক্সিতে, গাড়িতে। কেউ কেউ বাইক, ম্যাটাডোরে। কেউ পায়ে হেঁটে। মিউজিক সিস্টেম সহ। বিমানবন্দর চত্বর জুড়ে লাউডস্পিকারে ভেসেছে গান— আমাদের সূর্য মেরুন, নাড়ীর যোগ সবুজ ঘাসে....। সবুজ মেরুন সবুজ মেরুন, পালতোলা নৌকা ছুটছে দারুন....। সময় যত গড়িয়েছে বেড়েছে ভিড়।
Tuesday, May 24, 2016
কোটলা আকাশের নীচে দিল্লির বিমান-বিভীষিকা চান না নাইটরা । গৌতম ভট্টাচার্য - আনন্দবাজার
চেনা মাঠে অচেনা ভাগ্যের সামনে গম্ভীর। মঙ্গলবার কোটলায়। ছবি: উৎপল সরকার |
কেকেআর টিমে যে অলিখিত রেওয়াজ চালু রয়েছে মঙ্গলবার তার আশ্চর্য ব্যতিক্রম হল। রেওয়াজটা হল আন্দ্রে রাসেল আর সুনীল নারিনকে বিকেল চারটের আগে সাধারণত কেউ ডিসটার্ব করে না।
টিমের দুই ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ার কলকাতাতেও চলেন নিজেদের দেশের ঘড়ি অনুযায়ী। সকাল সাতটা নাগাদ নিজেদের দেশের বন্ধুবান্ধবদের সঙ্গে, বাড়ির সঙ্গে কথা-টথা বলে, মেল-টেল সেরে ঘুমোতে যান। লাঞ্চ বলতে ওই চারটের পর উঠে যেটুকু খাওয়া। হেভি স্ন্যাক্স খাওয়া কারণ তখন তো আর হোটেল মেন কোর্স দেয় না। আইপিএল ম্যাচ বা প্র্যাকটিস দুটোই যেহেতু সন্ধেবেলা, এমন রুটিন সমস্যা হয় না।
তরতাজা থাকার জন্য এক রাতের ঘুমই যথেষ্ট আমার নাইটদের । গৌতম গম্ভীর - আনন্দবাজার
আইপিএলে বিরল বিশ্রামের দিন ছিল সোমবার। প্রায় দু’মাস এক নাগাড়ে অ্যাকশনের পর সন্ধেয় কোনও ম্যাচ না থাকা কিছুটা অস্বস্তিকর। আসলে আইপিএল একটা আসক্তির মতো আর কখনই আমার এতে মন ভরে না। তাই রেস্ট ডে কে কোনও সময়েই স্বাগত নয়, অন্তত আমার কাছে। সোনির সঞ্চালক গৌরব কপূরের সেই টুইটটা মনে আছে, ‘‘৯ এপ্রিলের পর আমাদের কঠোর পরিশ্রমী ক্রু প্রথম ছুটি পেল। কিন্তু ওদের ঘুমের মধ্যেও নিশ্চয়ই কাজের কথা ভেসে উঠছে।’’
মোহনবাগানের সঙ্গে ফেডারেশনও হারল গুয়াহাটিতে । রতন চক্রবর্তী - আনন্দবাজার
টাম্পাইন্স রোভার্স-২(জর্ডন, আফিক): মোহনবাগান-১ (বিক্রমজিৎ)
খাঁ খাঁ করছে স্টেডিয়াম।
কিছুক্ষণ আগেই নতুন অসম সরকারের শপথ গ্রহণ করিয়ে দিল্লি উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী।
স্টেডিয়ামে ঢুকতে গেলে পুলিশি ঝামেলায় পড়তে হচ্ছে সবাইকেই। সর্বোচ্চ নিরাপত্তার কারণে যা হয়!
কোনও টিকিট কাউন্টার ছিল না। কারণ ম্যাচ আয়োজনের অনুমতি দিলেও দর্শক প্রবেশের অনুমতি দেয়নি পুলিশ। তবু জেজে-সুভাষ সিংহদের বন্ধুবান্ধব মিলিয়ে আড়াইশো মতো লোক এসেছিলেন খেলা দেখতে।
বড় মঞ্চে ছোট সংবর্ধনা | আজকাল
আজকালের প্রতিবেদন: আজ শহরে ফিরছে ফেড কাপ জয়ী মোহনবাগান। কোচ সঞ্জয় সেন দল নিয়ে বেলা ১টা ৪০–এ কলকাতায় নামবেন। বিমানবন্দর থেকে মোহনবাগান দলকে শীতাতপ নিয়ন্ত্রিত বাসে সোজা ময়দানে মোহনবাগান তাঁবুতে নিয়ে আসা হবে। জানা গেছে, বাসটিকে বিশেষভাবে সাজানো হবে। তাঁবুও সবুজ–মেরুন রঙে সাজানো হবে। থাকবে সবুজ–মেরুন আবিরও। মোহনবাগানের সহ–সচিব সৃঞ্জয় বসু মঙ্গলবার জানিয়েছেন, আই লিগ জেতার পর গত বছর যেভাবে জয়ী ফুটবলারদের বরণ করে নেওয়া হয়েছিল, ঠিক সেভাবেই এবারও বরণ করে নেওয়া হবে।
এএফসি কাপে ট্যাম্পাইন্স রোভার্সের কাছে ২-১ গোলে হার বাগানের | আনন্দবাজার
মোহনবাগান ১ (বিক্রমজিত)
ট্যাম্পাইন্স রোভার্স ২ (জর্ডন, ইউনোস)
কাটসুমি ইউসা ও সোনি নর্ডির অভাবটা যেন আজ আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মোহনবাগানে তাঁদের গুরুত্বটা। ফেডারেশন কাপে নক-আউট পর্বে সিঙ্গাপুরের দল ট্যাম্পাইন্স রোভার্সের কাছে ২-১ গোলে তাই হেরে যেতে হল ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদর। ২দিন আগেই এই মাঠে ফেড কাপ জয়ের উল্লাসে মেতেছিল সবুজ-মেরুণ ব্রিগেড। কিন্তু এএফসি কাপে হেরেই শহরে ফিরতে হচ্ছে সঞ্জয় সেনদের।
Monday, May 23, 2016
ফেডকাপজয়ীদের অভিনব সংবর্ধনা | রতন চক্রবর্তী - আনন্দবাজার
এভারেস্ট শিখরেও প্রিয় দলের পতাকা উড়িয়ে এলেন পর্বতারোহী মলয় মুখোপাধ্যায়। —নিজস্ব চিত্র |
সব কিছু ঠিকঠাক চললে বুধবার বিকেলে ক্লাব তাঁবুতে ফেড কাপজয়ীদের জন্য চমকপ্রদ একটি সংবর্ধনা দিতে চলেছে মোহনবাগান।
ক্লাব লনে বিশাল মঞ্চ করে আগের তেরো বারের কাপ জয়ী অধিনায়কদের একসঙ্গে হাজির করানোর চেষ্টা করছেন ক্লাব কর্তারা। শ্যাম থাপা, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু রায় থেকে ভাইচুং ভুটিয়া, বিশ্বনাথ মণ্ডলদের হাত দিয়ে সংবর্ধনা দেওয়া হবে গ্লেন, কাতসুমি, কিংশুকদের। জোসে ব্যারেটো ইংল্যান্ডে রয়েছেন। তিনি ছাড়া বাকি সব অধিনায়ককে এক মঞ্চে হাজির করানো যাবে আশা করছেন মোহন কর্তারা।
ম্যাচ করতে তিন লাখ দিতে হল মোহন বাগানকে | বর্তমান
নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি, ২৩ মে: এ এফ সি কাপের গ্রুপ লিগের তিনটি ম্যাচ করতে মোহন বাগানকে সব মিলিয়ে দিতে হয়েছিল দুই লাখ ৪০ হাজার টাকা। এই স্টেডিয়ামটি স্পোর্টস অথারিটি অফ অসমের। গ্রুপ লিগের তিনটি ম্যাচের সময় ছিল কংগ্রেসী সরকার। অসম ফুটবল সংস্থার সর্বময় কর্তা অক্রুর দত্ত এখানকার পরিচিত কংগ্রেসী নেতা। তিনি সুলভে মোহন বাগানকে তিনটি ম্যাচ করিয়ে দেন। কিন্তু পরিবর্তনের জামানায় অসম ক্রীড়া মন্ত্রকের অফিসাররা আর তাঁর কথা রাখেনি। এবার স্টেডিয়াম ভাড়া কড়ায় গণ্ডায় বুঝে নিল স্পোর্টস অথারিটি অফ অসম।
ট্যামপাইন্স এবার অনেক তৈরি, শক্ত চ্যালেঞ্জের মুখে মোহন বাগান | বর্তমান
দুপুরে স্টেডিয়াম চত্বরে হেলিকপ্টারে নামবেন নরেন্দ্র মোদী
গুয়াহাটি থেকে জয় চৌধুরি, ২৩ মে: মঙ্গলবার সন্ধ্যা সাতটায় এখানে এ এফ সি কাপ কোয়ার্টার ফাইনালে মোহন বাগান- ট্যামপাইন্স এফ সি’র ম্যাচ। আর দুপুরেই গুয়াহাটি বিমান বন্দর থেকে হেলিকপ্টারে স্টেডিয়াম চত্বরে নামার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মঙ্গলবারই অসমে মুখ্যমন্ত্রী হিসাবে খানাপাড়ার মাঠে শপথ নেবেন সর্বানন্দ সোনোওয়াল। উত্তর- পূর্ব ভারতে তিনিই প্রথম বি জে পি’র মুখ্যমন্ত্রী। উত্তর- পূর্ব ভারতকে বি জে পি কতটা গুরুত্ব দিতে চাইছে সেটা বোঝাতেই বি জে পি’র সভাপতি অমিত শাহ’র সঙ্গে নরেন্দ্র মোদীও আসছেন। তাঁর সঙ্গেই আসছেন দেশের দুই বিশিষ্ট ধর্মগুরু রামদেব আর রবিশঙ্কর। ভারতের বিভিন্ন প্রান্তে থাকা বি জে পি’র মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন। গুয়াহাটি বিমান বন্দর থেকে খানাপাড়ার মাঠের দূরত্ব ১৭ কিমি। তাই স্টেডিয়াম চত্বরে সাজসাজ রব। নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর।
সফল মরশুম শেষে মোহন বাগানে বিস্তর ধোঁয়াশা । রাতুল ঘোষ - বর্তমান
প্রলম্বিত গ্রীষ্মের দহনজ্বালা শেষে বর্ষা আসতে আর বেশি দেরি নেই। হায়! এই সময়ে এখন আর কলকাতা ময়দানে ফুটবলের পদধ্বনি শোনা যায় না। অথচ পঞ্চাশ বা ষাটের দশকে কলকাতার তিন বড় ক্লাব লিগের প্রথম ম্যাচটি খেলতে নামত ৯ থেকে ১৫ মে’র মধ্যে। এখন অবশ্য পুরো ফুটবল ক্যালেন্ডারই বদলে গিয়েছে। বুধবার গুয়াহাটিতে এএফসি কাপের ম্যাচ শেষ হলেই ২০১৫-১৬ মরশুমে ভারতীয় ফুটবলে যবনিকা নামছে। কোনও সন্দেহ নেই, এবারও দেশের সবচেয়ে ধারাবাহিক সাফল্য অর্জনকারী ক্লাবের নাম মোহন বাগান। কানের পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে আই লিগ খেতাব। তবু বিন্দুমাত্র হতোদ্যম না হয়ে মোহন বাগান ভারতের ‘চ্যাম্পিয়ন ক্লাব অব ইন্ডিয়া’ খেতাব ফেডারেশন কাপ জিতেছে। এই সাফল্যের জন্য কোচ সঞ্জয় সেন এবং সবুজ-মেরুন ফুটবলারদের বিপুল অভিনন্দন প্রাপ্য।
হ্যামস্ট্রিংয়ের চোট, কোপা আমেরিকায় অনিশ্চিত লুই সুয়ারেজ | বর্তমান
মাদ্রিদ, ২৩ মে: হ্যামস্ট্রিংয়ের চোটে কাহিল হয়ে কোপা দেল রে’র ফাইনালের ৫৬ মিনিটে মাঠ ছাড়তে হয় বার্সেলোনার উরুগুয়ান স্ট্রাইকার লুই সুয়ারেজকে। এই চোটের ফলে আসন্ন শতবার্ষিকী কোপা আমেরিকায় চূড়ান্ত অনিশ্চিত এই গোলমেশিন। মরশুমে ৫৯টি গোল করা সুয়ারেজকে না পেলে উরুগুয়ের আপফ্রন্ট যে হীনবল হয়ে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। ১৯১৬ সালে প্রথম কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্তিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে। শতবার্ষিকী কোপা আমেরিকায় ভালো ফলের জন্য কোচ অস্কার তাবারেজ তাকিয়ে রয়েছেন সুয়ারেজের দিকে।
সাতেই চুক্তি | আজকাল
থিও পিরেস। বয়স মাত্র ৭। কিন্তু এই বয়সেই সে চুক্তি সই করেছে ফুটবল ক্লাবে! কে এই খুদে? আর্সেনালের ফুটবলার রবার্ট পিরেসের ছেলে। কোন ক্লাবে যোগ দিয়েছে পিরেস? আর্সেনাল আকাদেমিতেই। বাবার দেখানো পথে ছেলে হাঁটলে, সব অভিভাবকই গর্বিত হন। রবার্ট পিরেসও ব্যতিক্রম নন। সোস্যাল নেটওয়ার্কে নিজেই জানিয়েছেন, ‘থিও আর্সেনাল আকাদেমিতে যোগ দিল। ওয়েল ডান সন।’
নাইটদের নিয়ে আশার আলো দেখতে পাচ্ছি | আজকাল
সম্বরণ ব্যানার্জি: কলকাতা নাইট রাইডার্সের কাছে ছিল ক্রাঞ্চ ম্যাচ। আর সেই ম্যাচেই অধিনায়ক গৌতম গম্ভীরের জুয়াটা কাজে লেগে গেল। কীভাবে? ম্যাচটা ছিল বিকেল ৪টে থেকে। রাত ৮টা থেকে নয়। বিকেলের উইকেট আর রাতের উইকেটের মধ্যে নিশ্চিতভাবেই ফারাক থাকে। এমনিতেই তিনদিন ধরে ঢাকা ছিল ইডেনের পিচ। কভার তোলার পর উইকেটের চরিত্র ছিল অনেকটা স্পঞ্জি। সেটা দেখেই সিদ্ধান্ত নিয়েছিল গম্ভীর। ফর্মে থাকা পীযূষ চাওলাকে বসিয়ে দলে নিল কুলদীপ যাদবকে। আর এই ফাটকাটাই কাজে লেগে গেল।
Labels:
আইপিএল,
কোলকাতা নাইট রাইডার্স,
ক্রিকেট,
সানরাইজার্স হায়দরাবাদ
দেশে গেলেন সনি, কলকাতায় ফিরলেন কাৎসুমি | আজকাল
সৌমিত্র কুমার রায়: চোটের জন্য ছিটকে গেলেন কাৎসুমি উসা ও প্রীতম কোটাল! ফেড কাপ চ্যাম্পিয়নদের সুখের সংসারে হঠাৎই চোটের ধাক্কা! তা নিয়েই আবার এ এফ সি–তে সবুজ–মেরুন ফোকাস ঘোরাচ্ছে। ডান পায়ের গোড়ালিতে চোটের কারণে রবিবার দুপুরের বিমানে কলকাতায় ফিরে গেলেন কাৎসুমি উসা। চলতি মরশুমে এই প্রথম বার চোটের জন্য খেলতে পারবেন না এই জাপানি মিডিও।
কোপা দেল রে জিতে দ্বিমুকুট বার্সিলোনা | আজকাল
আজকালের প্রতিবেদন: ম্যাচের ৩৬ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছেড়ে চলে গেলেন মাসচেরানো। পুরো নব্বই মিনিট পার হয়ে যাওয়ার পরও স্কোরলাইন রইল গোলশূন্য। লুইস এনরিকের কপালের বলিরেখা যখন ক্রমশই গভীর হচ্ছে, তখনই যাবতীয় দুঃশ্চিন্তার নিরসন। অতিরিক্ত সময়ে একটা নয়, দু-দুটো গোল করে কোপা দেল রে চ্যাম্পিয়ন হল বার্সিলোনা। রবিবার রাতে মাদ্রিদের ভিসেন্টে কালডেরন স্টেডিয়ামে কাতালান ‘দৈত্য’রা ২-০ ব্যবধানে সেভিয়াকে হারিয়ে কোপা দেল রে জিতে নিল। এই নিয়ে ২৮ বার কোপা দেল রে চ্যাম্পিয়ন হল বার্সা।
১০২! থামলেন ট্যারিক্স | আজকাল
সান ফ্রান্সিসকো: চলে গেলেন বিশ্বের প্রবীণতম অলিম্পিক চ্যাম্পিয়ন স্যানডর ট্যারিক্স। গত শনিবার তিনি প্রয়াত হয়েছেন সান ফ্রান্সিসকোয়। ১৯৩৬–এ বার্লিন অলিম্পিকে ওয়াটারপোলোয় সোনাজয়ী হাঙ্গেরি দলের সদস্য ছিলেন ট্যারিক্স। ১৯৪৯ সালে তিনি হাঙ্গেরি ছেড়ে চলে আসেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বাড়ি নির্মাণের ক্ষেত্রে ভূমিকম্প নিরোধক প্রযুক্তি নিয়ে কাজ করে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন ট্যারিক্স।
ভ্যান গাল ছাঁটাই, এবার মোরিনহো? | আজকাল
লন্ডন: এমনটা যে হতে চলেছে, জানাই ছিল। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে ছাঁটাই হলেন লুই ভ্যান গাল। ডাচ কোচের চাকরি যে যাবে, সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান ইউ–র খারাপ পারফরমেন্সের পরই। এমনকি এফ এ কাপ জেতার পরও সেই সিদ্ধান্তের নড়চড় হল না। এমনকি ভ্যান গালের দুই ডাচ সহকারীকেও সরিয়ে দেওয়া হয়েছে।
Labels:
ইংলিশ প্রিমিয়ার লিগ,
ফুটবল,
ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
আক্ষেপই সঙ্গী বিস্মৃত দেবাশিসের | আজকাল
রাজকুমার মন্ডল, গুয়াহাটি: গালভর্তি খোঁচা সাদা দাড়ি। চেহারায় ভাঙন ধরেছে। আনমনা হয়ে দাঁড়িয়ে আছেন গোলপোস্ট ধরে। আনকোরা ফুটবলারদের দাপাদাপি দেখে আপন মনে হাসছেন। স্থির থাকতে না পেরে আবার দৌড়ে গিয়ে শুধরে দিচ্ছেন ভুলগুলো। গুয়াহাটি নেহরু স্টেডিয়ামে এই দৃশ্যের চরিত্র খোদ কলকাতা ময়দান কাঁপানো আটের দশকের স্ট্রাইকার দেবাশিস রায়। যাঁকে সবাই ‘দেবাদা’ বলেই চিনত।
ভারতীয় কোচ বাছাই নিয়ে নির্লিপ্ত শাস্ত্রী | আনন্দবাজার
ভারতীয় টিমের দায়িত্বে কে আসবেন এই নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই তৈরি হয়েছে গুঞ্জন— টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ হিসেবে রবি শাস্ত্রীকে দেখতে না পাওয়ার সম্ভাবনাই বেশি।
ধোনি-বিরাটদের প্রাক্তন টিম ডিরেক্টর শাস্ত্রী অবশ্য এই আলোচনায় ঢুকতে নারাজ। বরং তিনি বলছেন, ‘‘কোচ নিয়ে সিদ্ধান্ত নেবে ভারতীয় বোর্ড। ওরা আগে সিদ্ধান্ত নিক। তার পর এ ব্যাপারে মন্তব্য করা যাবে।’’
Sunday, May 22, 2016
সঞ্জয়ের পঞ্চবাণে মোহন লক্ষ্যভেদ | পার্থ দত্ত, এই সময়
মোহনবাগান- ৫ : আইজল এফসি- ০/ /(সোনি ৪৮, ধনচন্দ্র ৫৯, জেজে ৭৩, ৮৮, বিক্রমজিত্ ৮২)
'রোয়ানু' ঘুরে বাংলাদেশে চলে গেল৷ আবহাওয়া দপ্তর সে কথা বললেও আসলে কিন্তু তা হয়নি৷ এই ঘূর্ণিঝড় আসলে শনিবার রাতে আছড়ে পড়ল গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে৷ সোনি-জেজে-কাতসুমি-গ্লেনের তোলা সেই ঝড়ে বিধ্বস্ত হল আইজল এফসি৷ ফেডারেশন কাপের সেমিফাইনালে ৫-০ জয়ের পর ফাইনালেও ৫-০ জয় পেল সঞ্জয় সেনের
টিম৷ ফেডারেশন কাপে যা আগে কখনও হয়নি৷
Saturday, May 21, 2016
সারা দিনের মেঘ কাটিয়ে রাতে রোদ কেকেআরে | রাজর্ষি গঙ্গোপাধ্যায় - আনন্দবাজার
ক্লজ ওয়ান: আজ রবিবার, ইডেনে গৌতম গম্ভীররা জিতে গেলেন। প্লে অফ নিয়ে টেনশন আর থাকল না। ১৪ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সসম্মানে কেকেআর প্লে অফে। চর্চা পড়ে থাকবে শুধু পজিশন নিয়ে।
ক্লজ টু: আজ রবিবার, ইডেনে গৌতম গম্ভীররা হেরে গেলেন। ১৪ ম্যাচে পয়েন্ট থাকল ১৪। প্লে অফ স্বপ্ন প্রচণ্ড ধাক্কা খেল। কিন্তু একেবারে নিঃশেষ হল না। কেকেআর তার পরেও টুর্নামেন্টে বেঁচে থাকবে রাত সাড়ে এগারোটা পর্যন্ত। রাতে আরসিবি জিতে গেলে, ভাল নেট রান রেট থাকায় কেকেআরও চলে যাবে।
Labels:
আইপিএল,
কোলকাতা নাইট রাইডার্স,
সানরাইজার্স হায়দরাবাদ
আজ বিসিসিআই প্রেসিডেন্টের চেয়ারে অনুরাগ ঠাকুর | আনন্দবাজার
বোর্ডের ধ্বংস হওয়া দেখতে পারব না, বললেন মনোহর
তাঁর ব্যাটন অনুরাগ ঠাকুরের হাতে ওঠা নিশ্চিত হওয়ার দিন আইসিসি চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের চাঞ্চল্যকর স্বীকারোক্তি, বিচারপতি লোঢা কমিটির সমস্ত সুপারিশ কার্যকর করা তাঁর কম্মো নয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ পদ ছাড়ার পর তাঁর স্পষ্ট ইঙ্গিত, লোঢা কমিশনের সুপারিশ কার্যকর হলে ধ্বংসের পথে চলে যেতে পারে বিসিসিআই। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট সংস্থা হয়তো ফিরে যাবে আশির দশকে।
ধোনি বিধ্বংসী কিন্তু বড্ড দেরিতে | আনন্দবাজার
৬-০-৪-৬-৬। টেনিসের স্কোর নয় কোনও। শেষ পাঁচ বলে শনিবার মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটিং ঝড়।
ধোনি করলেন ৩২ বলে ৬৪ নট আউট। শেষ ওভারে ২৩ রান তুলে ফিরিয়ে আনলেন সেই ফিনিশার ধোনিকে। এর আগে রবিচন্দ্রন অশ্বিন নিয়েছিলেন চার উইকেট। ধোনি-অশ্বিনকে আবার দেখা গেল চেনা মেজাজে, কিন্তু বড্ড দেরিতে। পঞ্জাবকে শেষ ম্যাচে চার উইকেটে হারানো গেল ঠিকই, কিন্তু সাতের চেয়ে টেবলে আর ভাল র্যাঙ্কিং পাওয়া গেল না।
Labels:
আইপিএল,
কিংগস ইলেভেন পঞ্জাব,
ক্রিকেট,
পুণে সুপারজায়ান্টস
অন্যদের হার প্রার্থনা করার মতো ক্রিকেটার আমি নই । গৌতম গম্ভীর - আনন্দবাজার
আমাদের এই অবস্থাটা কী রকম জানেন? অনেকটা ক্লাস নাইনের সেই ছাত্রের মতো, যাকে খুব কম সময়ের মধ্যে সিলেবাসের অনেক কিছু মুখস্থ করতে হবে। যেখানে সে হাফ-ইয়ার্লি পরীক্ষায় দারুণ রেজাল্ট করেছিল।
এই উদাহরণটা টানলাম কারণ আমাদের হাতে মাত্র একটা ম্যাচ, আর এখনও আমরা প্লে-অফের সেই মরীচিকা-সম জায়গাটা খুঁজছি। আর ক্লাস নাইনের ছাত্রের মতো আমরাও একটা সময় পয়েন্ট টেবলের শীর্ষে ছিলাম। হায়দরাবাদ, পঞ্জাব, পুণেকে পরপর হারিয়েছিলাম। তা-ও আবার ওদের ঘরের মাঠে। তখন আমাদের মনে আত্মবিশ্বাস ছিল, পদক্ষেপে একটা নিশ্চয়তা ছিল।
রোলাঁ গারো বলেই নাদালকে ভুললে চলবে না | বরিস বেকার - আনন্দবাজার
আজ থেকে শুরু ফরাসি ওপেন
নোভাকের ফিটনেস এই মুহূর্তে ঠিক সেই জায়গায় রয়েছে, ক্লে কোর্টে খেলার জন্য যেখানে থাকার আশা করে। যদিও ওর কোচ হিসেবে মনে করি গত দশকের চেয়ে ফরাসি ওপেন এখন বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। অ্যান্ডি মারের ক্লে কোর্ট গেমে বিরাট উন্নতি ঘটেছে। বড় র্যালি খেলছে। গত মরসুমের চেয়ে বেশি ফিটও দেখাচ্ছে। গত সপ্তাহে রোম ফাইনালে নোভাককে হারানোর পরে আমিও অনুভব করছি, ও নিজেও নিজেকে রোলাঁ গারোতে খেতাবের একজন বড় দাবিদার ভাবছে এখন।
রিওর স্বপ্নভঙ্গ মেরি কমের | আনন্দবাজার
স্বপ্নপূরণে হল না মেরি কমের। ভারতীয় কিংবদন্তি এ দিন আস্তানায় মেয়েদের বক্সিং বিশ্বচ্যাম্পিয়নশিপে হেরে ছিটকে গেলেন রিও অলিম্পিক্সে নামার দৌড় থেকে। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি গত লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন। কিন্তু টানা দ্বিতীয়বার অলিম্পিক্সের রিং থেকে পদক জিতে কেরিয়ার শেষ করার স্বপ্ন অধরা থেকে গেল তাঁর।
গেইল..ইন্টারভিউ..সেক্স..আবার | আনন্দবাজার
চার মাসের মধ্যে দ্বিতীয় বার। সাক্ষাত্কারের সময়ে মহিলা সাংবাদিককে অশালীন মন্তব্য করে ফের বিতর্কে ক্রিস গেইল।
চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় এক মহিলা সাংবাদিককে ডেটিংয়ে যাওয়ার প্রস্তাব দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এর জন্য তাঁকে জরিমানাও করা হয়। কিন্তু এ বার সে সব কিছুকেই ছাপিয়ে গেলেন তিনি।
ঘটনাটি ঠিক কী?
পাঁচে পাঁচ, ফেড কাপ বাগানের | আজকাল
ফেড কাপ এল কলকাতায়। আই জল এফ সি–কে উড়িয়ে দিয়ে কাপ জিতল সঞ্জয় সেন বাহিনী। গোল করলেন সোনি নর্দে, ধনচন্দ্র সিং ও জেজে ও বিক্রম। প্রথমার্ধ গোল শূন্য ভাবে শেষ হলেও ৪৮ মিনিটে প্রথম গোলটি করেন নর্দে। ৫৮ মিনিটে কাতসুমির কর্নার কিক থেকে দ্বিতীয় পোস্টে দাঁড়িয়ে থাকা অরক্ষিত ধনচন্দ্র সিং বলে মাথা ছুঁইয়ে স্কোর লাইন বাড়ান।
Subscribe to:
Posts (Atom)