Wednesday, May 25, 2016

‌সি এ বি–র নতুন স্পনসর | আজকাল

আজকালের প্রতিবেদন: দীর্ঘদিন ধরেই সি এ বি–র কোনও স্পনসর ছিল না। সৌরভ গাঙ্গুলি সভাপতির চেয়ারে বসার পরই বদলে গেছে ছবিটা। সি এ বি–তে এখন স্পনসরের হুড়োহুড়ি। ব্যক্তিগত উদ্যোগেই কামাল করে দিচ্ছেন সৌরভ। আই ডি বি আই ফেডারেল লাইফ ইনস্যুরেন্সকে আগেই এনেছিলেন। এবার সি এ বি–র সঙ্গে যুক্ত হল বন্ধন ব্যাঙ্ক, এল ওয়াই এফ স্মার্ট ফোন, ক্যাপ্টেন টি এম টি, রিলায়েন্স এবং পরম্পরা আয়ুর্বেদ।
আই ডি বি আই ফেডারেল ক্রিকেট দলের স্পরসর হলেও বাকিরা শুধু পরিকাঠামোর স্পনসরশিপে এগিয়ে এসেছে। সি এ বি–র বিভিন্ন জায়গায় এই সংস্থাগুলির ব্র্যান্ডিং হবে। যেমন স্কোর বোর্ডের স্পনসরশিপের দায়িত্বে রয়েছে রিলায়েন্স। বুধবার এক অনুষ্ঠানে স্পনসরদের সঙ্গে চুক্তির কথা ঘোষণা করেন সি এ বি সভাপতি সৌরভ গাঙ্গুলি। স্পনসরকারী সংস্থাগুলির প্রতিনিধিরাও হাজির ছিলেন। তাঁদের হাতে চুক্তিপত্র তুলে দেওয়া হয়। সৌরভ গাঙ্গুলি বলেন, ‘ইডেনের পরিকাঠামো উন্নতির জন্য স্পনসররা এগিয়ে এসেছে। ওদের ধন্যবাদ।’ এদিকে, নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিনরাতের টেস্ট হতে পারে ভারতে। দিনরাতের টেস্ট আয়োজনের জন্য নিজেদের তৈরি রাখছে সি এ বি। তাই পরীক্ষামূলকভাবে ক্লাব ক্রিকেটের ম্যাচ নৈশালোকে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে গোলাপি বলে খেলা হবে। টেস্ট ক্রিকেটে বল পরিবর্তন করার প্রয়োজন হলে যাতে সমস্যা না হয়, তাই গোলাপি বলে খেলে পরিবর্ত বলের সঙ্কুলান করার পরিকল্পনা।‌

No comments:

Post a Comment