Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday, May 21, 2016

ধোনি বিধ্বংসী কিন্তু বড্ড দেরিতে | আনন্দবাজার

৬-০-৪-৬-৬। টেনিসের স্কোর নয় কোনও। শেষ পাঁচ বলে শনিবার মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটিং ঝড়।
ধোনি করলেন ৩২ বলে ৬৪ নট আউট। শেষ ওভারে ২৩ রান তুলে ফিরিয়ে আনলেন সেই ফিনিশার ধোনিকে। এর আগে রবিচন্দ্রন অশ্বিন নিয়েছিলেন চার উইকেট। ধোনি-অশ্বিনকে আবার দেখা গেল চেনা মেজাজে, কিন্তু বড্ড দেরিতে। পঞ্জাবকে শেষ ম্যাচে চার উইকেটে হারানো গেল ঠিকই, কিন্তু সাতের চেয়ে টেবলে আর ভাল র‌্যাঙ্কিং পাওয়া গেল না।

তবে পুণে অধিনায়কের এই বিধ্বংসী ইনিংস দেখার পর কিন্তু টুইটে ধোনি বন্দনা শুরু হয়ে গিয়েছে। যেখানে রয়েছেন তাঁর তরুণ প্রতিদ্বন্দ্বী থেকে শুরু করে বলিউড তারকাও। ‘‘কয়েক মিনিট লাগবে হৃদপিণ্ডের গতি স্বাভাবিক হতে।’’ সূর্যকুমার যাদবের টুইট। বলিউড তারকা বরুণ ধবনের টুইট, ‘‘কেউ কি দেখলেন ধোনি শেষ ওভারে ২৪ রান নিল। শেষ বলে ছয় মেরে জয়।’’ সঞ্জয় মঞ্জরেকর আবার বলছেন, ‘‘শেষ ওভারে অক্ষর পটেলকে বল করানোটার পরিকল্পনাটাই ভয়ঙ্কর ছিল। কিন্তু ধোনির আত্মবিশ্বাসটাই অন্য রকম।’’
আর ধোনি নিজে কী বলছেন? ‘‘যত দিন যাবে তত ক্রিকেটে নতুন নতুন কনসেপ্ট তৈরি হবে। তার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারাটাই আসল। আমরা টুর্নামেন্টে থাকলে এ রকম ম্যাচ জিতেই নক আউটে যেতে চাইতাম।’’
পুণের পর মহারাষ্ট্রর আর এক দল মুম্বই ইন্ডিয়ান্সও ছিটকে গেল। খারাপ বোলিং ও ফিল্ডিংয়ের মাশুল দিতে হল গুজরাত লায়ন্সের বিরুদ্ধে ছ’উইকেটে হেরে। ১৩ বল বাকি থাকতে ১৭৩-৪ তুলে ম্যাচ জিতে প্লে-অফে জায়গা করে নেয় সুরেশ রায়নার দল।

সংক্ষিপ্ত স্কোর
কিংগস ইলেভেন পঞ্জাব ১৭২-৭ (বিজয় ৫৯, অশ্বিন ৪-৩৪)
সুপারজায়ান্টস ১৭৩-৬ (ধোনি ৬৪ ন.আ)

মুম্বই ইন্ডিয়ান্স ১৭২-৮ (রানা ৭০)
গুজরাত লায়ন্স ১৭৩-৪ (রায়না ৫৮, ম্যাকালাম ৪৮)।

No comments:

Post a Comment