থিও পিরেস। বয়স মাত্র ৭। কিন্তু এই বয়সেই সে চুক্তি সই করেছে ফুটবল ক্লাবে! কে এই খুদে? আর্সেনালের ফুটবলার রবার্ট পিরেসের ছেলে। কোন ক্লাবে যোগ দিয়েছে পিরেস? আর্সেনাল আকাদেমিতেই। বাবার দেখানো পথে ছেলে হাঁটলে, সব অভিভাবকই গর্বিত হন। রবার্ট পিরেসও ব্যতিক্রম নন। সোস্যাল নেটওয়ার্কে নিজেই জানিয়েছেন, ‘থিও আর্সেনাল আকাদেমিতে যোগ দিল। ওয়েল ডান সন।’
No comments:
Post a Comment