আজকালের প্রতিবেদন: ত্রয়োদশ জাতীয় ইউথ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই সোনা ঢুকল বাংলার ঘরে। কেরলের কোঝিকোড়ে বৃহস্পতিবার শুরু হওয়া এই প্রতিযোগিতার লং জাম্পে সোনা জিতলেন পুরুলিয়ার মেয়ে সোমা কর্মকার। তাঁর দূরত্ব ছিল ৫.৮৬ মিটার। ১৭ বছর বয়সী সোমা এখন দুর্গাপুরের সেইল আকাদেমিতে কোচ তপন ভাণ্ডারীর অধীনে অনুশীলন করেন।
তিন বছর আগে এই আকাদেমিতে তাঁর প্রবেশ। আগে বাংলার হয়ে ভাল পারফরমেন্স না করলেও, সেইল আকাদেমিতে আসার পর থেকেই সোমার উন্নতি হতে থাকে। গত বছর ডিসেম্বরে চীনে বিশ্ব স্কুল গেমসে সোনা জেতাই ছিল সোমার এতদিন পর্যন্ত সবথেকে ভাল কৃতিত্ব। তবে কোচ তপন ভাণ্ডারী জানালেন, ‘ইউথ অ্যাথলেটিক্সে ওর ফল আরেকটু ভাল হবে আশা করেছিলাম। কিন্তু পরীক্ষার জন্য সেভাবে অনুশীলনের সময় পায়নি। আপাতত ৬ মিটারের টার্গেট রেখেছি ওর সামনে। এখন সবে মে মাস। আশা করি এ বছরেই ও সেটা পূরণ করতে পারবে।’
No comments:
Post a Comment