বার্সিলোনা: ইতিউতি, এখানে–সেখানে কারা যেন ছড়িয়ে দিয়েছে জল্পনা। আর তাতেই বাড়ছিল বিভ্রান্তি। কিন্তু বিভ্রান্তির বেলুনে সুচ ফুটিয়ে নেইমার জানিয়ে দিলেন, বার্সিলোনা ছাড়ার প্রশ্নই নেই। এই ক্লাবে তিনি বেশ সুখেই আছেন।
তিনটে মরশুম ব্রাজিলীয় তারকা খেলেছেন বার্সিলোনায়। কিন্তু পেয়েছেন আটটি ট্রফি জয়ের স্বাদ। সদ্যই জিতেছেন কোপা দেল রে ট্রফি। ফাইনালে নিজে গোলও করেছেন, সতীর্থদের সঙ্গে সামিল হয়েছেন উৎসবে। তার পরই বার্সা সমর্থকদের উদ্দেশে নেইমার বলেছেন, ‘আমাদের কাছে এটা ছিল গ্রেট সেশন। কঠিন সময়ও গেছে। কারণ চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছি। কিন্তু আমরা বাকি দুটো ট্রফি জিততে পেরেছি। আরও একবার আমাদের সঙ্গে উৎসবে সামিল হলেন। তাই আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। এই ক্লাবে আমি খুশি। আমি বার্সারই একজন। এগিয়ে চলো বার্সা, এগিয়ে চলো কাতালুনিয়া।’
No comments:
Post a Comment