সান ফ্রান্সিসকো: চলে গেলেন বিশ্বের প্রবীণতম অলিম্পিক চ্যাম্পিয়ন স্যানডর ট্যারিক্স। গত শনিবার তিনি প্রয়াত হয়েছেন সান ফ্রান্সিসকোয়। ১৯৩৬–এ বার্লিন অলিম্পিকে ওয়াটারপোলোয় সোনাজয়ী হাঙ্গেরি দলের সদস্য ছিলেন ট্যারিক্স। ১৯৪৯ সালে তিনি হাঙ্গেরি ছেড়ে চলে আসেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বাড়ি নির্মাণের ক্ষেত্রে ভূমিকম্প নিরোধক প্রযুক্তি নিয়ে কাজ করে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন ট্যারিক্স।
প্রাণশক্তিতে ভরপুর ছিলেন মানুষটি। ১০০ বছর পেরিয়ে যাওয়ার পরও নিজে গাড়ি চালাতেন। নিজের দেশ ছাড়লে কী হবে, হাঙ্গেরির প্রতি টান অনুভব করতেন বরাবরই। তাই তো হাঙ্গেরির খেলাধুলোর খবর রাখতেন খুঁটিয়ে খুঁটিয়ে। ২০১২ লন্ডন অলিম্পিকে গিয়েছিলেন ট্যারিক্স। তখনই এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি ২০১৬ রিও অলিম্পিকেও যাবেন? উত্তর দিয়েছিলেন, এত আগে থেকে বলতে পারবেন না। দরজায় কড়া নাড়ছে রিও অলিম্পিক। আর কিছুদিন সুস্থ থাকলে হয়ত ট্যারিক্সকে দেখা যেত রিও–র আসরেও। কিন্তু না, পারলেন না যেতে। রিও অলিম্পিকের আগেই থেমে গেল ট্যারিক্সের জীবন।
No comments:
Post a Comment